পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ή4ο —লাও, এতে আর তোমাকে তিনি কি করবেন। এমন তো ভানক কিছু অপরাধ করছ না! একটু বুঝিয়ে বলে, তাহলেই হৰে। -- 馨 জগত্য ওয়া তিনটে দিন থেকে গেল। এমন করে কাকীমা বলছেন, বেশী কথা-কাটাকাটি করলে সেটা নিতান্তই খৃষ্টতা হবে জায় ছঃখিতও হবেন তিনি। মঙ্গুও বার-বার বলছে থেকে যেতে। আর ওই রাখুটী ... ষ্টুর শিরোমণি ! ভয় দেখাচ্ছে, যাবার কথা মুখে জানলে এমন জায়গাতে নাৰি ওর স্কটকেলটা লুকিয়ে রেখে দেবে যে খুঁজে পায় কার সাধি । - বৈকালে শুক্ল, মৰু মাঠে বেড়াতে বের হ’ল। গুয়া জিজ্ঞেস করলে,—আচ্ছ মধু, দুরে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই তো হাসপাতাল ? —ই আই-ই তো হাসপাতাল । —দেখ, মগু, আমার একটি বন্ধুর এই অস্থখ হয়েছে। তিনি হচ্চেন আমার দাদার বন্ধু, দু-জনেই এক সঙ্গে পাস করেন। দাদার সঙ্গেই আমাদের বাসায় মাঝে মাঝে বেড়াতে জানতেন, সেই সূত্রেই আমার সঙ্গে পরিচয় । ডাক্তার সন্দেহ কবৃচেন, এই খবরটুকুই কেবল দাদাকে দিয়েছিলেন কিছুদিন জাগে ; দাদাকে জিজ্ঞেস করে জানলুম, কিন্তু তারপরে তার আর কোনো চিঠি দাদা পায়নি। মনটা সত্যি ভাই বডড খারাপ বোধ হয় তার জন্তে । চমৎকার ছেলে—দাদা লাহোরে কাজ নিয়ে এল, উনি ইউনিভার্সিটিতে রিসাচ" করছিলেন— একটু চম্কে মঞ্জু জিজ্ঞেস ক’লে—কি কবৃছিলেন তিনি ? —ইউনিভার্সিটিতে রিসাচর্ণ। —র্তার নামটা কি ভাই ? —দেবিদাস রায় । মৰু শুক্লার একটু পিছনে ; মঞ্জুর মুখের চেহারাটা হঠাৎ ८कवन uक अछ ब्रकभ शब्र ऐं★xझ, cगर्छी तक्र शक्रण করলে না । মৰু জিজ্ঞেস করল—দেৰী বাবুর সঙ্গে তোর খুব ৰন্ধুত্ব ছিল বুৰি ? —শ্বৰ আর কি, মোটামুটি একটু আলাপ হয়েছিল। কেম জানিনে ভাই, পুরুষছেলেদের সঙ্গে চট করে বেশী মাখামাখি করতে আমি পারি নে। তা ছাড়া দাদার কাছেই S980, আসডেন, দাদার কাছেই বলতেন, ওয়ই ভেতর দাদা একদিন আমার সঙ্গে পরিচয় করিয়ে দিল –একটু থেমে শুক্ল ব’লল, তবে... তবে বলে শুক্ল চুপ ক’রে রইল, আর এগুলো না । মধু জিজ্ঞেস করল—তবে কি ? শুক্লার ঠোঁটে শুধু একটু হাসির আভাস। উত্তর নেই। মৰু অসহিষ্ণু হয়ে উঠল—তবে বলে চুপ করে রইলি যে ? কি বলতে যাচ্ছিলি, বল। শুক্লা ছেলে বললে,—কিছু না... মাথা ছলিয়ে মঞ্জু বলল,—দেখ চালাকি করিস নি। আমার কাছেও লুকুতে হবে এমন কোনো কথা তোর আবার আছে না কি ? —ব’লব তাহ’লে ? —দেখ, ভাই... শুক্ল আবার হাসল মঞ্জুর মুখের দিকে তাকিয়ে। মঞ্জু অনুনয় ক'রে বললে—বল না ! —দেখ ভাই সত্যি করে... আবার শুষ্ক থেমে গেল । মঞ্জুর বুকের ভেতর একটু স্থর দ্বর করে উঠল। একটা ঢোক গিলে মুখে খানিকট হালি টেনে এনে চেচিয়ে ব’লল—বল শীগগীর পোড়ামুখী, সত্যি ক’রে কি... —দেখ দেবী-দাকে আমি ভালবাসতুম। কথাটা বলে শুক্ল মঞ্জুর মুখের দিৰে আর না তাকালেই পারতো, তবুও একবার তাকিয়েই চলতে চলতে মাঠের দিকে মুখ ফিরিয়ে নিল । মৰু নিজেকে একটু সামূলেছে। জিজ্ঞেস করল,-দেৰিবাৰু তোকেও বুঝি খুৰ ভালবাসতেন ? শুক্ল ছেলে ফেলল—খুব তো দূরের কথ, জামাকে আদৌ ভালবাসতেন কি-না তাই জানিনে। আর গে-কথা জানবার সুযোগও কখনও হয়নি। তবে এইটুকু বলতে পারি— আমার সঙ্গে কথাবার্তা বলার তার একটা বিশেষ আগ্রহ ছিল, এবং আমার সঙ্গে পরিচিত হয়ে তিনি যে বিশেষ আনন্দিত হয়েছিলেন, এটুকু জামি বেশ বুঝতে পাতুম :