পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈত্র ፃፃ› —তুই বুঝি তার প্রেমে একেবারে হাবুডুবু খেতে লাগলি ? শুক্লা মঞ্জুর একথান হাত ধরে হেসে বলল,—তোর কাছে লুকোব না মঞ্জু, প্রায় তাই-ই। —বুঝেছি... - —জনলি, দেবিবাবুকে সত্যি আমার এত ভাল লাগতো ষে তোকে আর কি বলি ! শুধু তখনই ষে লাগতো তাই নয়, এখনও আমি তাকে ভালবাসি-খুবই ভালবাসি। আর বলতে লজ্জা নেই ভাই তোর কাছে। আবার যদি র্তার সঙ্গে কখন সুবিধামত দেখা হয়, তবে তাকে আমি এ-কথা জানিয়ে দেব স্পষ্টভাবে । শুক্লার বিহবল চোখ দুটির দিকে তাকিয়ে মঞ্জু একটু শুকনো হাসি হেসে বলল,—কিন্তু তুই না বললি তার অমুখ হয়েছে ? —ত হোক। হ'লেও খুব সম্ভবতঃ বেশী কিছু নয়, নিশ্চয়ই ভাল হয়ে যাবেন ।...আর দেখ, তিনি যেখানেই থাকুন না কেন, আমি সব সময়ে ঈশ্বরের কাছে প্ৰাথনা করছি তাকে স্বস্থ ক'রে দেবার জন্যে... শুক্লার মুখে হাসির রেখা, কিন্তু চোক দুটি চক্চক্ কবৃছে। মছু বলল—তুই-ই মরেছিল খালি দেখছি। তিনি তো একখানা চিঠিও তোকে লেখেন না ! বেশ দৃঢ়তার সঙ্গে শুরু উত্তর দিল,—ত না লিখুন, কিন্তু দাদার কাছে যখনই চিঠি লেখেন, আমার কথা জিজ্ঞেস করেন। আমিই কোনোদিন দেবী-দাকে চিঠি দিইনি, দিলে নিশ্চয়ই উত্তর দিতেন, সে আমি ঠিক জানি।...কিন্তু দ্যাখ ভাই কি মানুষ, অস্থখ হবার পরে আর মোটে খবরই নেই, প্রায় মাস-তিনেক ত হ’ল !...ত হো, হয়ত ডাক্তার বেশী চিঠিপত্র লিখতে বা কোনো রকম পরিশ্রম করতে বারণ করেছেন, সেই জন্তেই হয়ত লেখেন না । মৰু জার বেশী কথা বাড়াতে সাহস করে না। কিছুক্ষণ গু-জনেই চুপ । এক সময়ে মঞ্জু সামুনের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলে - স্বর্ঘ্য অস্ত যাচ্ছে, দেখেছিল? এখানকার এ একটা দেখবার জিনিষ । उक्र फांकण1 cनथबांब्र जिनिकहे दd । चज्रख थक७ বহুদুৱৰিত্বত মঠ, মাঠের ওপরে স্বৰ্য ডুবে আছে। ধের জ্যোতি এখন আর চারদিকে ছড়িয়ে পড়ছে না, শুধু একটা প্রকাও লাল আগুনের গোলা যেন দুলতে দুলতে নেমে পড়ছে । আকাশখানা আবীর-রাঙা, কিন্তু মেঘের প্রত্যেক স্তর স্বতন্ত্রভাবে দেখতে পাওয়া যাচ্ছে। জ্ব-ধারে অতি অস্পষ্ট বনের রেখা। মাঝখানটায় একটু ফাৰ—সেখানটায় মাঠ একেবারে আকাশে মিলিয়ে গেছে। ঠিক এই ফাকটুকুর ওপারেই স্বৰ্য আস্তে আস্তে চলে পড়ে যেতে লাগল। মুগ্ধ চোখে চেয়ে শুক্ল বলল,—ভারি চমৎকার দৃশ্য বাস্তবিক ! আমি সমূত্রেও স্বধ্যাপ্ত দেখেছি, দুটাে দৃশ্য যদিও আলাদা আলাদা—সবটা মিলিয়ে, কিন্তু সৌন্দর্ঘ্যের দিক থেকে কোনটাই কারও চাইতে খাটে নয় । - মঞ্জু বলল,—আচ্ছা শুরু, তুই ত পুরী বেড়াতে গিয়েছিলি ? সমূত্রে ঝড় দেখেছিস্ ? —হঁ্য, দেখেছিলুম ভাই ঝড় এক দিন। সে যে কি অদ্ভূত আর ভীষণ দৃশ্য, তোকে তা বলে বোঝাতে পাব না আমি। বুঝলি, প্রথমে তো একথও প্রকাও কালো মেঘ আমাদের বাসার ঠিক যেন পিছন থেকে উঠে এল, চলল সমুদ্রের দিকে এগিয়ে। দশ-পনের মিনিটের ভিতরেই সমুত্রের ওপর একটা বিশাল ছাদের মত মেঘখানা ছড়িয়ে পড়ল—আর সঙ্গে সঙ্গেই বাতাস। তার পরে ভাই- . শুক্লা যেন ভাষা জুগিয়ে উঠতে পাছে না। মঞ্জু বলল,— ঢেউ বুঝি আরম্ভ হয়ে গেল ? *. —ঢেউ ঢেউ ত সারাক্ষণই। ঢেউ তো নয়, সমূত্রের ওপর যেন মহাপ্ৰলম্ব ঘটল । ওরে বাপ রে, সে যে কি গর্জন, আর— একটু থেমে বলল,—একখানা জাহাজ চাল নেবার জন্তে নি-পাতেক এসে নোঙর করে ছিল। এমনি সাধারণ ষে ঢেউ তাইতেই জাহাজখানা একটা নৌকোর মত ছলতেী— জবিপ্তি ছোটও খুব। , ঝড় আসবার ঠিক জাগের দিনটাতেই ওটা ছেড়ে চলে গেল। বড়ের সময়ে ভাবতে লাগলুম । বেচার যদি এখন এখানে থাকৃত, কি অবস্থা দেখতুম ভাৱ । ঢেউয়ের পর ঢেউ তালগাছের মত উচু হয়ে হয়ে পাগলের मङ इै श्रान्झ-*क्वांटब निर्थिनिक जननूछ ! , चाब्र