পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓፃፀ ৫ প্রবাসী; ఏ<08ం. না কি জাবার 1 , যা-হোক পরশু দিন রাত্তির থেকে ব্যথাটা একটু কমূল, কাল জার কিছু টের পাইনি। জাজ তে বেশ ভালই আছি। দেবিদাসের রাগ জল হয়ে যায়। এবারে আর মঞ্জুর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে কোনো চেষ্টা তো করলেই না বরং নিজেই ওর হাতখানিতে একটু চাপ দিল । মৰু জিজ্ঞেস করল,--আপনি কেমন আছেন, দেবী-দা ? —আমি ? ভালই আছি। একটু ক্ষণ পরে মঞ্জু বলল,—আচ্ছা দেবী-দা, আমার একটা অনুরোধ রাখবেন ? —কি অনুরোধ ? —রাখবেন না-কি বলুন ? —অনুরোধটা কি তাই আগে ৰল । — বা রে, আমি কি আর এমন কোনো অনুরোধ করব যে, যা আপনার পক্ষে রাখা সম্ভব নয় ? আগে স্বীকার করুন, তারপরে বলছি ; ঘাবড়াচ্ছেন কেন ? হেসে দেবিদাস বলল,—আচ্ছা রাখব। এবারে বল। -टैंक ? –ई, टैंक । —আচ্ছা দেবী-দা, হাসপাতাল থেকে বেরিয়ে আপনি আমাদের কাছে থাকৃবেন, কিছুদিন ? —দু: পাগল ! দেবিদাসের হাতখানা নিজের গালের সঙ্গে চেপে ধরে মঞ্জু বলল,—দু না, থাকৃতেই হবে। কেন, আপনার আপত্তি কি শুনি ? এখানকার স্বাস্থ্য ভাল, কিছু দিন কাটিয়ে গেলে আপনি একেবারেই সেরে যাবেন। এখনই যদি কলকাতা ধান আর খুব আবার পরিশ্রম স্বরু করেন, হয়ত অস্থখ আবার বেড়ে যাবে "বলুন খাৰুবেন ? দেবিদাস হাসতে থাকে। —ও হাসিটাসি বুঝি না । থাকলে দোষ হয়ে স্বাৰে ? -আচ্ছা, আচ্ছা দেখা যাবে । হাসপাতাল থেকে ; বেয়নোর তো এখনও দেরি আছে । —ন, কথা আপনার এক্ষুণি দিয়ে রাখতে হবে। আমার বাবা, মা কিছু ভাববেন তাই মনে করেছেন ? তাহলে আপনি cध्यनन ना. अिनच्न । ऊंबा किङ्ग ऋन cछ क्इक्नदेन, भ। বরঞ্চ খুব খুলীই হবেন। বাবা ত মাঝে মাঝে মা'র কাছে আপনার প্রশংসা করেন কত— দেবিদাস হাসছেই খালি । মঞ্জু রাগ করে বলে,—হাসছেন কেন অত শুনি, কথার জবাব না দিয়ে ? থাকৃবেন তো ? উ ? —হাসব না? বেশ মজা লাগছে তোমার কথা শুনতে।-- হ্য, কি বললে ? থাকার কথা কি বলছ ? —এতক্ষণ পরে থাকার কথা কি বলছ | যত ঢং !...ওসব চালাকি নয়, থাকৃতেই হবে । মঞ্জুর দুটি চোখ আমুনয়ে ভরে ওঠে, বুকটা ছলতে থাকে। নরম স্বরে বলে—না দেবী-দা, আমার কথাটা রাখঙেই হবে । আপনার কি ক্ষতি হবে, সেইটেই শুনি ? খাওয়া-দাওয়ার অসুবিধা হবে ? —ই্য, সেইটেই ভাবছি। আমাদের খাওয়া-দাওয়া একটু স্বতন্ত্র রকমের কি-না, উপকরণও আলাদ, নিয়মও আলাদা। তোমরা পেরে উঠবে না। —আচ্ছ, উপকরণ আর নিয়মটা শুনিই দেখি ? —শুনে আর করবে কি, ঘাবড়ে যাবে। —কিছু ঘাবড়াবো না, আপনি বলুন । দেবিদাস বলে—বেশ, বলছি। চার বার আমাদের খাওয়ার নিম্নম, বুঝেছ ? আর সেটা একেবারে কাটায়কাটা সৰ্ব্বদা ঠিক হওয়া চাই। এদিক-ওদিক হ’লে— –তাই-ই হবে । আমি নিজে আপনার— —শুনে নাও। কি আমাদের খেতে হয় জানো ? সকালবেলাটা আমরা খাই—কি বলে, সেরখানেক বাঘের ছুখ । দুপুরবেলা— —হয়েছে, ৰাজে কথা এখন রেখে— —তারপরে দুপুরবেলা খাই মঙ্গলগ্রহে ধে ধান হয় তারই চালের ভাত ; বিকেলে খানিকটা গণ্ডারের মাসের জুস খাই। জার রাত্তিরের খাওয়াটা আমার একটু হালকা হয়—এক কাপ চাদের আলো, খানিকটে খুঁইফুলের গদ্ধের সঙ্গে মিশিয়ে— উঃ मक ऊँौक्१ cखांtब्र লাগিয়েছে । মেক্সিালের হাতে এক চিটি —ক্ষে গল আমার মান নি।