পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ੋਧ রামকৃষ্ণ মিশন, সংসদ প্রভৃতি এবং আমাদের সেবাসজেঘর মত ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলিও বিপক্সের ষে উপকার করিতে পারিয়াছে বাহিরের কোনও বিরাট প্রতিষ্ঠান তাহা করিতে পারে নাই। যে-সমস্ত সেবা-প্রতিষ্ঠান (ইণ্ডিয়ন মেডিক্যাল অ্যা:সালিয়েশন, হিন্দুমিশন, নগেন্দ্র সেন সাহায্য সমিতি, ভোলানন্দ গিরি মিশন প্রভৃতি ) সৰ্ব্বপ্রথম বিপন্নকে বাচাইতে আসিয়াছিল তাহাদের মধ্যে অধিকাংশ কৰ্ম্মীই বাঙালী, মাড়োয়ারী রিলীফ প্রভৃতি বিভিন্ন সাম্প্রদায়িক দলগুলির মধ্যেও বাঙালী কৰ্ম্মী ছিলেন। র্তাহারা বিপদের দিনে দেশভেদ সম্প্রদায়ভেদ যত সহজে ভুলিয়াছিলেন তাহা অষ্ঠের পক্ষে সহজ বলিয়া বোধ হয় না। ভূমিকম্পের ধ্বংসলীলা এখনও শেষ হয় নাই, গ্রাম ও নগর পুনর্গঠনের কাজ এখনও বহুদিন ধরিম চলবে। প্রয়োজনের শতাংশের একাংশও চাদ উঠে নাই। এই সময়ে সেবাপ্রতিষ্ঠান যত বেশীই থাকুক না কেন, তাহারা যদি প্রকৃতপক্ষে কাজ করিতে চায়, তবে প্রয়োজনের অতিরিক্ত হইবে না। উত্তর-বিহারে প্রবাসী বাঙালীদিগের একটি স্থায়ী সেবাপ্রতিষ্ঠান থাকিলে বাঙালী বিহারী সকলেই তাহার সাহায্য পাইবেন, অধিকন্তু প্রবাসী বাঙালী নিজেকে বিপদের দিনে কিছু নিরাপদ বোধ করিবেন। যাহারা ভিক্ষায় অভ্যস্ত নহেন তাহাদিগের জন্যই এই সেবাসঙ্ঘ বিশেষভাবে চেষ্টিত থাকিবে। অন্য কোনও প্রতিষ্ঠানের সহিত ইহার বিরোধ নাই, কাহারও বিরুদ্ধে ইহার কোনও অভিযোগ নাই, কাহারও সহিত ইহার প্রতিযোগিতা নাই, ইহা নিছক প্রয়োজনের তাগিদে আরন্ধ, নিছক প্রয়োজনের কল্যাণব্রেভ সঞ্জ ૧ના .هو - * তাগিদেই ইহাকে বাঁচানো দরকার। মজঃফরপুরের সমস্ত সন্ত্রান্ত বাঙালীই ইহার সতি প্রত্যক্ষে বা পরোক্ষে জড়িত। আমি সেখান হইতে চলিয়া অ পিলেও স্বযোগ্য বিশ্বস্ত লোকের হস্তে ভার অর্পণ করিয়া আলিমাছি এবং নিয়মিত কলাণব্ৰত সজোর একটি কুটার একটি বাঙালী মহিল; রন্ধনকার্যো ব্যাপৃত সংবাদ লুইতেছি। আশা করি ভারতের বিভিন্ন প্রদেশস্থ শিক্ষিত সহৃদয় বাঙালী এই ক্ষুদ্র সেবাসজটির উপর কৃপাদৃষ্টি রাখিবেন এবং অর্থ দিয়া ও উপদেশ দিয়া ইহাকে সাহায্য করিবেন। র্যাহাঁদের নিকট হইতে ইতিমধ্যে সাহায্য প ইয়াছি র্তাহাদিগকে অস্তরিক কৃতজ্ঞতা জানাইতেছি, বিপয়ের সেবায় তাহাদের অর্থের সদ্ব্যয় হইবে।* =* बैभडी चश्क्रमा गरीब इशिः इज़ अश् अककब्र अछ मन्त्र ফোটোগ্রাফ খ্ৰীযুক্ত প্রদোৎকুমার সেনগুপ্তের তোলা এবং উহাদের সৌজন্তে প্রাপ্ত । 濕醬 શ્વે 54 تا 21ویم بن مهم