পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সারা হ’ল, আলো নিহল, মা চুপি চুপি আমাদের বাড়িতে ঢুকিয়ে নিলেন, বললেন,-জিতু খুড়ীমার কথা শুনূলি নে কেন ? ছিঃ – আমি বললাম—উনি যে কথা বলেন মা, তার কোনো মানে হয় না। আচ্ছা মা, তুমিই বলে আমরা সেখানে বনে বনে বেড়াতাম না । আমরা কি নাইতুম ? আর বন কি আঁস্তাকুড় । অস্থায় কথা ওঁর কথখনো শুনবে না মা। এতে উনি মারুন আর খুনই করুন— SOBO মা অতি কষ্টে কারা সামূলচ্চেন মনে হ’ল। বললেন— তুই যদি এরকম করি তা হলে এ বাড়িতে ওরা আমাদের ধাকৃতে দেবে না। আমাদের কি চেচিয়ে কথা বলবার জে৷ আছে এখানে ? ছিঃ বাবা জিতু ওয়া যা বলে গুনবি । ওরা লোক ভাল না—আগে জানলে ভিক্ষে ক'রে খেতাম, তবুও এখানে আস্তাম না। তোর বাবার যে একটা কিছু হ'লে ट्छ् । ( ক্রমশ: ) মায়া-মৃগ শ্ৰীবিভূতিভূষণ গঙ্গোপাধ্যায় শিকারী ! ও শুধু মায় মৃগ, ওই দূরে মিলায় ; ঘন-গহনের ময়-যুগ— কা’র মনোগহনের মায়ী-মৃগ— নিশি অবদানে গহীন রাতের স্বপন-প্রায় ওরে ধরা কি যায়? দূরে মিলায় । দূরে মিলায় ! আধেক দোলায়ে বন-অঞ্চল, উদাসী মাঠেরে করি চঞ্চল গিরি-দরী-নদী ফেলি নিরবধি চপলার মত চকিতে ধায়— দূরে মিলায় ! বন্ধু! ও শুধু ইন্দ্ৰধন্থর বর্ণ, বন্ধু! ও শুধু সভ্য-রাগের স্বর্ণ, বন্ধু! ও শুধু রাতের আলেম - দিনে এসে লাজে ফিরিয়া যায় ! কোথ—কত দূরে, নীল, ঘন নীল, ঘনতর নীল সিন্ধু-মায়— কেমনে ঘনাল ও-ছুটি নয়নে তারি স্বমধুর স্বপ্ন-ছায়া ; তাই নিশিদিন বিরাম-বিহীন সে অতল বুকে মরিতে ধায় ! দূরে মিলায় ! ও যে মায়া-মৃগ—শিকারী, শিকারী, ফিরে এস, ওরে ধরা কি যায় ? সমুখে মরণ, পিছনে মরণ, ঘুচায়ে দিয়েছে সব বন্ধন ; তোমার হাতের মরণ মানে না-মহামরণেই মরিতে চায় ! थब्रां कि पाञ्च ?