পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম শিশু ঐবিমল মিত্র ঐবিলাসের মনে হইল, র্তাবুর বাহিরে কে যেন বড় টানিয়া টানিয়া বলিতেছে-ওগে, দুয়োরটা একটু খোল না— শুনচ–খোল না একবার—খুলে দেও না—ওগো— বিছানা ছাড়িয়া শ্ৰীবিলাস লাফাইয়া উঠিল । স্ত্রীলোকের গলা মনে হইতেছে। অনেকট মাধুরীর গলার আওয়াজ । মোমবাতি জালাইয়া সৰ্ব্বাঙ্গে আলোয়ান জড়াইয়া শ্রীবিলাস তাবুর দরজা খুলিল । শীতের রাত্রি, মাঠমম কুয়াশ পড়িয়াছে । চারিদিকে অন্ধকার, চোখ মুছিতে মুছিতে শ্ৰীবিলাস বাহিরের দিকে চাহিয়া দেখিল । কেউ কোথাও নেই, তবে কি চলিয়া গেল না-কি ! শ্ৰীবিলাস ডাকিল—কে, কে ? ডাকৃছিলে ? কে তুমি ? ও-পাশের তাবুতে যাহারা ঘুমাইতেছিল, তাহদের একটান নিঃশ্বাস-প্রশ্বাসের শব্দ আসিতেছে । বোঝা যায় কেহই জাগিয়া নাই। ঐবিলাস চুপ করিয়া খানিকক্ষণ দাড়াইয়া রহিল ; ঘে-গাছের তলায় তাবু খাটান হইয়াছিল, সেই গাছের পাতাগুলি সবু সৰ্ব করিয়৷ কঁপিয়া উঠিল। বাতাস লাগিয় ঐবিলালের শীত করিতে লাগিল। তবে হয়ত তাহাকে দেখিয়া দে লজ্জা পাইতেছে। শ্ৰীবিলাস আরও কিছুক্ষণ চুপ कब्रिब्र नैफ़िाहेब्र ब्रश्लि । क्ढ़ि ८कांथांe कांशंब्र७ झिक्नुकूe নাই যে ! এবার জীবিলাস বাহিরে আসিল । দিনের ৰেলাকার সেই রক্ষ মাঠট রাত্রে যেন অপরূপ হইয়া উঠিয়াছে। সেই মাঠের উপর নিত্রিত পৃথিবী শীতে কুণ্ডলী পাকাইয়া পড়িয়া আছে। দূরে যেখানে চলনের বিল—আজ এখন মনে হয় সেখানে যেন জল নাই। সাদা থান পরিমা ভূমিলক্ষ্মী যেন ৰিধৰবেশিনী! চারিদিকে কোথাও কেহ নাই ষে । ওধারের উবুতে দলের লোকেরা আছে। জীবিলাস এখার-ওধার চারিদিক খুজিতে লাগিল। সে স্পষ্ট শুনিয়াছে কে যেন তাঁহাকে দরজা খুলিয়া দিতে অনুরোধ করিতেছে । ভুল ত হইবার কথা নয়। ওধারের তাবুর কাছে গিয়া শ্ৰীবিলাস ডাকিল--নিধিরাজ, নিধিরাজ, ও নিধু—শুনলি—নিধুরে একবার ওঠ মাণিক— নিধু তাই উঠিল। এতরাত্রে তাহাকে দিয়া যে বাবুর কি প্রয়োজন থাকিতে পারে তাহ নিধুকে বলিয়া দিতে হয় না। নিধিরাজ উঠিয়৷ শীতে কঁাপিতে কঁাপিতে আসিয়া তামাক সাজিতে বসিল । র্তাবুর কাছাকাছি যন্ত্রপাতি পড়িয়া আছে – গ্রামে সরকারী টিউব-ওয়েল বসিবে তাঁহারই সরঞ্জাম। সেইখানে লম্প জালাইয় নিধিরাজ টিকে ধরাইতে লাগিল । খানিক পরে শ্ৰীবিলাস বলিল,-তুই কিছু শুনেছিদ না কি রে নিধু ? নিধিরাজ শুনিয়াছে । রাত্তিরে ত ? শ্ৰীবিলাস আশ্চর্যা হইয়া গেল। এ ব্যাপার সকলেই শুনিয়াছে ! বলিল, - তুই শুনেছিস্ ?--ঠিক তোর বউঠাকৃরুণের মত গলা নয় ?—ঠিক একেবারে—নয় ?... নিধিরাজ তাচ্ছিল্য ভরে বলিল,— আজ্ঞে কিসে আর কিসে-এর বেটাছেলে মেয়েলোক সেজেছে—সেকি আর তেমন হয়, তবে গান গাইছিল খুব ভাল, বুঝলেন, লখীন্দর মারা গেলে পর বেউলোর কান্ধা যদি শুনতেন—আপনি গেছলেন না কি ? . - এতক্ষণে শ্ৰীবিলাস বুঝিতে পারিল নিধিরাজ ও পাড়ার ভাসানের গানের কথা বলিতেছে। - তামাক দিয়া নিধিরাজ চলিয়া যাইতেছিল— শ্ৰীবিলাস ডাকিল—যালনে শোন—বলি– নিধিরাজ পায়ের কাছে বলিল। শ্ৰীবিলাস বলিল,— তোকে একটা কাজ করতে হবে–বুঝলি, কলকাতায় যেতে পারবি—আজই সকালে— । ** . . . . . . . বলিল,-গুনেছি বইকি —