পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

θνού, ইতিহাস উদ্ধার করবার চেষ্টা করেন। কিন্তু প্রাগৈতিহাসিক তার গবেষণার জন্ত কোনও নির্ভরযোগ্য লিপিগত উপাদানের প্রত্যাশা করতে পারেন না। কারণ কোনও প্রকার লিপির . আবিষ্কারের পূর্ববর্তী কালকেই প্রাগৈতিহাসিক কাল বলা ु । _ & প্রাগৈতিহাসিককে প্রধানতঃ দুই শ্রেণীর বস্তুগত উপাদানের উপর নির্ভর করতে হয় এবং এই দুই শ্রেণীর উপাদানই প্রধানতঃ ভূগর্ত হতে উদঘাটন করে সংগ্রহ করতে হয় । এজন্ত ভূবিদ্যার একটু সাহায্য প্রয়োজন। প্রাগৈতিহাসিক কালের বিভিন্ন স্তরে নিহিত নরকঙ্কাল, তার আশ-পাশের অন্যাপ্ত জীবকঙ্কাল ও পাথর তামা প্রভৃতির নির্মিত অস্ত্রশস্ত্র ও অক্ষান্ত জিনিষ প্রাগৈতিহাসের প্রধান উপাদান। ঐ কালের বানর, বনমানুষ ও মনুষ্যপ্রায় জীবের কঙ্কালগুলির বিভিন্ন অবয়বের মাপজোখ নিয়ে পরস্পরের সহিত তুলনা করে তাদের শ্রেণীবিভাগ ও জাতিবিভাগ করা হয়। যে ভূস্তরে কোন কঙ্কাল পোতা ছিল, সেই স্তরের আকুমানিক কাল (approximate geological age ) নির্ণয় ক'রে এবং তার পারিপার্থিক অন্যান্য জীবকঙ্কালের জীবিত কালের পর্যালোচনা করে যথাসম্ভব ঐ কালের বানর বনমাকুব ও প্রাকৃমানুষদের কাল নির্ণয় করা হয়। ঠিক একই শ্রেণীর কঙ্কাল ফেষে বিভিন্ন দেশে পাওয়া গেছে তার ফর্দ করে ও পৃথিবীর মানচিত্রের সঙ্গে মিলিয়ে ঐ জাতির মানুষের জন্মস্থান এবং সেখান থেকে দেশ-বিদেশে যাবার পথ (route of migrations ) won was on to wowa fêt fea দেশবাসী জ্ঞাতি জাতিদের পরস্পরের সম্বন্ধ ( racial relationships) for was on প্রাগৈতিহাসিকের গবেষণার আর এক শ্রেণীর উপাদান মানুষের হাতে তৈরি অস্ত্রশস্ত্র, অন্যান্ত জব্যসম্ভার ও চিত্র প্রভৃতি এবং সমাধিস্থান ও ঘরবাড়ির ধ্বংসাবশেষ । এই সমস্ত বস্তুগত উপাদান হইতে প্রাগৈতিহাসিক যুগের মানুষের জীবিকা, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পারিবারিক ও সামাজিক অবস্থা এবং ধৰ্ম্মবিশ্বাসের অল্পবিস্তর পরিচয় পাওয়া যায়। মানুষের সঙ্গে বনমানুষের বা বানরের সম্বন্ধ নির্ণয় করতে হলে উপরে যে দুই শ্রেণীর উপাদান इगनायै उात्र প্রথম শ্রেণীর অর্থাৎ কঙ্কাল প্রভৃতির সাহায্য প্রধানতঃ

প্রবামী $1

SS8O প্রয়োজন। এই দুই শ্রেণীর উপাদানের জন্তই ভূবিদ্যার সাহায্য দরকার। অধিকন্তু প্রথম শ্রেণীর উপাদানের পরীক্ষা ও বিশ্লেষণের জন্য অস্থিতত্বের ( Anatomyর ) সাহায্যের @忆对弯忒 1 প্রতীচ ভূতত্ত্ববিদ পণ্ডিতেরা মাটি খুঁড়ে ভিন্ন ভিন্ন স্তরশ্রেণী উদঘাটন করে ভিন্ন ভিন্ন যুগের ও অন্তযুগের (Geologic Periods and Systems) for fên নামকরণ করেছেন এবং তাদের স্থিতিকাল অনুমন করেছেন। যে সমস্ত ভূ-স্তরে জীবের নিদর্শন পাওয়া যায়, সে- গুলিকে পাচটি যুগে বিভক্ত করা হয়েছে। ইহাদের সকলের আগের যুগকে জীবনের উন্মেষ যুগ (Archean বা Eozoic) নাম দেওয়া হয়েছে ; কারণ এই ভূ-স্তরে যে, উষাজীব ( Eozon ) { রন্ধী ( Foramanifera) afRE ENGAÐ নিদর্শন আছে, তাতেই জীবনের প্রথম স্পন্দনের প্রমাণ পাওয়া যায়। ইহার স্থিতিকাল মোটামুটি দেড় কোটি বৎসর অকুমান করা হয়েছে। দ্বিতীয় যুগের নাম দেওয়া হয়েছে পুরাতন জীব-যুগ ; (Primary & Palaeozoic ) or স্থিতিকাল আন্দাজ পয়ত্রিশ কোটি বর্ষ ধরা হয়। এই সময়ের ভূ-স্তরের প্রথম ভাগে মেরুদণ্ডহীন ( Invertebrates ), মধ্যভাগে মৎস্য জাতি ( Fishes ) এবং শেষভাগে উভচর (amphibions)এর প্রাচুর্তাব ছিল। এই যুগের শেষ ভাগে সরীস্বপের প্রথম উদ্ভব দেখা যায়। তৃতীয় যুগকে sg ?r&-g$ ( Mesozoic ) am crewi &qCw i હફે যুগের প্রথম ভাগের ভূ-স্তরে প্রচুর সরীস্বপের কঙ্কাল পাওয়া যায়, এই জন্ত ইহাকে সাধারণ (popular) ভাষায় সরীসৃপ যুগ (Age of Reptiles) বলা হয় । ইহার স্থিতিকাল আন্দাজ এক কোটি বৎসর ধরা হয়। চতুর্থ যুগের নাম তৃতীয়ক যুগ (Tertiary Period ) i të gol Gweitữ ŝtorg Ego ও পরিণতি হয় । সেইজন্ত ইহাকে স্তন্যপায়ীর যুগ (Age of Mammals ) এই নামও দেওয়া হয়। এই যুগের স্থিতিকাল মোটামুটি বিশ লক্ষ বৎসর বলে অনুমান করা হয়। এই স্তন্যপায়ী যুগকে আবার চার-পাচটি অভযুগে বিভক্ত করা হয়েছে। সকলের নীচের অস্তযুগের নাম উষধুনিক উপযুগ (Eocene) H; - - r ¥ ८कह कह अिहे अरुँदूशत्रु आबाद्र थाङ्गीन प्टेबरुद्र (Palcocene)

७ फेबख्नङ्ग (Eocene) य३. क्लक्कै छोप्श दिउछ कप्झन !. . . . : '