পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هلأسط যাক, এ-সব কথা আরও বলতে গেলে পুথি বেড়ে যাবে। এই প্রবন্ধের বক্তব্য কথাটি এই যে, নৃতত্ববিং ও বিবৰ্ত্তনবাদীরা বানর থেকে মানুষের উৎপত্তি নির্দেশ করেন, এ ধারণা ভ্রান্ত ; এবং এরূপ ধারণার বশবৰ্ত্তী হয়ে এই অপরিমার্জিত ভাষার শুষ্ক প্রবন্ধ থেকে নৃতত্ত্বকে নীরস মনে করাও নূতত্বের প্রতি অবিচার করা হবে i* SOBO

  • গোরক্ষপুর প্রবাসী-বঙ্গসাহিত্য-সম্মেলনের একাদশ অধিবেশনে

নৃতত্বের প্রতি অশ্রদ্ধাবান হওয়া অন্তায় । আর আমার পঠিত ।

    • staster

বাকুড়া জেলার একটি প্রাচীন শিলালিপি শ্ৰীনগেন্দ্রনাথ মুখোপাধ্যায়, এম-এ, বি-টি বাঁকুড়া জেলার উত্তর-পশ্চিম সীমাস্তে, বাকুড়া শহর হইতে প্রায় পদ্ধত্রিশ মাইল দূরে তিলুড়ী গ্রাম। গ্রামটি ছোটবড় পাহাড়ে পরিবেষ্টিত ও প্রাকৃতিক শোভা-সম্পদে সমৃদ্ধ। গ্রাম হইতে প্রায় দুই মাইল দূরে বিহারীনাথ নামে এক ১৪৬৯ ফুট উচ্চ পাহাড় আছে। ইহার অনতিদূরে মহেশার বা মহিলারা নামক ক্ষুদ্র সাওতাল পল্পী। পাহাড়ের গায়ে এক পাশে একটি বহু পুরাতন শিবমন্দির আছে। এই মন্দিরস্থিত শিবের নাম বিহারীনাথ । পাহাড়ের পশ্চিম দিকের পাদদেশ হইতে এক সমতল ক্ষেত্র অনেকখানি স্থান ব্যাপিয়া রহিয়াছে। সেখানে এক বৃহৎ পুরাতন তেঁতুল গাছের নীচে কয়েকটি বড় বড় প্রস্তরপট্ট অৰ্দ্ধপ্রোথিত অবস্থায় দেখা যায়। তন্মধ্যে দুষ্টটি বড়

  • . :శr راه هاه

5- 23 گہن ....... o

  • .*.*. . :* " ما يممفاء
  1. ్వత్తి . .*
  • ... o oso

প্রস্তর-পটের গাত্রে দুই লাইন করিয়া অক্ষর খোদিত আহে । প্রস্তরগাত্র অতীব বন্ধুর ও প্রস্তরলিপির কোন কোন অংশ মুছিয়া গিয়া অত্যন্ত অস্পষ্ট হইয়া গিয়াছে। তাহদের যথাসম্ভব স্পষ্ট প্রতিলিপি এখানে প্রকাশিত হইল। ইহার দ্বারা বাংলার বা বিহারের কোন নূতন ঐতিহাসিক তথ্য আবিষ্কৃত হইলে শ্রমসার্থক জ্ঞান করিব। এতৎসংক্রান্ত স্থানীয় জনশ্রুতি সংগ্রহের চেষ্টা করিয়া যাহা পাইয়াছি, তাহাও দিতেছি। তিলুড়ী-নিবাসী এক বৃদ্ধ ভদ্রলোকের নিকট শুনিলাম যে, তিনি র্তাহার পিতা পিতামহ প্রভৃতি বয়োবৃদ্ধ ব্যক্তিদের নিকট শুনিয়াছিলেন, যে, উক্ত স্থানে চতুর্দিকে পরিখাবেষ্টিত এক প্রকাও গড়, প্রাসাদ ইত্যাদি ছিল ; এবং তাহা কোন