পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈত্র হওয়ার সম্ভাবনা। তাহ নবীন ঐতিহাসিক তত্ত্বাম্বেষীর অজ্ঞতাপ্রস্থত জানিয়া ইতিহাসবেত্তারা মার্জন করিবেম x শ্ৰীযুক্ত রমা প্ৰসাদ চন্দ মহাশয়ের মস্তৰা— ১নং লিপির ২য় পংক্তির শেষ অংশে "স্তত্তমিদং” পড়া যাইতে পারে।

  • পূজ্যপাদ রায়-বাহাদুর ইযোগেশচন্দ্র রায়, এম-এ, বিদ্যানিধি মহাশয়

আমাকে এই শিলালিপি, দেবমূৰ্ত্তির ছবি ও বিবরণ সংগ্রহের জন্য উৎসাহিত, করিয়াছিলেন । এই প্রবন্ধের শেষ দুইখান চিত্র তিলুড়ি-নিবাণী শ্ৰীযুক্ত বদন্তকুমার চট্টোপাধ্যায়ের সৌজন্তে প্রাপ্ত । कचिभ८मन्नन्त्र चूडन জভিৰাত্রী

  • లి

২নং লিপির প্রথম পংক্তির গোড়ায় “মছযারা” পড়া যায় এবং দ্বিতীয় পংক্তিতে —“ঐদিনমানন্ত বীর” পৰ্য্যস্ত পরিষ্কার এবং তারপর “স্তস্তমিদং" পড়া অসঙ্গত হইবে না। ২ 免 মুঞ্জিনচয় :-বামদিক হইতে (১) দাড়ান তীর্থঙ্কর বা জিনমূৰ্ত্তির ভগ্নাংশ (R) 。 ( ৩ ) উ বিষ্ট জিনমুৰ্ত্তি ( 8 ) मैं क्लान खि भूéि ( 4 ) দড়িান কুবের-মুৰ্ত্তি। বড় সুন্দর।” দক্ষিণমেরুর নুতন অভিযাত্রী শ্ৰীখগেন্দ্রনাথ মিত্র পুথিবীর দুই প্রান্ত-উত্তর ও দক্ষিণ মানুষের অমুসন্ধিংসীকে বিফল ক'রে বহুদিন অজ্ঞাত ছিল। অথচ এই ছুটি প্রদেশই পৃথিবীর আবহাওয়ায় অল্প প্রভাব বিস্তার করে i ః i | \] j : | 彎 দক্ষিপঞ্চলে মায়াড় না-দক্ষিণমেরুর প্রভাবই কিছু বেশী। প্রায় পৌণে দুই শত বৎসর পূৰ্ব্বে দক্ষিণ সমুদ্রে পরিভ্রমণকালে ক্যাপ্টেন কুক কয়েকটি কারণে অনুমান করেন, পৃথিবীর দক্ষিণে এক স্ববিশাল স্থলভাগ বৰ্ত্তমান, মানুষ তার কথা আজও জানে না ! তার পর থেকে উনবিংশ শতাব্দীর শেষ ভাগ পয্যন্ত পৃথিবীর প্রান্ত দুটি আঙ্কিারের চেষ্টা ইউরোপের কেউ কেউ করেছিলেন। কিন্তু তার কৃতকাৰ্য্য হন নি। মেরুচ্ছটার মত প্রদেশ দুটি এক গভীর রহস্যান্তরালে গুপ্ত থেকে যায়। ফলে অমুসদ্ধিৎসা আরও প্রবল হয়ে উঠে এবং বিগত ত্রিশ বৎসরে কয়েকজন অসমসাহসী ইউরোপ ও আমেরিকাবাসীর প্রাণান্তকর চেষ্টায় প্রান্ত দুটি আবিষ্কৃত হয়ে পড়ে। পিয়ারীর উত্তর মেরুবিজয়, য়্যামানসেন ও নোবিলের আকশপথে উত্তরমেরু অভিযান ও প্রত্যাবর্তনের পথে নোবিলের বিমানে Air Ship ) নিদারুণ দুর্ঘটনার কাহিনী অনেকেরই বিদিত। অনেকেই পাঠ করে থাকবেন ক্যাপ্টেন স্কট দুবার দক্ষিণমেরু আবিষ্কারে যাত্র করেছিলেন । কিন্তু প্রথমবারে বিফল হন। দ্বিতীয়বারে দক্ষিণমেরু আবিষ্কার করে ১৯১২ সালের ১৮ই জানুয়ারী দেখানে তুষারবক্ষে ইংলণ্ডের পতাকা প্রোথিত করেন। কিন্তু বিজয়গৌরবে দেশে ফিরে আসতে পারেন নি, মেরুপ্রদেশেই পথিমধ্যে এক জায়গায় ভয়ঙ্কর