পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مvدتv , বাইরে পরম আরামে ঘুমোতে পারে, নিক্সার এতটুক্‌ ৷ ব্যাঘাত হয় না। তার একটা কারণ ওদের স্বাভাবিক শারীরিক আচ্ছাদন। অবশু সমূদ্রতীর ছাড়া মেরুর আর কোথাও কোন প্রাণী নেই, কেবল সীমাহীন তুষার। তার ওপর তুষারাচ্ছন্ন পৰ্ব্বত দিয়ে ঘোর রবে ভয়ঙ্কর ঝড় বয়ে যায়, চারিধার আচ্ছন্ন ক'রে গাঢ় কুয়াশা নামে, সমুদ্রবক্ষ থেকে কখন কখন বাষ্পরাশি श्रूयांब्रिड श्रम erळे । फेडब्रटबक्रब्र मङ ५१८नe छ्द्रभाग लिन, ছন্ন মাস রাজি । - অভিধাত্ৰিগণ যখন মেককুলে পৌঁছেছিলেন তখনও সেখানে নি। কয়েক মাস মেরুবিজয়ের আয়োজনে তাদের কেটে গেল। এই সময় বার্ড আকাশপথে কয়েকটি ভূখণ্ড, পৰ্ব্বত ও খাড়ি আবিষ্কার করে তাদের নানা নামকরণ করলেন। তারপর এল স্থীর্ঘ রাত্রি । এপ্রিল মাসের এক নিগুৰু দিনান্তে (২২শে এপ্রিল) অন্তহীন তুষারমরুক্ষে মান যুগ্নিজাল বিস্তার করে স্মৰি মেলাগরে ধীরে জন্ত গেল। Sల8రి চারিদিকে ক্ষীণ অন্ধকার । ক্রমে ক্রমে তা গাঢ়হয়ে এল । সেই সঙ্গে ফুটে উঠল বিরাট আকাশ-প্রাঙ্গণে অপূৰ্ব্ব মেরুচ্ছটা। এই সময়ট দক্ষিণমেরুর শীতকাল। সে ঠাও কল্পনাতীত । ধাতুনির্মিত কোন জিনিষ ত স্পৰ্শই করা যায় না ; কোনক্রমে একটু আঙুল স্পর্শ করলেই মনে হয়, আঙুলটা দগ্ধ হয়ে গেল । তাই বলে অভিযাত্রিগণ সেখানে ঘরে বসে গল্প-গুজবে, আহার-নিদ্রায় ও স্বদর যুক্তরাষ্ট্র থেকে বেতারে গান-বাজনা শুনে সময়টা বৃথা অতিবাহিত করেন নি। বরং নিদ্রার ভাগ আরও কমিয়ে নানা কাজ সম্পন্ন করেছিলেন। ঐ সময়েই দূরের এক পৰ্ব্বতক্রোড়ে তাদের একখানি এরোপ্লেন ঝড়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। স্বখের কথা তাতে কোন প্রাণ বা অঙ্গহানি ঘটে নি। সে ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১২০ মাইল । শীতের সময় "লিটল আমেরিকা’বাসীরা বাইরের ঠাণ্ডার কবল থেকে রক্ষা পাবার একটি অদ্ভূত উপায় অবলম্বন করেছিলেন। গ্রামের মধ্যেই দূরে কয়েকটি ঘরে যাবার জন্তে তুষারনিম্নে স্বভৃঙ্গ নিৰ্ম্মিত হয়েছিল। তার মধ্য দিয়ে টর্চ জেলে র্তারা যাতায়াত করতেন। কুকুরগুলোও তুষারসমাধি লাভ করেছিল। অবিরত তুষারপাতে সমগ্র গ্রামখানার মূৰ্ত্তি গিয়েছিল সম্পূর্ণ পরিবর্তিত হয়ে। এমন কি, ঘরের মধ্যেও ছাদ থেকে তুষার-ঝালর স্বষ্টি হয়েছিল। তারপর আগষ্ট মাসের শেষ ভাগে (২৯শে আগষ্ট) আবার একদিন সুদীর্ঘ রাত্রির যবনিকা ধীরে অপসারণ করে উত্তরে স্বর্ধ্যোদয় হ’ল। অভিযান্ত্রিগণ উদাত্ত কণ্ঠে তার অভ্যর্থনা করলেন। আবার বাইরে পূর্ণোদ্যমে কাজকর্শ্ব চলতে লাগল। কয়েক মাসের মধ্যে আয়োজন সম্পূর্ণ হ’লে তার কয়েকটি দলে বিভক্ত হয়ে কেউ রইলেন গ্রামে, কেউ গেলেন গ্রাম ছেড়ে শত শত মাইল দূরের পথে ভয়াবহ তুষারের মধ্য দিয়ে ছয়খানি শ্লেজ নিয়ে, আর কেউ গেলেন বিমানে দক্ষিণ মেয়তে। এই শেষের দলে ছিলেন স্বয়ং এডমিরাল বীওঁ । এদের প্রত্যেকের সঙ্গে যোগ রইল বেতারে। মৃদুর যুক্তরাষ্ট্রের সঙ্গেও বেতারে রীতিমত কথা-বার্তা চলল। কে বতরে গেলেন, পথের অবস্থা কেমন, উত্তাপ কতখানি ইত্যাদি নানা বাৰ্ত্তার আদান-প্রদান চলতে লাগল। शैर्ड झुक्नेोच्न अंङ्ग श्रृंउ बाँहेण cष८र्ण बौर्ष श्रृंष चरिकर्म