পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এক বানান ও এক উচ্চারণ পদ্ধতি প্রচলন করিলে মাতৃভাষার প্রতি অমুরাগের পরিচয় দেওয়া হয়। মাসিক পত্রাদির সকল প্রবন্ধের এবং বিশ্ববিদ্যালয়ের সকল পাঠ্যপুস্তকের একরূপ বানান না হইলে তাহাকে একটা স্বপ্রতিষ্ঠিত ভাষা বলিতেই মানুষের লজ্জা বোধ হয়। ইংরেজী কি ফরাসী পুস্তক ও পত্রাদিতে এইরূপ বিদ্রোহী বানানের ছড়াছড়ি নাই । আমেরিকায় বানান বদল র্যাহারা করিয়াছেন, র্তাহারাও, আমার যতটা জানা আছে, একই , পরিণয় vషితి পদ্ধতিতে পরিবর্তনের কাজটা করিয়াছেন। আমাদেরই বা এ শুভবুদ্ধি ন হইবার কি কারণ ? - - আমরা আশা করি অল্পদিনের মধ্যেই বাংলার ভাষাবিং ও শ্ৰেষ্ঠ সাহিত্যিকগণের চেষ্টায় এবং বাংলা পুস্তকাদির প্রকাশক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সহায়তায় বাংলা ভাষা একটি স্বনির্দিষ্ট পথে চলিবে । বর্তমান ও ভবিষ্যৎ সাহিত্যের মঙ্গলের নিমিত্ত তাহার প্রয়োজন অন্ত কোনো প্রয়োজন অপেক্ষা কম নহে। পরিণয় শ্ৰীসুধীরচন্দ্র কর এখনও রয়েছে কিছু কাছে বাধে জল এল কালো হয়ে, দেখিলে দেখিতে পারি চোখে, পাড়েতে অস্পষ্ট ঝোপগুলি, অচিরেই আসিছে সময় কী যেন আশার ভাষা পড়ে চলে যাবে কোন দূরলোকে ! করে হোথা আকুলি ব্যাকুলি। এখনও পশ্চিম নভতলে সে রয়েছে, রয়েছে এখনও ঝলকিছে আস্তরাগরেখা, আরও কিছুকাল রবে কাছে, স্বনীলে গোলাপী আভা লেগে এখনও দেখিতে চাই যদি স্মিত সে হাসিটি যেন লেখা । দেখার স্বযোগও বুঝি আছে। প্রান্তর প্রশাস্ত পড়ে আছে এ ক'টি মুহূর্ভে অন্ত আর অন্তর-স্পন্দন গেছে থেমে, য-কিছুতে মন দিতে চাই, অন্ধকারে অন্ধ করি আঁখি মনে যে পড়িছে একই কথা, ধীরে ধীরে সন্ধ্য আসে নেমে । কেমনে ভুলিব, সাধা নাই।– আঁকাবঁকা দূর গ্রামস্তুের “সে আছে, সে চলে যাবে.কলি ছায়াঘন তটসীমাকোলে চলে যাবে এই রাতি গেলে,”— যেন কার দীর্ঘ বেণী খোলা কী করিব, কী আছে করার কুণ্ডলের তরঙ্গিণী দোলে। দেখে যাব দুই চক্ষু মেলে। রেখাঙ্কিত মন্থণ কোমল একটি কথাও যদি হ’ত ছিল্পস্তপ শুভ্ৰ মেঘে মেঘে আধটি পলক বিনিময়, কচ সেই অদ গেলবতা এত ভাগ্য নাই হত, তবু এখনও রয়েছে কিছু লেগে । <थॉ१ ६ोक थांब्र क्छूि नञ्च,ছলে ওঠে কুহেলি গুণ্ঠন আছে মোরে তুলে তাই ভাল ; धब्र षग्न निकृन्नकदॉल জানি আমি নই স্মরণীয়, अथवांtण बांककृग्न जांनन কিন্তু সে জানিত যদি শুধু আবরে কে বিদায় প্রাক্কালে । তার স্বতি মোর কত প্রিয় ! উৰ্দ্ধশীর্ষ স্থির তালশ্রেণী ক্ষুদ্র প্রাণে এটুকুই সাধ, দাড়ায়ে নিরখে আপলক, এতেও কি হ’ত কারো ক্ষতি ? কেমনে আরণ্য পরপারে उाइँ पनि श्ब्ल, ७८ो झुमि মিলে শেষ আলোর ঝলক । একদিন রেখে এ মিনতি,—