পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* {{źianRï];;! ఏ08ం স্বাসল, দরদপ্তর'—ইংরেজী প্রতিশব্দ না থাকিলেও আমাদের কৰ্ম্মীর ইহাদের অর্থ বুঝিতে পারে। শেষের দিকে বর্ণানুক্ৰমিক নির্ঘণ্ট দেওয়৷ হইয়াছে ; ইহা উল্লেখযোগা বলিতে হইবে। নীলকণ্ঠ—ঞ্জতারাশঙ্কর বঙ্গোপাধ্যায়। গুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সঙ্গ, কলিকাতা । ১৩৪০ । মূলা এক টাকা চারি আন। দারুণ অভাবের কঠোর নিষ্পেষণে তেজস্বিনী সারীর অবস্থায় কি প্রচণ্ড পরিবর্তন ঘটিতে পারে তাহারই একখানি ছবি। ঔপন্থাদিকের বর্ণনাশক্তি আছে, দরদ আছে, স্থানে স্থান অস্বাভাবিকত্ব একটু-আধটু থাকিলেও শ্ৰীমন্ত গিরির মৰ্ম্মত্ত্বদ কাহিনী পাঠককে পাইয়া বসে ; বাস্তবিক ত মোঃ মোড়লের পাপ আমাদেরষ্ট পল্লীসমাজের আর এক দিক । নীলকণ্ঠ ও জীমন্তের মিলনখ হৃদয়কে বিচলিত করিয়া তোলে । স্বদেশ ও সাহিত্য—ঐশরৎ চন্দ্র চট্টোপাধ্যায়। পাবলিশিং কোং, ১৩৩৯। মূলা ১- ০+১৫৬ পৃ; লাময়িক পত্রে পূৰ্ব্বে প্রকাশিত কয়েকটি প্রবন্ধের সমষ্টি। ভূমিকায় প্রবন্ধগুলির স্বষ্টিরহস্ত ধ্যক্ত হইয়াছে । শরৎ চন্দ্র সাহিত্যে যেমন প্রতিভার পরিচয় দিয়াছেন, স্বদেশের জন্যও তেমনই প্রাণের পরিচয় দিয়াছিলেন, অসহযোগ আন্দোলনের সফলতায় তাহার আত্মনিয়োগ আমাদের জাতীয় জীবনের এক অধ্যায়ে স্ববর্ণীক্ষরে থাকিবে । স্বতরাং সাহিত্যের দিক ও প্রকৃত স্বদেশসেবীর দিক তিনি যেমন ফুটাইয়। তুলিতে পারবেন আর কাহারও পক্ষে তেমন সম্ভব না। যে কারণে এই সব রচনার স্বঃ, সেই কারণ আর বিদ্যমান নাই ; কিন্তু যে স্বরে লেখকের অমুম্ভব হৃদয় স্পন্দিত হইয়াছে, তাহ ঠাহার লেখনীঠে ফুটয়া উঠিয়াছে । আমাদের সাহিত্যের প্রকুতি ও গতি সম্বপ্নে শরৎ চন্ত্রের মতামত অমূলা : অবঙ্গ রাজনীতির প্রবন্ধগুলি তেমন ময়, তাহাতে একদেশদর্শিতার যথেষ্ট চিঙ্গ আছে। প্রকাশক এই প্রবন্ধসমাবেশের প্রকাশের ব্যবস্থা করিয়া পাঠকদের ধন্যবাদভাজন হষ্টয়াছেন। শরংবার দুই বিভিন্ন বয়সের আলোকচিত্র গ্রন্থের সৌষ্ঠব বৃদ্ধি করিয়াছে। ঐপ্রিয়রঞ্জন সেন পল্লীকবি রসিকচন্দ্ৰ—শ্ৰীমন্ত্রনাথ মণ্ডল প্রণীত। ডবল ক্রাউন ১৬ পৃষ্ঠা : ১-৬+১–৫২ । প্রকাশক শ্ৰীপরিমলকাস্তি মণ্ডল ; কশারিয়া, পেজরী পো, মেদিনীপুর । মূল তিন জান। অীয়া খৃষ্টীয় উনবিংশ শতাব্দীর প্রারম্ভে মেদিনীপুরের ফঁাখি অঞ্চলে প্রাদ্বভূত এতদঞ্চলে চণ্ডীর গানের গায়করূপে প্রসিদ্ধ ফকিয়চন্ধের পুত্ৰ কবি রসিকচক্সের বিস্তৃত বিবরণ এই পুস্তিকায় কবির পেজ মণীন্ত্রবাবু প্রদান করিয়াছেন। প্রসঙ্গক্রমে অন্তান্ত কয়েক জন কবির সহিত রসিকচন্ত্রের কাবোর তুলনা করা হইয়াছে। কবির রচিত সাহুিতোর অতি অল্প অংশেরই সন্ধান পাওয়া গিয়াছে । বস্তুত: কয়েকটি গান ও কয়েকখানি পদ্যময় পত্র ছাড়া ঠাহার রচিত অল্প কিছুই এ-পর্য্যন্ত আবিষ্কৃত হয় নাই! এই পুস্তিক হইতে জানা যায় যে, ইহা বাতীত তিনি বৈদেহ-বিলাস ও রসকল্লোল’ নামক দুইখানি প্রসিদ্ধ উড়িয়। কাবের টীকা প্রণয়ন করিয়াছিলেন । তিনি যে সাহিতা-রসিক ছিলেন তাহার প্রমাণ–একাধিক প্রাচীন গ্রন্থের তৎকৃত অসুলিপি। তবে এইরূপ একজন প্রাচীন সাহিত্যিকের যতটুকু বিবরণ গ্রন্থকার সংগ্ৰহ করিতে পারিয়াছেন, উনবিংশ শতাব্দীর প্রথম পাদের অনুপ্রাসবহুল শৰাঝঙ্কারময় সাহিতার যতটুকু নিদর্শন দিয়াছেন, তাহার জন্ত আমরা র্তাহার নিকট ঋণ। পরস্তু, এই বিবরণ পুস্তকাকারে প্রকাশিত ন। ইষ্টয়া সংক্ষিপ্ত প্রবন্ধ লে কোণ প্রসিদ্ধ পত্রিকায় প্রকাশিত হইলে সুশোভন হুষ্টত এবং তাহাতে কবির বৃত্তাষ্ঠ সাহিত্যিক-সমাজে বহুল পরিমাণে প্রচারিত হইবার সুবিধা হইত। পুস্তিকার বর্ণনবাহুল অনেক ক্ষেত্রে পাঠকের বিতৃষ্ণার স্বষ্টি করে। ঐচিস্তাহরণ চক্রবর্তী দিল্লীকা লাজু-জীয়নক্ষম বহু প্ৰণতি। প্রকাশক—এ কে, মির, ১৯৮ নং কর্ণওয়ালিশ স্ট্রট, কলিকাতা । দাম আট আন । ছেলেদের ধষ্ট । বইখানিতে এগারটি সুন্ধর হাসির গল্প আছে। ছেলেমেয়ের গল্পগুলি পড়িয়া খুব হাসিবে ও আমোদ পাইবে। প্রতোক গল্পের সঙ্গে একটি করিয়া মজার ছবি । ছাপা, কাগজ ও বাধাই ভাল । চালিয়াৎ চন্দর—ঐসৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। প্রকাশক— এদ, কে, মিত্র, ১৯৮ নং কর্ণওয়ালিস টু, কলিকা ঠা। দাম আর্ট আনা । একটি চালিয়াৎ ছেলের নাম রকম চালিয়াতির কাহিনী । অপেক্ষাকৃত বয়ঙ্গ ছেলেরা এই কাহিনী পড়িয় খুব উপভোগ করিবে । ছাপা, কাগজ ও বাধাই সুন্দর। অনেকগুলি ছবিও আছে । শ্রীযামিনীকান্ত সোম