পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈত্র ভূজ ৯১১ মাত্র। একটি পঙতির পর একটি পঙতি— এই একই পদ্ধতিতে ভিত্তি হইতে চুড়া পৰ্য্যস্ত চলিয়াছে । তবে ভূমি হইতে ২৯ ১ পৌছিয়া সামান্য একটু বিরতি আছে—একটি কার্ণিল । তারপর একই পদ্ধতিতে চুড়া পৰ্য্যন্ত প্রাচীর উঠিয়াছে – তবে গাত্রে কোন ক রুকার্য নাই। চূড়ায় হয়তঃ শোভনীয় . মথুৰাপু দেউল و 6 ضوا যুদ্ধের ভঙ্গিম উৎকীর্ণ আছে বলিয়াই ষে উপরিউক্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তাহ নংে-এই ८नद्धे:णञ्च नकल छिल्लझे , যেন যুদ্ধের ভাব প্রকাশ করে। ভূমি হইতে ২৮ ফিট উদ্ধে দ্বাদশ ভুজের মধ্যে নয় ভুজ ব্যাপিয়া যে সিংহশ্রেণীর মূৰ্ত্তি খোদিত আছে, তাহারা যেন গৰ্ব্বভরে পদ্মবন দলিত করিয়া বিজয়যাত্রায় চলিয়াছে এবং তাহদের দীর্ঘ স্বচীমুখ দন্ত দ্বারা পূজারিণী ও বীরসেন “মুকুট” ছিল ; কিন্তু তাহ সম্পূর্ণরূপে ভাঙিয়া পড়িয়ছে। পদ্মকলি ধ্বংস করিতেছে। শুধু তাহাঁই নহে, ইহার জল চুড়ার ‘খিলানের’ও বুহদংশ ভাঙিম পড়িয়াছে । বাহিরের প্রাচীরগাত্রের অপর বিশেষত্ব ইহার ‘পঞ্চরথ’ পদ্ধতি- প্রত্যেকটি ভুজে বা প্রাচীরে ভিত্তি হইতে চুড়া পৰ্য্যস্ত পাচটি পগ { Pagas ) চলিয়াছে। সাধারণতঃ এই নিকাশের নলেও সিংহেরই মুখ । উদাম মল্লযুদ্ধের চিত্রও ইহাতে উৎকীর্ণ। কীৰ্ত্তিমুখ তিনটি বিভিন্ন আদর্শে উৎকীর্ণ— প্রত্যেকটি আদর্শই রণ-মনোবৃত্তির প্রতীক । এই দেউলের অপর বিশেষত্ব এই যে, একটির পর একটি বৃত্য ও বাগ্ধ জাতীয় স্থাপত্যে কেন্দ্রে উন্নত রাহাপগ (Rahapaga) এবং পাশ্বে ক্রমনমিত অনর্থপগ ও কনকপাগ থাকে, কিন্তু এক্ষেত্রে ইহার সম্পূর্ণ ব্যতিক্রম ঘটিছে। এই দেউল যে কখনও দেবপূজার কার্ঘ্যে ব্যবহৃত হয় নাই, বা দেবপূজার জন্ত নির্শিত হয় নাই বা দেবতার নামে উৎসর্গীকৃত হয় নাই—আমার এ, বিশ্বাসের যথেষ্ট কারণ আছে। যতই ইহার কারুকার্ধ্য এবং স্থাপত্য-নৈপুণ্য পৰ্যবেক্ষণ করা যায় ততই যেন প্রতীয়মান হয় যে, এ দেউল কোন বিজয়ীর বিজয়স্তম্ভ। রামায়ণের ও কৃষ্ণলীলার চিত্রে স্তরে রামায়ণ ও কৃষ্ণলীলার সমগ্র কাহিনীই পর্যায়ক্রমে খোদিত। সম্মুখের তিনটি প্রাচীর গাত্রে পর পর তেরটি স্তরে এই মূৰ্ত্তির প্ল্যাকু স্থাপিত। আশ্চর্ঘ্যের বিষয় এই যে, ঘবদ্বীপে স্ববিখ্যাত প্ৰাম্‌বানা মন্দিরের ভাস্কর্ঘ্যের সঙ্গে অপূৰ্ব্ব সাদৃপ্ত ইহাতে দেখা যায়—উৎকীর্ণ মূৰ্ত্তিগুলির ঠিক সেইরূপ, এমন কি তাহার অপেক্ষাও বেশী, পুরুষোচিত দৃঢ়তার ব্যঞ্জন । প্রভেদ এই যে, যবদ্বীপের মন্দির প্রস্তরনিৰ্ম্মিত, দেউলটি বাংলার মাটিতে-গড়া ইষ্টকের । দেউলের স্থাপত্যে পরিকল্পনা ও গঠনপ্রণালী সম্পূর্ণরূপে