পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রাবণ । উত্তর-ইউরোপের স্বরলোক 8ッペ) আগমন করে। শহরটি পাথুরে ও বিচ্ছিন্ন পাহাড়খণ্ডের অধিবাসীদের একটি করিয়া মোটর ডিঙ্গি—এ সমস্তই কনিষ্ট উপর অবস্থিত । এখানে-সেখানে চারিদিকেই জলাশয় । অধিবাসীদের আরামপ্রিয়তার পরিচয় দেয়। প্রয়োজনমত ঘরে এই বৃহৎ জলাশয়ের মধ্যে পাথুরে ভূমিখণ্ডগুলি যেন মাথা বসিয়া টেলিফোন করিলে কয়েক মিনিট পরেই মোটর তুলিয়া উকি দিয়া আছে। ইহাদেরই Bo * な、上*、* "* § উপর আবার ঘরবাড়িগুলি । বিদেশীদের চোখে যাহা বিশেষ করিয়া পড়ে তাহ সেখানকার রাস্তাঘাট ঘরবাড়ির অসাধারণ পরিচ্ছন্নতা—সমস্তই যেন চিরনূতন । বলিয়া রাখা ভাল, এই পরিষ্কারপরিচ্ছন্নতা সুইডিসদের মজ্জাগত গুণ। ষ্টকহলমের অধিবাসীরা আপন শহরটিকে প্রাণ দিয়া ভালবাসে । এই জাতি যে স্বর্থী এবং সেই দেশের ধন-সম্পদ কম-বেশী সকলেই যে সমানভাবে ভোগ করিয়া আসিতেছে, তাহা গরিব ও ধনী লোকদের - - - - عند - . - - - - - - - - - - - -عہ ہجے مہ:میم۔ --سم ہے۔ --. -۔ ۔ ۔ সুইডেনের জীবস্তু প্রতিচ্ছবি ‘স্কানশেনে’ –সেখানকার মুক্তপ্রকৃতির নাট্যমঞ্চে অভিনয় আসিয়া দরজায় হাজির হয় । টেলিফোন করিয়া প্রয়োজনীয় যে-কোন জিনিষ দোকানে চাহিলে দোকানের লোক মোটরে করিয়া ঘরে আনিয়া দিয়া যায়। ষ্টকহলমের ঘরে বসিয়া অতি অল্প খরচে টেলিফোন হাতে লইয়া যখন খুণী স্বইডেনের যে-কোনো জায়গার বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের সঙ্গে কথা বল চলে। রান্নাঘর বা কোটরটি স্থানে স্থানে ছোট হইলেও আধুনিক সাজসরঞ্জামে উকুন, বাসন ধোয় ও রাখার . . . . স্থান এমন ভাবে সাজানে যে, অতি ইতিহাস সম্বন্ধীয় প্রাকৃতিক বস্তুর যাদুঘর অল্পায়াসে এবং অল্প সময়ের ভিতর 概 so স্বচারুরূপে রান্নাবাড়া ও খাওয়া-দাওয়ার আবাসস্থল, পোষাক-পরিচ্ছদ ও ঘর বাড়ির প্রভেদের কাজ সম্পন্ন করা যায়। হয়ত বা প্রয়োজনের চাপেই গৃহস্থালীর অভাবই স্পষ্টভাবে বুঝাইয়া দেয়। প্রতি পরিবারে— এই সমস্ত ব্যবস্থার এত উন্নতি হইয়াছে। কারণ, টক্কলমের প্রতি তিন জন পিছু একটি করিয়া টেলিফোন আছে। মত শহরে অধিকাংশ স্থলেই সাধারণ বা মধ্যবিত্ত অবস্থার ীেন ও স্বামী মােটরবারের বাহুল্য এবং অধিকাংশ লোকের পক্ষে ঘরে নিজের জন্ত আলাদা চাকর রাখা সঙ্গ