পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশ্বিন পশ্চিমের গায়ে ঢলে পড়েছে। সঙ্কোর পূৰ্ব্বে নির্দিষ্ট জায়গায় পৌছান যাবে না। অথচ এই জায়গাতেই সাহেবস্নবোরা আসেন সখের শিকার করতে। ভারী মুস্কিলে পড়লাম। মনে জোর এনে এগিয়ে চললাম তিন জনেই। সোজ৷ প্রশস্ত পথ, দুধারের শস্তক্ষেত্র নান জাতীয় শস্তে পূর্ণ। কিছু পেকেছে, কিছু পাকি পাকি অবস্থায়। সবুজেসবুজ মাঠটার এক ঘেয়ে ভাব ভেঙে দিচ্ছে মাঝে মাঝে হাল্কা রঙে দু-চারটা আঁকাবাক টান। বনফুলের গন্ধ নিয়ে ঠাণ্ড বাতাস বয়ে চলেছে। থেকে থেকে বিরণী ঝাড়ের ফাকে ফাকে কাশফুলগুলো মুয়ে পড়ছে। বঁাশ ঝোপের মাথার উপর চাদ ত উঠল ব’লে, রাস্তার দু-ধারে হয়ে পড়জায়গাটায় কলমী ফুলগুলো ধে এখনও ফুটুল না। বেউড়বাশ বেতসূলত কৰেফুল ঝুম্কোলত আরও অনেকে নিজেকে অপরের আঙ্গে জড়িয়ে নিয়ে অপরের সঙ্গে নিজের, নিজের সঙ্গে 1- محمه - ويقي 聳。 臀 পীর সাহেবের মসজিদ আদিনা মসজিদের পশ্চিম দেওয়ালের মাঝের অশ অপরের পরিচয় করিয়ে নিচ্ছে । এদিকে আমাদের যে জার কারু সঙ্গে পরিচয় হচ্ছে না, এই ধ। মুস্কিল। ভয়ের সঙ্গে পরিচয়টা যে মাত্র। ছাড়িয়ে খেতে বসেছে । কারু মুখ দিয়ে কথাটি নেই, চলেছি ত চলেক্টড়ি। শুকনো পাতার উপর মর মৰ্ব শব্দ হলেই গাট কার্ট দিয়ে ওঠে, বুকের ভেতর চিপ টিপ করতে থাকে । একটু পরেই দেখা গেল চারজন লোক মশাল হাতে করে এদিকেষ্ট আসছে। কাছে আসতেই জিজ্ঞেস করলাম, মেল কতদূর হবে বাপু ? তারা বললে, “মেলা কালকেই ভেঙে গেছে ।" মহা মুস্কিলে পড়লাম, কেননা জানা ছিল মুসলমানদের উৎসব উপলক্ষে এইখানে অনেক লোকের সমাগম হয়। সেই জঙ্ক ছোটখাট মেলাও হয়। উৎসৰ ফুরোলে মেলাও ভুেল