পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ) । । SAASASAAAAASA SSASAS SSASAS SSAS SSAS ح--م..ی অকুমান করিয়াছিলেন যে এই জাতীয় সীলমোহরে বৃষের মূৰ্ত্তি আছে। কিন্তু ডাক্তার স্পনার প্রমাণ করিয়াছেন "যে এই জন্তুগুলি একশৃঙ্গবিশিষ্ট অর্থাৎ ইহা প্রাচীন গ্ৰীকৃ পৰ্য্যটকগণ কর্তৃক বর্ণিত একশৃঙ্গ গর্দভের ( unicorn ) মূৰ্ত্তি। শ্ৰীযুক্ত বন্দ্যোপাধ্যখি মহাশয়ের মতানুসারে এই তিনটি সীলমোহরে যে জাতীয় চিত্রাক্ষর আবিষ্কৃত হইয়াছে তাহা এশিয়াখণ্ডে খৃষ্টের জন্মের ৩ হাজার বৎসর পূৰ্ব্বে লাঠিখেলা ও অলিশিক্ষা ۔سب. ہمی معی.حمی_حیے ہمہ ، S. So ব্যবহৃত হইত। এই অকুমানের কারণ সরকারী কাৰ্য্য বিবরণী মুদ্রিত হইলে দেখিতে পাওয়া যাইবে । বারাস্তরে এই ধ্বংসাবশেষের অন্যান্ত আবিষ্কৃত দ্রব্যের বিবরণ প্রদান করা হইবে । *

  • প্রত্নতত্ত্ব বিভাগের ডিরেক্টার জেনারেলের অনুমোদন অনুসারে এসোসিয়েটেড প্রেস অব ইণ্ডিয়া কত্ত্বক প্রকাশিত "সিন্ধুদেশের ঐতিহাসিক বৌদ্ধ স্তপের" ইংরেজী বিবরণ হইতে সঙ্কলিত ।

লাঠিখেলা ও অসিশিক্ষা ( পুৰ্ব্ব-প্রকাশিতের পর ) পাচের বাড়ি ১ । তামেচা, কোমর, ভাণ্ডার, পালট, সাণ্ড । ২ । তামেচ, কোমর, ভাণ্ডার, পালট, শির। ৩ । তামেচ, কোমর, শির, করক, বাহের । ৪ । শির, করক, পালট, স্থল, ভাণ্ডার । ৫ । বাহেরা, ভাণ্ডার, কোমর, সাও, তামেচা । ৬ । তামেচা, পালট, হুল, শির, গ্রীবাণ । ৭ । তামেচা, কোমর, হুল, শির, গ্রীবাণ । “সাগু” = মস্তকের ঠিক্‌ মধ্যদেশ বরাবর সীতির ছুই আঙ্গুলী দক্ষিণ হইতে আরম্ভ করিয়া বক্রভাবে ভ্রমধ্য দিয়া আসিয়া নাসিকার ও মেরুদণ্ডের বামপাশ্ব ঘেষিয়া পায়ুর মূল ছেদন করিয়া বাহির হইয়া যায়। অসির অগ্রভাগে দক্ষিণ পৃষ্ঠদেশ ছেদিত হয় এবং অসির মধ্যভাগে বাম বক্ষ ও বাম উদর ছেদিত হয় । এই আঘাতের স্বারা সরলভাবে উপবিষ্ট অশ্বারোহী সহ অশ্ব ছেদিত হওয়া সম্ভবপর হইতে পারে । “করক” = দক্ষিণ পদের সন্ধিস্থলের ভিতর দিকের গিরার উপরের সীমানা হইতে আরম্ভ করিয়া উপরের দিকে চারি অঙ্গুলী পৰ্য্যন্ত স্থান মধ্যে আঘাত করিয়া বক্রভাবে পদসন্ধি বিচ্ছিন্ন করিয়া দেওয়া হয় । “হুল” = নাভিকে কেন্দ্র করিয়া চারি অঙ্গুলি ব্যাসের বৃত্তের মধ্যে অসিকে ভূমি সমান্তরালভূবে শরীরের মধ্যে প্রবেশ করাইয়া দেওয়া হয় । ^ বর্ণনা ঃ– ১ । “সাগু” আটকাইবার নিমিত্ত হাতের মুঠার বৃদ্ধাঙ্গুলী দক্ষিণ স্বন্ধের উপর বরাবর থাকিবে ও মণিবন্ধ মস্তক হইতে প্রায় অৰ্দ্ধহস্ত সম্মুখ বরাবর থাকিবে, লাঠি বক্ষের সমান্তরালভাবে থাকিবে এবং অগ্রবিন্দু ঈষং উৰ্দ্ধমুখ হইয়া বাম স্কন্ধ হইতে প্রায় এক হস্ত বাম দিক বরাবর উদ্ধে থাকিবে । । ৩য়, ৪র্থ। “করকের” আঘাত প্রয়োগ করিয়া তরাস কিম্বা গরদেশ উভয়প্রকারেই লাঠির চালনা হইতে পারে । - “শির" আট্‌কাইয়া লাঠির অগ্রবিন্দু নিম্নের দিকে চালনা করিয়া, পদাঙ্গুষ্ঠের অৰ্দ্ধহস্ত সম্মুখে ও বামে ভূমি ংলগ্ন করিয়া লাঠিকে ভূমির উপরে লম্বভাবে রাখিয়া “করক” আটকাইতে হইবে । ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম । হুলের প্রতিকার করিবার নিমিত্ত লাঠিকে বক্ষের সমান্তরালভাবে চালনা করিয়৷ অগ্রবিন্দু বামপাশ্বের দিক্ দিয়া উপরে তুলিয়। হাকিয় আঘাত । করিয়া প্রতিপক্ষের লাঠিকে নিজ দক্ষিণ বরাবর বাহির করিয়া দিতে হইবে । সে সময়ে প্রয়োজন হইলে ঠাটের অন্যান্য ভঙ্গী ঠিক রাখিয়া সম্মুখের হাটু একটু সরল রাথিয়া দেওয়া যাইতে পারে । -3. ছয়ের বাড়ি পালট, ভাণ্ডার, ১ । তামেচা, কোমর, করক,