পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈসাব অtথ ডুয় বামনবতাব বলরাম যে কি করিয়া অবতাররূপে গ্রাহ হইলেন তাহার কারণ খুজিয়া পাওয়া কঠিন । তিনি দিবানিশি মদে চুর হইয়া থাকিতেন । পুরাণে র্তাহার কোন একটা বড় কাজের পরিচয় বিশেষ কিছু পাওয়া যায় না। লাঙ্গল তাহার প্রধান অস্ত্র। মদের ঝোকে একবার যমুনানদীকে নিকটে আসিতে ডাকিয়াছিলেন। যমুনা আসিল না দেখিয়া হল বিঁধিয়া তাহাকে টানিয়া আনিয়াছিলেন । প্রবাসী-কাৰ্ত্তিক, IVම්) [ ২৩শ ভাগ, ২য় খণ্ড রাণাহাটিতে প্রাপ্ত পরশুরাম মূৰ্ত্তি লুদ্ধকে অবতার-রূপে কল্পনা হিন্দুধৰ্ম্মের জীবনীশক্তি ও উদারতার পরিচায়ক । কিন্তু পরবর্তী পুরাণকারগণ পূৰ্ব্বপুরুষের এই কীর্তিটি লোপ করিতে চেষ্ট৷ করিয়াছেন। কেহ কেহ লিখিয়া গিয়াছেন, বুদ্ধরূপে বিষ্ণু অস্বরদিগকে নাস্তিক্যবাদ শিখাইয়। নরকে পাঠাইবার ব্যবস্থা করিয়াছিলেন । কঙ্কি এখনও অবতার হন নাই। কলির শেষে কল্কি আবির্ভূত হইবেন এবং মেচ্ছ নিধন করিবেন। . এই গেল অবতারের কাহিনী। এখন অবতারণ