পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] সমস্ত ›8ፃ আমরাও যখন বলি স্বাধীনত চাই তখন ভাবতে হবে কোন ভেদটা আমাদের দুঃখ-অকল্যাণের কারণ-নইলে স্বাধীনতা শব্দটা কেবল ইতিহাসের বুলিক্কপে ব্যবহার করে” কোনো ফল । হবে না । যারা ভেদকে নিজেদের মধ্যে ইচ্ছা করে? পোষণ করে তারা স্বাধীনত চায় এ কথার কোনো অর্থই নেই। সে কেমন হয়, না, মেজবে বলচেন যে তিনি স্বামীর মুখ দেখতে চান না, সন্তানদের দূরে রাখতে চীন, প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করতে চান না, কিন্তু বড় বৌয়ের হাত থেকে ঘরকবৃনা নিজের হাতে কেড়ে নিতে Bja I যুরোপের কোনো কোনো দেশে দেখেছি রাষ্ট্রবিপ্লব ঘটে তার থেকে রাষ্ট্রব্যবস্থার উদ্ভাবন ইয়েচে । গোড়াকার কথাটা এই যে, তাদের মধ্যে শাসিত ও শাসয়িত এই দুই দলের মধ্যে ভেদ ঘটেছিল। সে ভেদ জাতিগত ভেদ নয়, শ্রেণীগত ভেদ । সেখানে একদিকে রাজা ও রাজপুরুষ, অল্পদিকে প্রজা যদিচ একই জাতের মাষ্ট্রধ, তবু তাদের মধ্যে অধিকারের ভেদ অত্যন্ত বেশী হয়ে উঠেছিল। এইজন্যে তাদের বিপ্লবের একটি মাত্র কাজ ছিল, এই শ্রেণীগত ভেদটাকে রাষ্ট্রনৈতিক শেলাইয়ের কলে বেশ পাকারকম শেলাই করে ঘুচিয়ে আজ আবার সেখানে দেখুচি, আরেকট। বিপ্লবের হাওয়া বইচে । খোজ করতে গিয়ে দেখা यांग्न, সেখানে বাণিজ্যক্ষেত্রে যারা টাকা খাটাচ্চে, श्रांद्र शांब्रां भङ्द्रौ খাট্‌চে, তাদের মধ্যে অধিকারের ভেদ অত্যন্ত বেশী। এই ভেদে পীড়া ঘটায়, সেই পীড়ায় বিপ্লব । ধনীরা ভীত হয়ে - উঠে” কৰ্ম্মীরা যাতে ভালো বাসস্থান পায়, যাতে তাদের ছেলেপুলেরা লেখা-পড়া শিখতে পারে, যাতে তারা সকল বিষয়ে কত কটা পরিমাণে আরামে থাকে দয়া e করে" মাঝে মাঝে. সে চেষ্টা করে, কিন্তু তবু ভেদ যে রয়ে গেল ; ধনীর অনুগ্রহের ছিটে-ফোটায় সেই ভেদ ত ঘোচে না, তাই আপদও মিট্‌তে চায় না । বহুকাল হল ইংলণ্ড থেকে একদল ইংরেজ আমেরিকায় গিয়ে বসতি করে। ইংলণ্ডের ইংরেজ সমুদ্রপার থেকে আমেরিকার ইংরেজের উপর শাসন বিস্তার করেছিল ; এই শাসনের দ্বাব৷ সমুদ্রের দুই পারের ভেদ ८ ७१ ।। t