১ম সংখ্যt ] AA AMAMMAMAeMAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAMSAMAAA AAAA AAAA AAAA SAAAAA S পদধূলি গ্রহণ করিল। প্রমদাচরণ দুই হস্তের মধ্যে - স্বমিত্রার মস্তক ধারণ করিয়া সৰ্ব্বাস্ত;করণে আশীৰ্ব্বাদ করিলেন । সুমিত্ৰ কহিল,—“বাবা, আমি ড্রয়িংরূমে চললাম ; তুমিও এস, দেরী কোরো না । সকলেই বোধ হয় এসেছেন।” বলিয়া দ্রুতবেগে প্রস্থান করিল। স্বমিত্রা প্রস্থান করিলে প্রমদাচরণ কিছুকাল অন্যমনস্ক হইয়। বসিয়া রঙ্গিলেন, তাহার পর সহসা মনে পড়িল যে জয়ন্তী এবং অন্যান্য সকলের আক্রমণ হইতে সুমিত্রাকে রক্ষা করিতে হুইবে । একথা স্মবণ হওয়া মাত্র তিনি ড্রয়িংরূমের উদ্দেশ্বে প্রস্থান করিলেন । | ان لا ] নব সজায় সজ্জিত হইয়া সুমিত্রা ড্রয়িংরূমে প্রবেশ করিলে তাহাকে দেখিয় জয়ন্তী ও সুবেশ্বরের বিস্মযের কারণ সজধাকান্ত প্রথমে বুঝিতে পাবে নাই, কিন্তু পবক্ষণেই তাহাব সজ্জাব প্রতি লক্ষ্য পড়ায় উঠিয়। আসিফ স্থমিত্রীব বস্ত্রাংশ ধরিয়া পরীক্ষা করিয়া বলিল,— “তই ত, এ যে দেখছি থদর !" স্বমিত্র। হাসিমুথে বলিল,—“হঁ্য, দেশী কাপড় ।” সুরেশ্বরের প্রতি দৃষ্টিপাত করিয়৷ সজনীকান্ত কহিল, —“এও তোমার তাতে বোন নাকি হে ?” স্বরেশ্বর কোনও উত্তর দিবার পূৰ্ব্বে স্থমিত্র তাড়াতাড়ি কহিল,—“ন না, এ ওঁর তীতে বোন হবে কেন ? এ বাবা আজ আমাকে উপহার দিয়েছেন । ’ স্বমিত্রার কথা শুনিয় জয়ন্তী বিস্ময় ও বিরক্তির স্বরে কহিলেন,—“তিনি তোমাকে উপহার দিয়েছেন ? কখন তিনি আনলেন ? —আর কখনই বা তোমাকে দিলেন ?” সুমিত্রা একবার মনে করিল এ প্রশ্নের উত্তর না দিয়৷ এ প্রসঙ্গ এইখানেই বন্ধ করিবে, কিন্তু প্রমদাচরণ আসিলে যাহাতে কথাটা নুতন করিয়া উখিত না হয় তদুদ্দেশ্যে সে কথাটা খুলিয়াই বলিল কহিল,—“এখান থেকে গিয়ে একটা খন্দরের স্বট উপহারের জন্য আমি বাবাকে অমুরোধ করি। তাইতে বাবা এই স্বট আনিয়ে দিয়েছেন।” 晚 龜》 SAA AAA AAAA AAAA SAAAAA AAAA AAAMAeSASAMS MAAA AA S SA SAAAAA S 源 রাজপথ Q SSAS A SAS SSAS SS SAAAAAA S AAAM MM SAAA AAAA AAAASAAASSS SAAAAAA AAAA AAAAAS S SSAS SSAS SSAM AMS AAAA S AAAAA SAAAAAeeAMM MAMS সুমিত্রার কথা শুনিয়া জযস্তীর চিত্ত জ্বলিয়া উঠিল । একবার ইচ্ছা হইল অবাধ্য দুৰ্ব্বিনীত কন্যাকে তখনই বিশেষ ভাবে তিরস্কার করেন, কিন্তু অতগুলি ব্যক্তির সম্মুখে, বিশেষতঃ বিমানবিহারীর সন্নিধানে, একটা কলহের দৃশ্য করা সমীচীন হইবে না মনে করিয়া, উদ্যত ক্রোধকে যথাসাধ্য সংঘত করিয়া কছিলেন,--“আমার কথাটাকে এর চেয়ে ভাল করে অমান্য করবার আর কোনও উপায খুজে পেলে না বুঝি ?” জযস্তীর নিকট হইতে তিরস্কার সহ করিবার জন্য সুমিত্র প্রস্থত ছিল, কিন্তু এই অভিমান-পীড়িত গভীর বাণীর জন্য সে একেবারেই প্রস্থত ছিল না । তাই জননীর এই আৰ্ত্ত বাক্যের উত্তরে সে আর্দ্র হইয়। কহিল, *তা যদি বল মা, তা হ’লে এখনি তোমার আদেশ পালন কবে আসছি ; কিন্তু অী স্থকের দিনে এ নূতন কাপড়ই বা মন্দ কি ?” জয়ন্তী ফিক হাসি হাসিয়া কহিলেন—“তাই ভাল ; আব গরু মেরে জুতো দান কবে কাজ নেই।” সজনীকান্ত স্বরেশ্বরের দিকে চাহিয়া চক্ষু কুঞ্চিত করিয়া কহিল,—“তোমার তিল তাল হ’মে পড়াল সুরেশ্বর !” মুরেশ্বর মৃদু হাসিয। কহিল,—“ত হ'লে পরমাশ্চৰ্য্য ব্যাপার বলতে হবে ? তিল তাল হওয়া অনৈসর্গিক ঘটনা !” স্বরেশ্বরের মন্তব্যের প্রতি কোন মনোযোগ না দিয়া সজনীকান্ত কহিল, ‘একটি দেশলাইয়ের কাঠি জালিয়েছ, ত থেকে ক্রমশঃ লঙ্কাক গু হয়ে দাড়াচ্ছে।” স্বরেশ্বর তেমনি অবিচলিতভাবে বলিল,—“শুধু দেশলাইয়ের কাঠি থেকে ত লঙ্কাকাও হয় না, কাঠিটি এমন জায়গায় পড়া চাই যেখানে জলে ওঠ বার উপযোগী মশল আছে ।” সজনীকান্ত ক্ষণকাল স্বরেশ্বরের মুখের দিকে চাহিয়৷ থাকিয়া কহিল,—“মশলার দরকার কি ? তুমি ত জলন্ত কাঠি ফেলেছ হে !” সুরেশ্বর হাসিয়া কহিল,—“তা হ’লেও জলে ত ফেলিনি ?”
পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।