পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ग्न गरथn J মৌরীফুল פר"צ না পারিয়া বাড়ীর মধ্যে ঢুকিয়া পড়িল এবং স্বশীলার হাত ধরিয়া খিড়কী-দোর দিয়া বাহিরে লইয়া গিয়াই হঠাৎ ফুপাইয়া কাদিয়া উঠিয়া বলিল—কেন ও-রকম করতে গেলে দিদিমণি, লক্ষ্মীটি, তখনই যে বারণ করলাম — তার পরদিন দুপুরবেলা স্বশীল রান্নাঘরে রাধিতেছিল। কিশোরী খাইতে বসিয়াছে, মোক্ষদ ঠাকুরুণ কি প্রয়োজনে রান্নাঘরে ঢুকিয়া দেখিলেন, সুশীলা পিছন ফিরিয়া ভাত বাড়িতে বাড়িতে স্বামীর ডালের বাটিতে কি গুলিতেছে, পাশে একটা ছোট বাটি। মোক্ষদার কিরকম সন্দেহ হইল, তিনি জিজ্ঞাসা করিলেন —বউমা, তোমার বাটিতে কি ?—কি মেশাচ্ছ ডালের বাটিতে ? স্বশীল পিছন ফিরিয়াই শাশুড়ীকে দেখিয়া যেন কেমন হইয়া গেল, তাহার চোখমুখের ভাব দেখিয়া মোক্ষদার সন্দেহ আরও বাড়িল—তিনি বাটিটা হাতে তুলিয়া লইয়া দেখিলেন তাহাতে সবুজ মত কি একটা বাট । তিনি কড়াস্বরে জিজ্ঞাসা করিলেন- কি বেটেছ এতে ? তিনি দেখিলেন পুত্রবধূ উত্তর দিতে পারিতেছে না, তাহার মুখ লাল হইয়া উঠিয়াছে। ইহার পর একটা ভয়ানক কাণ্ড ঘটিল । মোক্ষদা ঠাকুরুণ বাটি হাতে—ওমা কি সৰ্ব্বনাশ। আর একটু হ’লে হয়েছিল, গো,—বলিয়া উঠানে আসিয়া চীৎকার করিয়া হাট বাধাইলেন । - কিশোরী দালান হইতে উঠিয়া আসিল, রামতনু আসিলেন, গাঙ্গুলী-বাড়ীর মেয়েপুরুষ আসিল, আরও অনেকে আসিল । মোক্ষদা সকলের সামনে সে বাটিটা দেখাইয়া বলিতে লাগিলেন— দ্যাথো তোমরা সকলে, তোমরা. ভাব শাশুড়ী-মাগী বড় দুষ্ট-নিজের চোখে দেখে নাও ব্যাপার, কি সৰ্ব্বনাশ হ’য়ে যেত এখুনি, যদি আমি না দেখতাম—দোহাই বাবা তারকনাথ, কি ঠেকানই अणि d*किएष६- te এক-উঠান লোক-সকলেই শুনিল রামতনুর দুরন্ত পুত্রবধূ স্বামীর ভাতে বিষ না কি মিশাইয়া খাওয়াইতে গিয়া ধরা পড়িয়াছে। কেউ অবাক হইয়া গেল, কেউ মুচকি হাসিয়া বলিল-ওসব আমরা অনেককাল জানি, আমরা রীত, দেখলেই মানুষ চিনি, তবে পাড়ার মধ্যে বলে এতদিন-- কে একজন বলিল—জিনিসটা হয়েছে ?— মোক্ষদ; ঠাকুরুণের গাল-বাদ্যের রবে সে কথা চাপা পড়িয়া গেল । গাঙ্গুলী মহাশয় রামতত্বকে বলিলেন—গুরু রক্ষা করেছেন ! এখন যত শীগগির বিদেয় করতে পার তার চেষ্টা করো, শাস্ত্রে বলে, দুষ্ট ভাৰ্য্যে । আর একদিনও এখানে রেখে। না । সমস্ত দিন পরামর্শ চলিল । - সন্ধ্যার সময় ঠিক হইল কাল সকালেই গাড়ী ডাকিয়া আপদ বিদায় করা হইবে, আর একদিনও এখানে না, কি জানি কখন কি বিপদ ঘটাইবে । বিশেষতঃ পাড়ার মধ্যে ও-রকম দজাল বউ থাকিলে পাড়ার অন্ত অন্য বউঝিও দেখাদেখি ঐরকম হইয়া উঠিবে। সেদিন রাত্রে স্বশীলাকে অন্য একঘরে শুইতে দেওয়া হইল—ইহা মোক্ষদাঠাকুরুণের বন্দোবস্ত, কাল সকালেই যখন যেখানকার আপদ সেখানে বিদায় করিয়া দেওয়া হইবে, তখন আর তাহার সঙ্গে সম্পর্ক কিসের ? রাত্রে শুইয়া শুইয়। কত রাত পৰ্য্যন্ত তাহার ঘুম আসিল না। ঘরের জানাল সব খোলা, বাহিরের জ্যোৎস্না ঘরে আসিয়া পড়িয়াছিল । তাহার মনে কাল ও আজ এই দুইদিন অত্যন্ত কষ্ট হইয়াছে—সে স্বভাবতঃ নিৰ্ব্বোধ, কি তা দেখা লাঞ্ছনা ভোগের অপমান সে ইহার পূৰ্ব্বে কখনও তেমন করিয়া অমুভব করে নাই, যদিও মারধর ইহার পূৰ্ব্বে বহুবার থাইয়াছে। তাহার একটা কারণ এই যে আজ ও কালকার দিনের মত শ্বশুরশাশুড়ী ও এক-উঠান লোকের সাম্নে এভাবে অপমানিতাও সে কোনদিন হয় নাই । তাই আজ সমস্ত দিন ধরিয়া তাহার চোখের ভুল র্যাধ মানিতেছে না-কাল মার ধাইয়া পিঠ কাটিয়া গিয়াছে।