পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] চামুণ্ডীব মন্দিল মন্দিবটির উন্নতির জন্য যথেষ্ট অর্থ ব্যয় করেন। এখানে প্রতিবৎসর মহাসমারোহেব সহিত রথযাত্ৰ। পৰ্ব্ব সম্পন্ন হয় । সেই সময় দক্ষিণাত্যের নান দেশ হইতে অসংখ্য নরনারী এখানে সমবেত হয় । বহুপ্রাচীন কালে এই মন্দিরটি নঞ্জনেশ্বরেব নামে উংসর্গ কর হইয়াছিল । মন্দিরটির এক অংশে ৬৬ জন ভক্ত শৈবের মূৰ্ত্তি আছে। আসল মন্দিরটির দৈর্ঘ্য ৩৮৫ ফুট ও প্রস্থ ১৬০ ফুট । এই মন্দিরটি ১৪৭টি স্তম্ভের উপর দণ্ডায়মান । মহীশূরের রাজবংশ বহুদিন হইতেই এই মন্দিরটির ব্যয়ভার বহন করিয়া আসিতেছেন। ১৮৪৫ খৃষ্টাব্দে মুম্মদী কৃষ্ণরাজ ওদেয়ার কর্তৃক গোপুরম্ নিৰ্ম্মিত হয়। রাজ-পরিবারের মহিলারাও মন্দিরের নানা অংশ নিজ নিজ ব্যয়ে নিৰ্ম্মিত করাইয়াছেন। মহীশূর হইতে রেলপথে এই মন্দিরটিতে যাওয়া যায়। e মহীশূর রাজ্যের তীর্থস্থান Sb-6. চামুণ্ডী—চামুণ্ডী পৰ্ব্বতেব উপব যে মন্দিরটি আছে তাহাও রাজপরিবারের সাহায্যে পরিচালিত । মহীশূর সহর হইতে চামুণ্ডী পৰ্ব্বত দেখা যায়। পৰ্ব্বতটি ৩৫০০ ফুট উচ্চ। ইহাতে আ1ে৪৭ করিবাব , জন্য রাস্ত ও সোপানবলী আছে । মঙ্গীশপেল রাজ। এখানে সাইবাব জন্য একটি ১৬ ফুট চওড়া বাস্ত নিৰ্ম্মাণ করিয়া দিয়াছেন। SAASA SAASAASSAAAAAAS AAAAA AAAA AAAA SAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAASASASS চামুণ্ডী মন্দিৰে । নিকট বুধ মূৰ্ত্তি মোটর যোগেও এ পথে পৰ্ব্বতের উপরে ওঠা যায়। প্রতিবংসর দশের বা বিজয়-দশমীর সময় এখানে বিরাটু উৎসব হয়। এই সময় একটি প্রধান দ্রষ্টব্য বিষয় নানা শ্রেণীর ভিক্ষুকদল । ইহারা পৰ্ব্বতে উঠিবার সোপানবলীতে সমবেত হয় । এখানকার স্থদুখ্য মন্দিরটি পৰ্ব্বতের উচ্চতম প্রদেশে প্রতিষ্ঠিত । ১৮২৭ খৃষ্টাব্দে ক্লষ্ণরাজ ওদেয়ার মন্দিরটির সংস্কার করান ও মন্দিরটির একটি চুড়া নিৰ্ম্মাণ