পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२२ SAS SSAS SSAS SSAS SSAS সৈনিকদল তা হলে আমরা দাড়িয়ে থাকি ? ওরা আমুক ? じく ঐ যে এসে পড়েচে । মন্ত্রী তোমরা কিছু কোরো না । স্থির হয়ে থাক । ( শূদ্রদলের প্রবেশ ) মন্ত্রী ( দলপতির প্রতি ) এই যে সদাব । তোমাদের দেখে বড় খুসি হলুম। দলপতি মন্ত্রী-মশায়, আমরা বাবার রথ চালাতে এসেচি । মন্ত্রী চিরদিন তোমরাই ত বাবার রথ চালিয়ে এসেচ, আমরা ত উপলক্ষ্যমাত্র । সে কি আর জানিনে ? দলপতি এতদিন আমরা রথের চাকার তলায় পড়েচি, আমাদের দলে’ দিয়ে রথ চলে গেচে । এবার ত আমাদের বলি বাব নিল না । - মন্ত্রী সে ত দেখতে পাচ্চি। আজ ভোব-বেলায় তোমাদের পঞ্চাশ জন চাকার সামনে ধূলোয় লুটোপুটি করলে—তবু চাকার মধ্যে একটুও ক্ষুধার লক্ষণু দেখা গেল ন নডল না, কঁ্যা কে করে চীৎকার করে উঠল না- তাদের স্তন্ধত দেখেই ত ভয় পেয়েচি । দলপতি এবারে বথের তলাটাতে পড়বাব জন্যে মহাকাল আমাদের ডাক দেননি তিনি ডেকেচেন তার রথে ব রশিটাকে টান দিতে । পুরোহিত সত্যি নাকি ? কেমন করে জানলে ? দলপতি কেমন করে’ জন। যা সু সে ত কেউ জানে ন| কি স্তু আজ ভোর-বেলা থেকেই আমাদের মধ্যে হঠাৎ এই কথা নিষে কানাকনি ড়ে গেছে । ছেলে মেঘে বুড়ে জোধান সবাই বল৮ে,—বাব ডেকেচেন । প্রবাসী—অগ্রহায়ণ, ১৩৩•.


. جیس..* امیہ کیا۔ - - - --- - 〜へヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘ-ト〜ーへヘ یا سیر -سیری حیره سعی حتیر - به عه ها هم خ هاه

সৈনিক রক্ত দেবার জন্যে । দলপতি না, টান দেবার জন্যে। পুরোহিত দেখ, বাবা, ভালো করে ভেবে দেখ, সমস্ত সংসার যার চালায় মহাকালের রথের রশির জিন্মে তাদেরই পরে । দলপতি ঠাকুর, সংসার কি তোমরাই চালাও ? পুরোহিত তা দেখ, কাল খারাপ বটে, তবু হাজার হোক আমরা ত ব্রাহ্মণ বটে ? দলপতি মন্ত্ৰী-মশায়, সংসাব কি তোমরাই চালাও ? মন্ত্রী সংসার বলতে ত তোমরাই। নিজ গুণে চল, আমরা চালাক লোকের বলে থাকি আমরাই চালাচ্ছি । তোমাদের বাদ দিলে আমবা ক’জনই ব৷ আছি ! দলপতি আমাদের বাদ দিলে তোমরা যে ক'জনাই থাকনা, থাকৃবে কি উপায়ে ? মন্ত্রী হ, ঈ, সে ত ঠিক কথ। । দলপত্তি আমবাই ত জোগাচ্চি অন্ন, তাই থেয়ে তামরা বেঁচে আছে ; আমরাই পুনচি বস্ব, ত’তেই তোমাদের লজ। ૬ળા ! সৈনিক সৰ্ব্বনাশ ! এতদিন এরা আমাদেরই কাছে হাত জোড় কবে’ বলে আসছিল, “তোমরাই আমাদের অন্নবস্ত্রের মালিক" । আজ এ কি রকমের সব উণ্টে। বুলি ! আfর ত সহ্য হয় ন । মন্ত্রী ( সৈনিকের প্রতি) চুপ কর । ( দলপতিকে ) সর্দার, আমরা ততোমাদের জন্যেই অপেক্ষা করছিলুম। মহা