পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩e S A S A S A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS S S S S S S AAAA S পিয়ানো এবং বাদক গাসূ লেসিসের র্দীতে ঝুলিতেছে ক্লটিও তাহারা চিবাইয়৷ থাইতে পারে না । ইহা ছেলেবয়সের অযত্নের শুভফল । অনেকে তাহীদের ছেলে-মেয়েদের র্দীত দিয়া বাদাম ইত্যাদি শক্ত জিনিষ ভাঙ্গিয় খাইতে মান করেন। উহাদের ধারণ ইহাতে দাত খারাপ হইতে পারে। ইহা ভুল ধারণা। শক্ত জিনিষ #াত দিয়া ভাঙ্গিলে মুখের এবং চোয়ালের অনেক শিরা এবং পেশী শক্ত হইবে এবং মুখের জোর বাড়িবে। ভস্তুর সকল জিনিযই দাতের সাহায্যে ভাঙ্গে বলিয় তাহদের দাতের এবং মুখের জোর এত বেশী । : যাহারা নরম খাবার ছড়ি অন্ত কিছু থাইতে পাবে না, তাহারা যদি ক্রমে ক্রমে শক্ত থাবার চিবাইয়৷ থাইবার অভ্যাস করে, তবে তাহীদের র্দীতের জোর ক্রমে ক্রমে বাড়িবে, সঙ্গে সঙ্গে হজম-শক্তিও বুদ্ধি পাইবে । দেখা গিয়াছে একজন লোকের র্দীতের চাপ এমনি করিয়া তিরিশ পাউণ্ড পৰ্য্যন্ত উঠিয়াছে— ইহাতে সময় লাগিয়াছিল মাত্র তিন-চার মাস ! যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে কিছুকাল পূর্বে এক রকম বুনো বাদাম হইত—তাহ ভাঙ্গিতে প্রায় ১• • হইতে ২• • চাপ প্রয়োজন হইত। ঐ প্রদেশের লোকের ঐ বাদাম দীত দিয়া ভাঙ্গিয়া খাইত— সেইঞ্জস্য ঐখানের লোকেদের র্দাতের অস্বাভাবিক জোর ছিল । এখন ঐ বাদামের চাষ হইতেছে—কিন্তু তtহার খোসা এখন সামান্ত চাপে নষ্ট হইয়া যায়—কাজেই আর র্দীতের বেশী জোরের দরকার इग्न नt । দাতের ব্যায়াম করিয়া দাতের জোর কি ভয়ানক বাড়ান যায় তাহা ছবি দেখিলেই বুঝিতে পরিবেন। একটা কাঠের কড়ি হইতে আটইঞ্চি-পোতা একটা লোহা দীত দিয়া ভাঙ্গিয় ফেলা বড় সোজা কথা নয়। পিয়ানো-বাদককে পিয়ানো-সমেত দাড়ে বসাইয়া লিতে করিয়া শূন্তে বেশী-কিছুক্ষণ ঝুলাইয়া রাখাও রাম-শ্যামের কাজ নয়। যিনি এই কাজ ছুটি প্রায়ই করেন-স্তাব নাম গাসলসিস । প্রবাসী—অগ্রহায়ণ, ১৩৩৩ AAAAS SAAAAAS AAAAAASA SAAAAS AAAA S AAAAA AAAA S AAAAA SAAAAAS AAAAA AAAA MAeMAAA SAAA SAAAAAMAMAAA S SAAAS AAAAAMAMMMeSAAAAAAAS [ ২৩শ ভাগ, ২য় খণ্ড

  1. াত যদি নীরোগ থাকে, তবে সকলেই হাড়, বাদাম . ইত্যাদির মত শক্ত শক্ত জিনিষ ভাঙ্গিবীর চেষ্টা করিতে পারেন, তাহাতে অপকার কিছুই হইবে না— উপকার হইবার সস্তাবনা পুরা মাত্রায় অtছে।

“মামির” অভিশাপ— তুতানখামেনের মামি উদ্ধার করিবার কিছুকাল পরেই লর্ড কারনারভন মারা গিয়াছেন । ইহার পূৰ্ব্বেও অনেক লোক বিশেষ বিশেষ মামির অধিকারী হইয়া - নানাপ্রকার দুঃখ কষ্ট বিপদ আপদ ভোগ করিয়াছেন অনেকে আবার মারাও গিয়াছেন। এই-সব দেখিয়া শুনিয়া অনেকে মনে করেন যে মামিদের উপর কোন এক দৈবশক্তি ক্রিয় করে, যাহা মমির চিরনিদ্রার ব্যাঘাতকারীকে নানাপ্রকারে বিপদে ফেলে। লোকে ভাবিয়া পায় না, যে, ৩• • • বছর পূর্বের মৃত কবরস্থিত মামি কেমন করিয়া এই মহৎ অনিষ্ট সাধন করিতে সক্ষম হয়। - ব্রিটিশ মিউজিয়মে, ইজিপ্টের একটি মমির বাক্সের এক টুকুর কাঠ আছে—তাহ থিবস সহরের মন্দিরের একজন পুরোহিতপত্নীর। এই কাঠের টুকরা অনেক লোকের প্রাণ সংহার করিয়াছে বলিয়া শোনা যায়। ইজিপ্টলজিষ্টদের মতে এই পুরোহিতপত্নী খৃষ্টপুৰ্ব্ব ১৬• • অব্দে বাচিয় ছিল। এই কফিনের ঢাক্নায় একজন মৃত নারীর মুখ নানা-রঙে আঁকা আছে। একজন ইংরেজ প্রথমে ইহা ক্রয় করেন। কাইরে পেছিবার পূর্বেই তাহার হাত বন্দুকের গুলিতে উড়িয়া যায়। তার পর তিনি খবর পাইলেন তাহার সমস্ত ধনসম্পত্তি নষ্ট হইয়াছে। অবশেষে তিনি নানা দুঃখ কষ্ট ভোগ করিয়া প্রাণত্যাগ করিলেন । ইহীর কিছুদিন পরেই তাহার সঙ্গীও মারা গেলেন । তার পর এই কফিনের বক্সর ঢাকুনি একজন ইংরেজ মহিলার হাতে আসে । তাহাকেও নানাপ্রকার দুঃখকষ্ট ভোগ করিতে হয় । একদিন একজন অতিথি এই ভদ্রমহিলার গৃহে আসেন—তিনি গৃহে প্রবেশ করিয়া কেমন একটা অস্বস্তি অনুভব করিতে থাকেন। তার পর কফিনের ঢাকনি দেখিয়া তিনি চমূকাইয়া উঠিলেন এবং তাড়াতাড়ি উহা বিদায় করিয়া দিতে বলিলেন । এই ঢাক্নির একখানা ফোটো তোলা হয়। ফোটোতে মূৰ্ত্তির চোখ ; দেখিয় মনে হইত যেন তাহ একটা বিষাক্ত ঘূণীয় ভরা। এই কফিনের বাক্সর ঢাকুনি আরো অনেক হাত ঘুরিয়৷ অবশেষে মিউজিয়মে যায়। সে সেখানে কাহারে কোন অনিষ্ট না করিয়াই বাস করিতেছে। একটি কাষ্ঠনিৰ্ম্মিত গৌতম-বুদ্ধের মূৰ্ত্তি সম্বন্ধে এমনি একটা কথা শোনা যায়। ভারতবর্ষে এক জাহাজের কাপ্তেন তাহী ক্রয় করেন । ইংলণ্ডে পেছিবার পূর্বেই হঠাৎ অকারণে জাহাজে আগুন লাগে। জাহাজের লস্করের বুদ্ধমূৰ্ত্তিকে জলে ফেলিয়া দিবার জন্ত জেয় করে। যাহা হউক কোনরকমে জাহাজকে লিভারপুলে টানিয়া লইয়। যাওয়া হয়। কাপ্তেন তখন এই বুদ্ধমুর্ভিকে জলে ভাসাইয়া লইয়া তীরে লইয়া যান। কিছুকাল পরেই তাহার মৃত্যু হয়। কাপ্তেনের মৃত্যুর পর কাপ্তেন-দুহিতা বুদ্ধমূৰ্ত্তিকে ঘরে রাখেন কিন্তু চাকর-বাকরের গোলমাল আরম্ভ করিল। কেহ বলিল মূৰ্ত্তি চলিয়া বেড়ায়, কেহ বা বলিল মুৰ্ত্তি চারিদিকে তাকাইয়া দেখে। বাড়ীর ছেলে-মেয়েরাও ভীত रुईशl afल । यांएँौरङ cकांन शांश्tिब्रद्ध लोक यांमिरण cम७ भई