পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এই বুদ্ধমূৰ্ত্তিকে যে কেহ স্থানান্তরিত করিবার চেষ্টা করিয়াছে, তাহারই সৰ্ব্বনাশ হইয়াছে মুৰ্ত্তি দেখিলে ভয় পাইত । অবশেষে ১৯১১ সালে এই মূৰ্ত্তি লওনের এক মিউজিয়মে দান করা হয়। এক হীরা সম্বন্ধেও এইরকম কথা চলিত অাছে। হীরাটির ইংরেজী নাম Hope Diamond. কোন এক হিন্দু মন্দিরের এক মূৰ্ত্তির কপাল হইতে ইহা খুলিয়া লওয়া হয়। ১৭ শতাব্দীতে টাভার্ণিয়ের ইহা প্রথম ইউরোপে ইয়া যান। ইউরোপে পৌঁছিয়াই উiহার অবস্থা ভয়ানক খারাপ হইয়া যায়। অবশেষে তিনি এই হীব চতুর্দশ লুইকে বিক্রয় করেন। রাজা লুই ইহা উহার প্রিয়পাত্রী মাদাম মনশেনকে দান করেন। মাদাম এই হীরা পাইবার অল্পকাল পরেই রাজার অনুগ্ৰহ হইতে বঞ্চিত হন । তাঁহার পর রাজকুমারী লাম্বেল এই হীরার মালিক হন। ফরাসী বিদ্রোহীদলের হাতে তাহার মৃত্যু হয়। তাহার পর ফালুস নামে একজন ফরাসী ইহ পায় । চৌর্য্য অপরাধে দণ্ডিত হইবার ভয়ে সে ইহা বিক্রয় করিয়া দেয় এবং অবশেষে সে অনাহারে মরে। ১৮৩০ সালে ইহা হেনরি টমাস হোপ নামে একজন ইংরেজ ক্রয় করেন। র্তাহার পৌত্র লর্ড হোপ ইহার অধিকারী হইয়া নানা দুঃখ কষ্ট ভোগ করেন । এই হোপ ডায়মগু, কত লোকের সর্বনাশ করিয়াছে তাহার সংখ্যা নাই। অনেককে ইহা সৰ্ব্বশ্বাস্ত করিয়াছে। অনেককে পাগল করিয়াছে, অনেককে হত্য করিয়াছে। অনেক জোরপতি, বঙ্কি, রশীয় রাজকুমার ইত্যাদির সৰ্ব্বনাশ করিয়া ইহা একজন জামেরিকান ক্রেরপতির স্ত্রীর হাতে ২৩১ ইজিপ্টের রাণী ক্লিওপেটার কবরের দুয়ার – এইসব এখন যাদুঘরে আছে আসে। কিছুদিন হইল উtহার একমাত্র পুত্র মারা গিয়াছে। প্রাচ্য দেশের এই সমস্ত মামি, দেবমন্দিরের মূৰ্ত্তি ইত্যাদি প্রব্যের মধ্যে সত্যই কোন প্রকার শক্তি নিহিত আছে কি না কেহ বলিতে পারে না ; বৈজ্ঞামিকেরাও এখনও ইহার কোন ব্যাখ্যা করিতে পারেন নাই। পুরাণকালের চিকিৎসা-শাস্ত্ৰ— ইহুদি ধৰ্ম্মতত্ত্ববিদেব। একটি পুস্তকাগার স্থাপন করিয়াছেন । এখানে ৪•••• পুস্তক এবং ৪২•• পুধি আছে। এইসকল পুঁথির মধ্যে ১৪• • খুঃ অব্দের একজন ইহুদি বৈদ্যের লিখিত একটি পথি আছে । ইহাতে প্রায় ১৩• • রোগের ব্যবস্থা আছে। هي বিছার কামড় সম্বন্ধে আছে— যদি গাধার পিঠে চড়া অবস্থায় কোন লোককে বিছায় কামড়ায়, তবে সেই লোক যদি তৎক্ষণাৎ গাধার ল্যাজের দিকে মুখ করিয়া বসে, তবে কামড়ের জ্বালা গাধার দেহে প্রবেশ করিবে। এই ইহুদি বৈদ্য “আব্রাহাম” নামে খ্যাত । তিনি অগ্নিব-নারীদের র্দীত-মাজা সম্বন্ধে বলেন - কচি বাদাম-গাছের ( যাহাতে একবারও ফল ফলে নাই ) ছাল দিয়া আরব-নারীর দাত মাজে । ইহাতে র্দীতের ব্যথা দূর হয় এবং সুঁতি শাদা থাকে। কানে ব্যথা সে সময়েও মাঝে মাঝে হইত। তাহার সম্বন্ধে ব্যবস্থা