পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

IOb প্রবাসী—পৌষ ১৩৩০ [ ২৩শ ভাগ, ২য় খণ্ড SSASAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAMAAMAMAMSAASAASSAAAAAAS AAAAASAAeMAMSAASAASAASAASAAASAAA SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAMM MMM SSAAAASA SAAAAS দশ জন বৈজ্ঞানিক পুথিবীর বৈজ্ঞানিকদেব মধ্যে প্রধান শ জনের নাম করা অতি কঠিন 1ার । এই কথা মনে হইলেই টি ছোট গল্পের কথা মনে পড়ে । একজন দার্শনিক তাহার সমস্ত জীবন ধরিয়া যে-সকল চিন্ত| করিয়াছিলেন, একজন স্ত্রীলোক আসিয়া দু-একটি কথায় সেইসকল চিন্তারাশির কথা শ্রবণ করিতে চায়। দার্শনিক বিস্ময়ে চুপ করিয়া ছিলেন, কোনপ্রকাব উত্তর করিতে পারেন নাই । হাজার হাজাব বৈজ্ঞানিক্টদিগের মধ্যে কেবল মাত্র দশ জনকে সৰ্ব্বোচ্চ আসন দান করাও অতি বিষম কথা, হঠাৎ ভাবিলে সম্ভবপর বলিয়া মনে হয় না। সাধারণ লোকের সম্মুখে “বিখ্যাত বৈজ্ঞানিক” বলিলেই এমন-সমস্ত বৈজ্ঞানিকদের নাম তাঙ্গদের মনে আসে ধfঙ্গীর বিজ্ঞানকে নানারকমের জনহিতকর এবং অন্যান্যপ্রকারের কার্য্যে লাগাইয়াছেন । এডিসনের নাম সহজেই অনেকের মনে আসিবে। অনেকেই বলিবেন এডিশন পৃথিবীব সৰ্ব্বাপেক্ষা বিখ্যাত বৈজ্ঞানিকদের মধ্যে একজন নিশ্চয়ই হইবেন। কিন্তু এডিসন বিজ্ঞানকে কাৰ্য্যে লাগাইয়াছেন মাত্র । যে নিয়মে এবং স্বত্রে ভর করিয়া তিনি এইসকল কাৰ্য্য করিয়াছেন, তাহা তাহার আবিষ্কৃত নয়। இதுtர বৈজ্ঞানিকদের স্বন্ধে ভর করিয়া এডিসন র্তাহাব নিজের নাম করিয়াছেন । লোকে তলাইয়া দেখিতে পায় না তাজমহল তাহার প্রশংসাটুকু দেয় । দেখিতে গিয়া আমরা ভিত্তির কথা মনে করি না— কিন্তু ভিত্তিবিহীন তাজমহলের কল্পনা করা যায় কি ? তাজমহলের মাটির উপবের অংশ বাদ দিয়াও ভিত্তি থাকিলে পারে, কিন্তু ভিত্তি বাদ দিয়া উপবের অংশ কোথায় থাকিবে ? কিন্তু তাই বলিয়া উপরের অংশের যে কোন? প্রশংসাই পাইবার কথা নয়, তাহা বলিতেছি না । এডিসনকে ছোট করিতেছি না । তিনিও একজন বিখ্যাত