পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] ভূমিকম্পের সম্বন্ধে ভবিষ্যদ্বাণী— অকম্পনীয় শযনগর-জাপানে ভূমিকম্পে গৃহহীন অধিবাসীরা বড় বড় চলের নলে ঘুমাইতেছে পঞ্চশস্য-ভূমিকম্পের সম্বন্ধে ভবিষ্যদ্বাণী HLම් کیتی که حاص که জাপানে এৰাব যে ভূমিকম্প হইয়া গিয়াছে তাহার সম্বন্ধে ভবিষ্যদবাণী কথা হইয়াছিল প্রায় এক বৎসর পূৰ্ব্বে । জাপানের রাজকীয় ভূমিকম্প-অনুসন্ধান সমিতির অধ্যক্ষ অধ্যাপক এফ ওমোরি ১৯২২ খৃষ্টাব্দের মার্চ মাসে গণণা করিয়া বলিয়া দিয়াছিলেন যে ছ বৎসরের মধ্যেই কোন না কোন সময় ভয়ানক ঝাকানি অনুভূত হইবে। পুর্ব পূৰ্ব্ব বৎসর যেরূপ ও যে সংখ্যায় কাপন দেখা দিয়াছিল সেই তথ্য অবলম্বন করিয়া এই গণনামূলক অনুমান করা হইয়াছে। এই জাপানী বৈজ্ঞানিক অভিমত প্রকাশ করিযাছেন, যে, পৃথিবীর কোন এক জায়গায় কম্পন ঘন ঘন ও সংখ্যায় বেশী হইলে সেই স্থানটির প্রচণ্ড দোলার দুলিবার সস্তাবনা কম। কিন্তু এক স্থানে অনেক দিন পর পর সামান্ত সামান্ত একটু নড়াচড়া দেখা দিলে পরে একসময় সেই স্থানে দারুণ আন্দোলনের সস্তাবনা আছে । কয়েক বৎসর হইতে জাপানে এই মৃদু দোলানির নিতান্ত অসম্ভাব ঘটিতেছিল । জাপানের উত্তরাংশে যে পরিমাণে বৃষ্টিপাত হয় অধ্যাপক মহাশয় তাহাব সহিত ভূমিকম্পের সম্বন্ধ স্থাপন করিয়া দেখাইয়াছিলেন যে যখন এই অংশে বৃষ্টিপাত অত্যন্ত বেশী হইবে তখন তাহার ফলে ভূমিকম্প ঘটবে। ১৯১৬ খৃষ্টাদেব ১৭ই আগষ্ট চিলি-দেশে যে ভূমিকম্প হয় তাহার কথাও অধ্যাপক ওমোরি আগে হইতে বলিয়াছিলেন । সেই বৎসর ১৮ই এপ্রেল কালিফোবনিয়া দেশে ভূমিকম্পের পর তিনি বলেন যে তাহার পববৰ্ত্তী ভূমিকম্প দক্ষিণ আমেরিকায় দেখা দিবে। অচিরেই চিলির তু কম্প ঘটিল। কালক্রমে বোধ হয় সকল ভূমিকম্পের কথাই গণনা করিয়া বলা যাইবে । এপর্য্যন্ত যেটুকু তথ্য সংগ্রহ করা হইয়াছে তাহাতে কিছু বলা ভূমিকম্পেব কারণ বুঝাইবাব জন্য পৃথিবীব আভ্যন্তৰীণ চিত্ৰ— /* , ; birect'ten ، "reso e سیتی و یگ داگ بیهیه و بr