পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ষ্ট্র সখ্য। ] ধরাইয়া দিয়াছে। মাইক্রোস কোপের ~ নীচে ধরিলে বুঝিতে পারা যায় যে একজন লোকের বিভিন্ন কলে টাইপ কব কতকগুলি লেখার মধ্যেও যথেষ্ট সাম্য আছে । বিশেষ বিশেষ অক্ষরের উপর বিশেষ প্রকার চাপ বেশ পরিস্ফুট হইয় উঠে। একপ্রকার কল আবিষ্কার হইয়াছে তাহতে কোন ব্যক্তি সত্য বলিতেছে কি মিথ্য বলিতেছে তাহ বেশ সহজে বুঝা যাইবে। কলটি সাক্ষীর বা অপরাধীর বুকে লাগাইয়। দিয় তাহকে প্রশ্ন করিতে হইবে । মিথ্য। বলিলে তাহার হৃদযন্ত্রের এবং ফুসফুসেব শব্দ পঞ্চশস্য—চলন্ত চিত্রে পোকামাকড় ৩৪১ এবং কাৰ্য্য বদলাইয়। যাইবে । সত্য বলিলে তাহার কোন পরিবর্তন হইবে না। যত বড় পাঞ্জী ৰ৷ বদমায়েস হউক না কেন, কোন মিথ্য বা তৈরী-কর কথা বলিতে গেলেই একটু মানসিক চেষ্টার প্রয়োজন হয়—এই চেষ্টা কলে ধরা পড়িয়া যায় । তবে চোর ডাকাত এবং অপরাধীরাও চুপ করিয়া বসিয়া নাই—তাহারাও পুলিস এবং গোয়েন্দা ঠকাইবার জন্ত নানাপ্রকার বৈজ্ঞানিক উপায় অবলম্বন করিতেছে। এখন বিজ্ঞানে বিজ্ঞানে লড়াই চলিতেছে । চলন্ত-চিত্রে পোকামাকড়— পোকামাকড়রা কোন দিন মনে করে নাই যে মানুষ একদিন বয়স্কোপের জন্ত তাহদেব ছবি তুলিবে । পোকামাকড়দের জীবনধারণপ্রণালী, তাহদের ঘরবাড়ী তৈরী কেমন করিয়া হয়, তাহারা কেমন করিয়া শক্রকে আক্রমণ করে ইত্যাদির ছবি তোলা হইয়াছে । বtয়স্কোপের ছবিতে এইসব পোকামাকড হাজারগুণ বড় দেখায়—তাহাদিগকে ভীষণ দৈত্য বলিয়া মনে হয় । মাকড়সার ছবি আতি ভয়ানক দেখায় । তাহাব জালের এক প্রান্তে সে চুপ কবিয়া বসিয় থাকে, তার পর মাছি পড়িলে কেমন করিয়া ধীরে ধীরে সে অগ্রসর হইয়া মাটিকে চিরবন্দী করে শুtহ দেখিবার জিনিষ . যখন পোকামাকড়কে আক্রমণ করে, তখন মাকড়সাকে অতিশয় সাহসী এবং বীর বলিয়া মনে হয় ; কিন্তু জীলের কাছে মানুষ দেখিলে মাকড়সা আর অগ্রসর হয় না—জাল হইতে দূরে চুপ করিয়া বসিয়া থাকে । পোকামাকড়ের ছবি তোলা বড় শক্ত ব্যাপার। আলোর তেজ যদি সীমান্ত বেশী হয়, তাহ হইলে পোকার চুপ কবিয়া বসিয়া থাকিবে অথবা দূরে সরিয়া যাইবে । এমন পোকাও আছে যাহাবা তীব্র আলোকে মরিয়া যায়, অথবা অজ্ঞান হইয় পড়িয়া যায়— সেইজস্য এইসব পোকামাকড়দের ফিল্ম তুলিবার জন্ত একপ্রকার ঠাও। বাতি ব্যবহার হয় । পোকামাকড়ের আবাস উপরে- কেজো মৌমাছির লোমশ মাথা মঞ্চগনে— বামদিকে, মৌমাছির থলি ডানদিকে, মৌমাছির জিহ্বা নাচে- লাল পিপড়াকে পাশ হইতে কেমন দেখায়