পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ల49 হৃদয় ভরিয়া দিল ; এ কঁদিলে প্রাণ র্কাদিয়া উঠে,— বক্ষে ধরিলে প্রাণ জুড়াইয়া যায় । ৩য় পরিচ্ছেদ খুব বাহাদুরী থোকা পাশের ঘরে দোলায় শুইয়া কঁদিতেছে । প্রভাবর্তী বলিল – “আরে ছেলে র্কাদচে, যাও—সকল সময় ইয়ারকি ভাল লাগে না ।” মণিলাল বলিল—“আরে ছেলে একটু কঁদুক नी, ডাক্তার ব'লেছে কঁদিলে ফুসফুসের জোর বাড়ে।”

  • প্রভাবতী—“তুমি এখন একটু রাস্ত দাও দিকি, বক্তৃতাট পরে কোরো ”

মণিলাল হাত তুলিয়া দুয়ার আশুলিয়া ছিল । সে বলিল-—“তুমি পান-দুটো আগে মুড়ে দাও দিকি, ছেলের কাছে পরে যেও।” প্রভাবতী—“দেখ বে মজা ?” মণিলাল —“দেখ বে মজা ?” প্রভাবতী বোধ হয় মাথায় একটা মতলব আঁটিতেছিল । সে গ্রীবা ভঙ্গী করিয়া আবার কহিল—“তবে দেখবে মজা ।" মণিলাল বলিল—“ই দেখব, দেখাও।” প্রভাবতী ফস কৰুিয়া মণিলালের বগলে কাতুকুতু দিয়া বাহির হইয়া পড়িল, আবার পিছন হইতে একটা কড়া রকমের চিমটিও কাটিয়া দিল । মণিলাল ঠকিয়া গিয়া দাত খিচাইল। প্রভাবতী তাহার উত্তরে একটু মিষ্টি করিয়া ছোট রকম জিভ ভ্যাঙাইয়া চলিয়া গেল । বুদ্ধির প্রাথধ্যে উদ্ভাসিত, ওই কৃষ্ণতার চক্ষু দুটির উপর কালে টিপখানি কেমন মানাইয়াছে ; বাকী কবরীর নিম্নভাগে, চূর্ণ কুন্তলের মধ্যে ওই গ্রীবার অংশটুকুর কত শোভা! মণিলাল নিজেই পান মুড়িতে বসিল । সুপারি খিলির ফাক দিয়া পড়িয়া যায়, চুণখয়েরের দাগ হাতে লাগিয়া যায়, মুড়িয়া রাখিবামাত্র আবার হাত-পা খুলিয়া পানগুলা যেন উপহাস করে, লবঙ্গ গাঁথিতে গেলে পানের অঙ্গ স্থিড়িয়া লবঙ্গ আলগা হইয়া পড়ে ও পানগুলা স্থা করিয়া বলে—“খাক আর বাহাদুরিতে কাজ নেই।” প্রবাপ'-পৌষ, ১৩৩০ MMMMMMMMJMMAMAJJAMAMM AMAMMAMMSMMMJJMMAMMA AMJMAJJJMMJJJAMM MMMMMMMMAMMMAMS [ ২৩শ ভাগ, ২য় খ ও প্রভাবতী অলক্ষ্যে আসিয়া পিছনে দাড়াইয়া মুখ টিপিয়া হাসিতেছিল । সে স্বামীর হাত ধরিয়া টানিতে টানিতে বলিল—“থাক আর বাহাদুরীতে কাজ নেই, একটা মজা দেখবে এস।” মণিলাল এই চতুরা স্ত্রীটিকে বুদ্ধিতে কোন কালে অঁাটিয়া উঠিতে পারিত না, তাহার উপর টাটুকা একবার ঠকিয়া সে একটু অবিশ্বাসের সহিত বলিল—“কি মজাটা আগে বলোই না।” প্রভাবতী টানাটানি না কমাইয়া বলিল – “শীগগির শীগগির আগে ওঠে, আগে ওঠো”। মণিলাল আস্তে আস্তে উঠিয়া যাইতে যাইতে বলিল, “চালাকী নয় ত ?” প্রভাবতী জানালার বাহির হইতে আঙ্গুল বাড়াইয়৷ দেখাইল—জোসেফ খোকার দোলার দড়িটা মুথে লইয়া আস্তে আস্তে দোল দিতেছে, খোকা চুপ করিয়াছে ! মণিলাল নিম্নস্বরে কহিল, “তুমি শিখিয়েছে ?” প্রভাবতীও নিম্নস্বরে উত্তর দিল—“না, আজকেই দেখছি ও নিজে নিজে মতলব খাটিয়েছে, কাদলে আমি দোল দিয়ে থামাই দেখে কিনা।” মণিলাল ঘরে প্রবেশ করিয়া জোসেফের ঘাড় চাপূড়াইয়া বলিল—“বলিহারি জোসেফ, খুব বাহাদুরি, খুব বাহাদুরি।” জোসেফ লেজ নাড়িয়া, ই করিয়া, জিভ বাহির করিয়া আহ্নাদে গদগদ হইয়। প্রভুর দিকে চাহিল। ৪র্থ পরিচ্ছেদ এত স্থখ সহিল না - এত স্বৰ্গ সহিল না। তিন মাসের শিশুটি রাখিয়া প্রভাবতী অকালে স্বর্গারোহণ করিল। হঠাৎ দুই তিন দিনের দমক-জরে কেমন করিয়া কি হইয়া গেল ; মণিলাল ভাল বুঝিতেও পারিল না ভাল করিয়া চিকিৎস করাইবার স্থযোগও পাইল না। মাথায় তাহার আকাশ ভাঙ্গিয়া পড়িল। একে জুৰ্ব্বিষহ শোক, তাহার উপর এই অপোগও শিশুর লালনপালনের সমস্তা ! ব্ৰজগোপালের স্ত্রী থোকাকে লইয়া গিয়াছে। কিন্তু ব্ৰজগোপাল বড় জালাইল । সে কোন প্রাণে আবার