পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ) ? ' বিবাহ দেওয়ার জন্ত পাইয়া বসিয়াছে ! ব্ৰজগোপালের স্ত্রীর বড় কষ্ট হইতেছে সত্য। নিজের সংসার সামলাইয়া, আত কচি ছেলের ষোলআনা ভার সহ সোজা কথা নহে । میه" o ব্ৰজগোপাল দেখিল এই অছিলায় জোর না করিলে ভবিষ্যতে আর মণিলালকে সংসারী করা যাইবে না । একটি পাত্রীও কি ভগবান জোগাইয়া রাখিয়াছিলেন ! সরোজবাসিনীর পিতা সামান্ত চাকুরী করিতেন। তিনি পেনশন লইয়া গেীর-গঙ্গার স্থান বলিয়া নবদ্বীপে বাস করিতে আসিয়াছিলেন , কন্যার বিবাহের চেষ্টা করিতে করিতে র্তাহার কাল পূর্ণ হইল। বিবাহ দেওয়া হইল না। বিধবা মোক্ষদ। বড়ই বিপদে পড়িলেন। কন্যার বিবাহ দেওয়া কি নিঃসহায় স্ত্রীলোকের সাধ্য ! অপরিচিত দেশ, কাহাকেই বা অনুরোধ করা যায়, কেই বা ভার লয়। বৎসরের পর বৎসর ধুরিয়া যায় মেয়ের মুখের পানে চাহিয়া মোক্ষদা ঠাকুরাণীর আহার নিদ্রা ত্যাগ হইয়া আসে । ব্ৰজগোপালের মাতার সহিত গঙ্গাজল পাতান ছিল । মোক্ষদ ঠাকরুণ তাহাকেই ধরিয়া বসিয়া আছেন, যদি কোন উপায় হয় । ইতিমধ্যে মণিলালের এই বিপদ ঘটিল । সরোজকে বাড়ীতে আনাইয়া ব্ৰজগোপাল দেথিল ৷ ব্ৰজগোপালের স্ত্রী ত’ তখনই ছেলে কোলে দিয়া সরোজকে বলিয়া দিল— “দেখে ভাই, বিন কষ্টে সোনার চাঁদ মিলল ব’লে যেন কখন অনাদর কোরো না। যে ওকে ফেলে গেছে, ওর জন্যে মৃত্যু-শয্যাতেও তার শান্তি ছিল না।” কচি প্রাণের বাধনটুকুর জন্য মণিলাল এক দিনের তরে প্রাণ ভরিয়া শোক করিতে পাইল না। আবার ংসারের কঠিন পরিহাসের মধ্যে গা ঢালিয়া দিয়া খোকার জন্য নূতন মা আনিতে হইল। সে যে মরিবার সময় বলিয়া গিয়াছিল—“দেখে আমার ছেলে যেন অবহেলায় মারা না যায়।” এমন কি কুকুরটাকে পৰ্য্যন্ত ডাকিয়া বলিয়াছিল—“জোসেফ, খোকা রইল, তুই দেখিস ।" একথা কি সে বিকারের ঝোকে বলিয়ছিল ? জোসেফ কি বুঝিয়াছিল ? কে জানে এই ম্যর প্রাণ ! এই অপৃত্যু-স্নেহ ! মৃত্যুতেও অতৃপ্তি— । অদষ্ট-চক্র ” ** a ്വാസ-ു.സ സ്പ -l. HI AMS MSAeSAeSAeASAASAAAS কই শেষ সময়টা মণিলালের কথা ত তেমন করিয়া ভাবিল না। মণিলাল যখন সরোজের হাতে খোকাকে সপিয়া দিম৷ বলিল, “এ তোমারই পেটের সন্তান,” সরোজ তাহার বহু পুৰ্ব্বে তাহাকে চুমু খাইয়া, ভালবাসিয়া, তাহার মা হইয়া বসিয়া ছিল । - ৫ম পরিচ্ছেদ জোসেফের দুৰ্গতি মোক্ষদা ঠাকুরাণীকে জামাই বাড়ী পড়িয়া থাকিতে হইয়াছে। সরোজ ছেলে মাহুষ, সে কি আর এক ঘর করিতে পারে, না সমর্থ বয়সে তাহাকে এক ফেলিয়; রাখা যায়। জামাই আগে প্রতি সপ্তাহে বাটি আসিতেন, ইদানীং তাহাও বন্ধ করিয়াছেন। মোক্ষদ নিত্য গঙ্গাস্বান করেন, গৌরাঙ্গ দর্শন করেন, কুকুরের আদর তিনি বোঝেন না । কুকুর ছোয়া গেলে তাহাকে আবার স্নান করিতে হয়। কুকুরটাও কি এমন বেয়াড় গা ! যখন তখন ঘরে ঢুকিয়া ছেলেটার কাছে হুঁ। করিয়া বসিয়া থাকে কেন বল ত? মুখখান দেখিয়াছ ? যেন ছেলেটকে গিলিয়া থাইতে চায়। বাধ্য হইয়া সেটাকে তাড়াইতে হয় । জোসেফের আর সে খাওয়ার পারিপাট্য নাই,—কোন দিন একমুঠ ভাত পায়, কোনদিন তাও পায় না । সে চুরি করিয়া যখন তখন খোকার কাছে গিয়া বসিয়া থাকে কেন ? তাহাকে পাহারা দেয় ? ন। তাহাকে ভালবাসে ? খোকা তাহাকে দেখিলেই হাত পা নাড়িয়া খেলা করে, হো হেঁ করিয়া সাড়া দেয়। জোসেফ কি তাই এই অপরিচিতাদের হাতে খোকাকে ফেলিয়া রাখিতে চাহে না ? - থোকার যত্ন মোক্ষদ। ঠাকরুণ সরোজের অনিচ্ছার উপর জোর করিয়া করিতেন । দেখ না দেখ খানিক বাসি দুধ, কি ঠাণ্ডা, মাছি-বসা, আঢাকা দুধ গিলাইয়া দেওয়া, হঠাৎ বাদলার দিনে স্বান করাইয়া দেওয়া, এ সকল মোক্ষদা ঠাকরুণ করিতে ভালবাসিতেন। সরোজ রাগ করিলে বলিতেন—“তোর কি সেই বয়স মা, ন তুই এ সব কখন ক'রেছিল ? অামি যে কদিন আছি, তোর