পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SN28 প্রকৃতি, মাছুষ ও মূলধন—কিভাবে ব্যবহার করলে সবচেয়ে বেশী ফল পাওয়া যায় মাগুষ কিভাবে শৃঙ্খলাবদ্ধ হ’লে সবচেয়ে বেশী কাজ দিতে পারে, এবং রাষ্ট্র ( State ) কিভাবে কাজ করলে সামাজিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে পারে ; এই প্রশ্নগুলিরও গুরুত্ব অনেক। আমরা অতঃপর একে একে উপরোক্ত বিষয়গুলি নিয়ে প্রবাসী—পৌষ, ১৩৩•. [ ২৩শ ভাগ, ২য় খণ্ড یہی محمخ-سمبر _حمپي حمحصیحصو আলোচনা করব । এগুলি কিভাবে সামাজিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধির সহায়ণ করে এবং তাদের প্রয়োজনীয়তার সারাংশ কি, তা দেখতে হবে । তা ছাড়া কি কি কারণে দরিত্রের সামাজিক আয়ের অংশ বাড়ে কমে, কিভাবে সামাজিক আয় ও দরিদ্রের অংশের অস্থিরতা বাড়ে কমে, তাও আমাদের দেখতে হবে। শ্ৰী অশোক চট্টোপাধ্যায় লাঠিখেলা ও অসিশিক্ষা —তেরোর বাড়ির چم “উণ্ট হালকুম' আটকাইবার কালে হাতের মুঠ বাম স্কন্ধ-মোঢ়ের ঈষৎ বাম ও নিম্নে এবং প্রায় ষোড়শ অঙ্গুলী সম্মুখ ভাগে থাকিবে। লাঠি উৰ্দ্ধমুখ হইয়া ভূমির উপরে লম্বভাবে থাকিবে । উণ্ট হালকুম্ “জবেগা” আটকাইবার কালে হাতের মুঠ দক্ষিণ স্কন্ধ-মোঢ়ের ঈযং দক্ষিণ ও নিম্নে এবং প্রাম ষোড়শ অঙ্গুলী সম্মুখ ভাগে থাকিবে । লাঠি উৰ্দ্ধমুখ হুইয়া ভূমির উপরে লম্বভাবে থাকি বে। “উন্ট জবেগা আটুকাইবার কালে হাতের মুঠা বাম স্কন্ধ মোঢ়ের ঈষৎ বাম ও নিম্নে এবং প্রায় ষোড়শ অঙ্গুলী সম্মুখ ভাগে থাকিবে । লাঠি উৰ্দ্ধমুখ হইয়৷ ভূমির উপরে লম্বভাবে থাকিবে । জবেগ উণ্ট জবেগ “ভর্জা” আটুকাইবার কালে হাতের মুঠার বৃদ্ধাঙ্গুলী দক্ষিণ স্কন্ধ মোঢ়ের প্রায় দশ অঙ্গুলী দক্ষিণে ও নিমে এবং প্রায় চতুর্দশ অঙ্গুলী সম্মুখে থাকিবে । “উন্ট ভ্রুকুটি" আর্টুকাইবার কালে হাতের মুঠ নাসিকাগ্রের অৰ্দ্ধহস্ত সম্মুখ ভাগে থাকিবে এবং লাঠির অগ্রবিন্দু উৰ্দ্ধমুখ হইয়া ঈষৎ দক্ষিণে ছেলিয়া থাকিবে । “হঞ্জরের” প্রতিকারকল্পে লাঠির অগ্রবিন্দু উপরে তুলিয়া হাকিয় আঘাত করিয়া প্রতিপক্ষের লাঠিকে নিজ দক্ষিণ দিক্‌ বরাবর বাহির করিয়া দিতে হইবে ।