পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্য। ] সকল প্রদেশের মীর-কবিদের জীবন এবং কবিতা সম্বন্ধে আলোচনী করা হইয়াছে । পুস্তকের গোড়ার দিকে একটি তালিকা দেওয়া হইয়াছে, তাহাতে কোন কবি, কোন সময়ে জন্মিয়ছিলেন এবং কি ভাষায় কবিতা লিখিয়াছেন তাঙ্গ জানিতে পারা যায় । পুস্তকথানি যদিও খুবই সংক্ষিপ্ত, তাহ হইলেও র্যাহীদের বেশী পড়িবার অবসর নাই অথবা যাহারা বড় বুই পড়িতে চান না, উহাদের কাছে এই বইখানির আদর হইবে । কবিদেব লেখীর নমুন স্বরূপ প্রত্যেকেবই দু-একটি করিয়া কবিতার ইংরেজি অনুবাদ দেওয়া হইয়াছে। অনুবাদে মূল কবিতার ভাষা ও ভাবের সৌন্দর্যোব হানি কইয়াছে বটে, তবে এই অনুবাদেও আমরা কবিদের কবিত্বের কিছু পরিচয় পাই। বিভিন্ন প্রদেশের নারী-কবিদের কবিতাগুলি সেই বিশেষ প্রদেশের কোনো পণ্ডিত লোককে দিয়া অনুবাদ করাইলে আরো ভালো হইত বলিয়৷ মনে হয়। বইপানির ছাপ, কাগজ ইত্যাদি বেশ ভাল হইয়াছে । মুদ্রারাক্ষস নীহার (উপন্যাস )—শ্ৰী হরিশচন্দ্র দে, ৫০ নং আলীপুর রোড, আলীপুর । ছয় আনা । চলনসই। চিরকুমার (উপন্যাস )— শ্ৰী মোহিনীমোহন মুখোপাধ্যায়, এম-এ ৷ গুরুদাস চট্টোপাধ্যায় এও সন্স ২.৩।১১ কর্ণওয়ালিস্ ট্রীট, কলিকাতা । অtট অীন । শ্রাবণ ১৩৩• । বইখানি পড়িতে একরকম মন্দ লাগে না, তবে মাঝে মাঝে বড় একঘেয়ে হইয়া পড়িয়ছে। বইখানিকে অনাবষ্ঠক বেশী বড় করা হইয়াছে ; বীজে অংশ বাদ-সাদ দিয়| বইখানিকে আবে সুখপাঠ্য করা যাইতে পারে। বাধাই, ছাপ, কাগজ ভাল হয় নাই । ছোট ছোট গল্প—শ্ৰী যোগীন্দ্রনাথ বসু। ৩ নং কর্ণওয়ালিস্ ষ্ট্রীট, সংস্কৃত প্রেস ডিপজিটরি । এক টাকা চার অীন । ১৩৩০ । যোগীন্দ্র-বাবুব বইয়ের পরিচয় নুতন করিয়া দিবার দরকার নাই । এই ছোট গল্পগুলি কেবল ছেলে মেয়ে নয়-অনেক বুড়ারও পড়িতে বেশ ভাল লাগিবে। তবে বইএর ছবিগুলি আরো ভাল কব৷ উচিত ছিল। একখানি ছবি ছাড়া আর কোনটিকেই ভাল বল চলে না । “দিঙনাগাচার্য্যের চতুষ্পাঠীতে তাল ও বেতাল”— ছবিখানি বেশ ভাল বলা যাইতে পারে । ছপা ও বাধাই ভাল । প্রাণ-প্রতিষ্ঠা (উপন্যাস )—শ্ৰী শচীন্দ্রনাথ সেনগুপ্ত। ব্যানার্জি গাঙ্গুলী এও কোং, কর্ণওয়ালিস বিল্ডিংস কলিকতা । দেড় টাকা । “বিজলী’তে ধারাবাহিকভাবে বাহিব হইয়াছিল। লেখক উপস্যাসের ছলে অনেক কাজের কথা বলিয়াছেন । বিশেষতঃ গ্রাম সংস্কার সম্বন্ধে অনেক তথ্যের আলোচনা করিয়াছেন ৷ মধ্যে মধ্যে উপদেশ বড় শক্ত এবং জটিল হইয় উঠিয়াছে, সাধারণ পাঠকের তাহ ভাল ন লাগিবীর কথা। উপন্যাসের প্লটও মামুলি ধরণের। তবে লেখকের উদ্দেশ্য সাধু, কারণ বই-বিক্রির আয় সেনহাটা কৃষ্ণচন্দ্র ইন্‌ষ্টিটিউটকে দেওয়া হইবে । ছাপ, কাগজ, বাধাই ভালই হইয়াছে । অরুণার বিয়ে (উপন্যাস)—শ্ৰী নীহাররঞ্জন দাস । গুরুদাস চট্টোপাধ্যায় এও, সঙ্গ এবং এম, সি, সরকার এও সন্সের দোকানে পাওয়া যায়। এক টাকা । আশ্বিন, ১৩৩৪ । পুস্তকের মলাটের উপর চারুচন্দ্র রায়ের আঁকা একখানি চমৎকার পুস্তক পরিচয় WS)br& AMAMAMMAMMAMAeAMA AMMMAAAS ്ബാ প্রচ্ছদপট । সমস্ত পুস্তকের মধ্যে ঐখানিই বিশেষ করিয়| চোখ ও মন হরণ করে । উপন্যাসখানি মামুলি, তবে পড়িতে মন লাগে না । লেখক একটি বিশেষ ভুল কথা লিথিয়াছেন। বিবাহেব পুৰ্ব্বে কোন যুবকের সঙ্গে তাহাব হইতে-পাবে-পত্নী গাউীতে করিয়া কোন বয়স্ক আত্মীয়া বা আত্মীয়কে না লইয| কোথাও যায় না । কোন সমাজেই এ প্রথা নাই । উপন্যাস বলিয়া যা-ত লেগ চrল না । এই উপন্যাসের নায়ক এক স্থানে নায়িকাকে গাড়ীতে কবিয নিজের বাউীতে লইয়৷ গেলেন— নায়ক-মত। ভালী বধু দেখিবেন বলিযা । ববের বাড়ীব লোকেরাই কস্তাব গৃহে গিয়া কস্তা দেখিয় আসে ৷ ভাৰী-বধূ তাহার ভাবীশীগুড়ীকে নিজেকে দেখাইতে যায, এমন কথা কোথাও শুনি নাই। তবে আমবা শুনি নাই বলিয় যে তাঙ্গ হইতে পাবে না, এমন কথাও বলিতে পারি না । বইখানির বাধাই এবং ছাপ বেশ ঝকঝলে । বিধবা বা কলঙ্কিনী ( সামাজিক উপন্যাস ) – শ্ৰী হেমচন্দ্র BBKS BB BB BBBBS BBBS BSBBSBS S BB BSBS S BBBB সাল । উপন্যাস হিসাবে ভাল লাগিল না, তবে লেখক আমাদের বর্তমান হিন্দু সমাজেব কলকগুলি অনাচাব এবং অনিয়ম লোকের সমূনে ধরিবার চেষ্টা করিয়াছেন । চেষ্টা সৰ্থক হউক এই কামনা করি । সরল-হোমিও-ভৈষজ।fবলী—ঐ খগেন্দ্রনাথ বহু । লাহিড়ী এও কোং, ৩৫ নং কলেজ ষ্ট্ৰীট, কলিকতা । দেড় টাকা । হোমিওপ্যাথিক মতে সঁtহ'ব। বিশ্বাস করেন, উtহীদের এই বইখানি প্রয়োজনীয় বলিয় মনে হইতে পারে। নানাপ্রকার রোগের লক্ষণ এবং তাহার ঔষধের বর্ণনা দেওয়া হইয়াছে। যে-কোন লোক এই বইখানি পড়িলে উপকার পাইবেন । এবং হোমিও-ডাক্তার না হইয়াও চিকিৎস। কবিতে পরিবেন । হোমিও চিকিৎসকের কাছেও এই পুস্তকখানির আদর হইবে অtণ কবি । পুস্তকখানির ছাপা এবং কাগজ আরও একটু ভাল হওয়া প্রয়োজন। দেয়ালি ( কবিতার বই )--শ্ৰী প্রমথনাথ বিশি। বিশ্বভারতী গ্রন্থালয়, ২৯ নং কর্ণওয়ালিস্ ষ্ট্রট, কলিকাতা । আট আন । কবিতাগুলি পড়িতে বেশ লাগিল । কয়েকটি কবিতা বেশ উচু ধবর্ণেব । কবি কবিতাগুলির নামকরণ না করিয়া পাঠকদের একদিকে ফাকি দিয়াছেন, আর একদিকে ভাল করিয়াছেন । কারণ কবিতা লেগ৷ অপেক্ষ কবিতাৰ নামকরণ সত্যই শক্ত ব্যাপার। এই তরুণ-কবির কবিতাগুলি আজকাল মাসিক পত্রের অনেক কবির কবিতা অপেক্ষা সুখপাঠ্য। কবিতাগুলির মধ্যে ভাবের দৈন্য নাই, ভাষারও সৌন্দৰ্য্য আছে। কতকগুলি কবিতার মধ্যে রবীন্দ্রনাথের চায় দেখা যায়—তাহতে অবঃ) দোষের কিছু নাই । দু-একটি কবিতা বাদ দিলে বইখানি সৰ্ব্বাঙ্গসুন্দর হইত। ছাপা ও কাগজ ভাল । গ্রন্থকীট বিপ্লবের বলি (প্রথম ভাগ)—যতীন্দ্রনাথ। বি প্র ভাণ্ডার, গেন্দলপাড়, চন্দননগর হইতে শী বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রকাশিত। প্রাপ্তিস্থান-সরস্বতী লাইব্রেবী, ৯ রমানাথ মজুমদার ট্রট, কলিকত। মূল্য অলিখিত । পুস্তকখানির নাম যতীন্দ্রনাথ হইলেও ইহাতে যতীন্দ্রনাথ মুখো