পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o e ংশধর। র্তাহারা বহু সদাচারী উচ্চবংশীয় কুলীন ও অন্যান্য ভদ্র সস্তানগণকে আশ্রয় দিয়া নিজগ্রামগুলি প্রতিষ্ঠিত করিয়াছেন। পূর্ববঙ্গে তাহদের সদনুষ্ঠান, আতিথ্য ও সামাজিক সৌজন্যের প্রভূত স্থখ্যাতি রহিয়াছে । শ্ৰীগৌরাঙ্গ দেব প্রাচীনকাল হইতেই গ্রামে শ্ৰীগৌরাঙ্গ ও শ্ৰীনিত্যানন্দ প্রভুর মনোহর দারুমুৰ্ত্তি প্রতিষ্ঠিত আছে। প্রতিবৎসর দোলপূর্ণিমার সময় এই বিগ্রহের প্রাঙ্গণে একটি বৃহৎ মেলা হয়। পাবনা জেলার প্রধান মেলার মধ্যে ইহা অন্যতম । ইহাতে প্রায় ৬৭ হাজার লোকের সমাগম হয় । গৌরাঙ্গ-মন্দির কথিত আছে যে শ্ৰীশ্ৰীমন্‌ মহাপ্রভুর পার্শ্বদ ৬৪ মোহাস্তগণের অন্যতম শ্ৰী কবিচন্দ্র ঠাকুর মহাশয় ১৫৩৫ খষ্টাব্দে নবদ্বীপের সন্নিকটস্থ তদীয় শ্ৰীপাটে এই দুই দারুমূৰ্ত্তি প্রতিষ্ঠা করেন। কালক্রমে তাহার বংশধরগণ দুৰ্দ্দান্ত মুসলমানগণের অত্যাচার হইতে ঐ বিগ্রহ বৃক্ষ শ্ৰীশ্ৰীগৌরনিতাই বিগ্রহ প্রবাসী—পৌষ, ১৩৩০ AMMeMAAMMSAAAMSeAAA AAAA SAAAA AAAA SAAAAASA SAASAASJAJJMAeeAASAASJ MAAA S AAAAA AAAA AJS [ ২৩শ ভাগ, ২য় খণ্ড S AAAAAA AAAA SAAAAA AAAA SAAAAA AAAA AAAA SAAAAA AAAA AAAA MAAA SAAAAS AAAA SSJ শ্ৰীগৌরাঙ্গ মন্দির ঐযুক্ত সবদাপ্রসাদ পাবড়াশী জমিদার মহাশয়ের বদস্তিতায় নিৰ্ম্মিত করিবার জন্য নৌকাপথে পলায়ন করিয়া রাজসাহী জেলার নানাস্থান ভ্রমণকরত: বর্তমান পাবনা জেলার অন্তর্গত তপসীবাড়ী গ্রামে কিছুকাল বাস করেন । অতঃপর নাটোর রাজদরবার হইতে বৰ্ত্তমান স্থলগ্রামে কিছু দেবোত্তর সম্পত্তি লাভ করিয়া এই গ্রামে আসিয়। বিগ্রহ সহ স্থায়ীভাবে বসবাস করিতেছেন । সেও প্রায় ২৫০ শত বৎসরের কথা । গৌরাঙ্গদোলের মেলাওঁ ঐ সময় হইতেই চলিয়া আসিতেছে। শ্ৰীযুক্ত সারদাপ্রসাদ পাকৃড়াশী জমিদার মহাশয় এই বিগ্রহের জন্য একটি বৃহৎ পাকা মন্দির নির্মাণ করাইয়া দিয়াছেন । মহাপ্রভুর জীবদ্দশায় গঠিত এই মূৰ্ত্তি প্রধান বৈষ্ণব মাত্রেই দেখিতে আসেন। এজন্য এস্থান একটি বৈষ্ণবতীর্থে পরিণত হইয়াছে । গৌরাঙ্গ ও নিত্যানন্দ দেবের মূৰ্ত্তি জমিদারগণ দুইটি প্রস্তরময়ী কালীমূৰ্ত্তি এবং শিবস্থাপন করিয়া প্রাঙ্গণস্থ মনোরম মন্দির ও দেবোত্তর সম্পত্তির