পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8) ঐীশ্ৰীজয়কালী মন্দির কথকত ও কীৰ্ত্তনাদি হয়। বৈশাখী সংক্রান্তিতে বার্ষিক উৎসব উপলক্ষে অষ্টপ্রহর নামকীৰ্ত্তন, রস কীৰ্ত্তনাদি ও মহোৎসব হয়। বিভিন্ন স্থানের কীৰ্ত্তন সম্প্রদায় ও হরিসভা এই উৎসবে যোগদান করে। স্থানীয় একদল মুসলমান সম্প্রদায় তারকব্ৰহ্মনাম কীৰ্ত্তনে যোগদান করিয়া হরিসভার সহিত একতাবন্ধনে আবদ্ধ হইয়াছে। অল্পদিন হইল গ্রামস্থ যুবকগণ শ্ৰীগৌরাঙ্গ সেবা সমিতি নামে স্থানীয় নানাবিধ-হিতসাধনেব জন্য একটি সঙ্ঘ গঠন করিয়াছেন। রুশ্নের 'সেবী আওঁত্রাণ বিপন্ধের সাহায্য প্রভৃতি সদনুষ্ঠান করাই এই সমিতির উদেশ্ব। মুষ্টিভিক্ষা ংগ্রহ প্রভৃতি অনেক কাৰ্য্য এই সমিতি গ্রহণ করিয়াছে। গ্রামস্থ অধিবাসীগণ অধিকাংশই একবংশ-সভূত ও আত্মীয়তা-বন্ধনে আবদ্ধ । গ্রামবাসীগণের মধ্যে প্রবাসী—পৌষ, ১৪৩০ [ २७् उठांशं, १झ ५७ কোন কোন ক্ষেত্রে মতবিরোধ থাকিলেও দোল-দুর্গোৎসব, বিবাহ ও শ্রাদ্ধাদি কাৰ্য্যউপলক্ষে পরস্পরের সহায়তা ও সহানুভূতি পাওয়া যায়। পরস্পরের এই নির্ভরশীলতাই *স্থল”গ্রামের একটি বিশেষ গৌরবের বিষয় । গ্রামে টেনিস ক্লাব আছে। নিয়মিত খেলা হয়। ফুটবল ক্রীকেট প্রভৃতি খেলার ব্যবস্থা আছে। কাপ, শিল্ড, প্রভৃতি প্রতিযোগিতা-মূলক খেলাও হয়। শ্রাবণ মাসের সংক্রাস্তির সময় মহাসমারোহে পদ্ম পুজার নৌকা-বাইচ হয়। তদুপলক্ষে প্রায় পাঁচশত নৌকার সমাগম হইয়া থাকে । ইহাদের দুইটি পুরস্কার দেওয়া হয় । ফাল্গুন মাসে গৌরাঙ্গ-দোলের মেলার সময় ঘোড়-দৌড় হয়। যে-সকল আচুষ্ঠানের উল্লেখ করা হইল সেগুলির উন্নতিকল্পে ক্রমে ক্রমে চেষ্টা করা হইতেছে এবং নূতন প্রতিষ্ঠানও গড়িয়া তোলার জন্য যুবকবৃন্দ যত্নবান্‌ আছেন । উপসংহারে আমাদের নিবেদন এই যে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠান অপেক্ষাও গ্রামের হিতসাধন-কল্পে বুনিয়ন্ত্রিত কোন অনুষ্ঠানের দৃষ্টান্ত বাঙ্গলা দেশে অবশুই আছে। পাঠক-পাঠিকাগণ এসম্বন্ধে বিস্তৃত বিবরণ আমাদিগকে অনুগ্রহপূর্বক জানাইয়া তাহদের সঙ্গে অনুষ্ঠানের আদশের আদান-প্রদানের স্বযোগ দিয়া বাধিত করিবেন। - শ্ৰী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়