১ম সংখ্যা ] রইলেন। তার কপালের শিরগুলো দেখুভে দেখতে ফুলে উঠল । তার পর একট। অপহ ব্যথাকে যেন মাথা থেকে ঝেড়ে ফেলবার জন্যে বেগে দুই-একবার মাথা নাড় দিলেন । তার পর ভাই-হার রাখাল-ছেলের দুঃখে, সমবেদনায়, মগধের ভবিষ্যং সম্রাটের পাথরের স্বাচ্ছন্দ্যবিজ্ঞানের কয়েকটি মূলসূত্র SSASAS SS SAAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA SAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA SAAAAA AAAA AAAASASASS SAA AA ASAS SSAS SSAS SSAS ·Gව් SS SSAS SSAS SSAS SSAS S S AAAAA SAAAAA S AAAAAA A * * * মতন নিশ্চল মূৰ্ত্তির দুই চোখ দিয়ে টপ টপ ক'রে তপ্ত অশ্র গড়িয়ে পড়তে লাগল । বন্ধুগোপের মৃত্যুজয়ী ভাইয়েব শেষ তপণ রাজপুত্রের চেfrগর জলে সমাপ্ত হ’ল । ( অসম্পূৰ্ণ ) সত্যেন্দ্রনাথ দত্ত স্বাচ্ছন্দ্যবিজ্ঞানের কয়েকটি মূলসূত্র ( > ) একজন লোককে যদি অল্প একটু জল দে ওয়া যায়, ত৷ হ’লে সে সম্ভবত: সেটুকু খাবে।--ত দি।ে প। ধোবে ল। । জলের পবিমাণ যদি একটু বাড়নে যায়, তা হলে হয়ত খাওয়া ছাড়া, রান্ন বা অপর কোন খুব দরকারি কাজে সে কিছু জল ব্যবহার করবে। যদি একটু একটু করে। জলের পরিমাণ বাড়িয়ে চলা যায়, তা হলে দেখা যাবে, যে, সে ক্রমে ক্রমে কম প্রয়োজনীয় • ব্যবহারে ও জল খরচ করবে। . অর্থাৎ পরিমাণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জলের প্রয়োজনীয়ত। তার কাছে কমে যাবে। এর থেকে একট। জিনিষ দেখা যাচ্ছে, যে, কেন ভোগ্যের, ব্যক্তি বা ব্যক্তিসংঘকে, তৃপ্তিদানের ক্ষমতা, সেই ভোগ্য ইতিপূৰ্ব্বে সেই ব্যক্তি বা ব্যক্তিসংঘের দ্বারা কি পরিমাণে ভূক্ত হয়েছে, তার উপর নির্ভর করে, এবং পূৰ্ব্বভুক্ত ভোগ্যের পরিমাণ ধতই বেশী হয়, ততই, নূতন করে’ বা আসে, তবে প্রয়োজনীয়ত। কমে যায়। এমন কি, এমন সময় আসতে পারে, যখন ভোগ্যের পরিমাণ বৃদ্ধির ফলে তার প্রয়োজনীয়ভ বা তৃপ্তিদানের ক্ষমতা লোপ পেয়ে তার একট। অপ্রয়োজনীয়তা বা অতৃপ্তিদানের ক্ষমত জন্মগ্রহণ করে। যথা, যদি পূৰ্ব্বোক্ত লোকটিকে তিরিশ কোটি ঘড়া জলের মধ্যে ফেলে দেওয়া যায়, তা হলে তার তৃপ্তিলাভের পথে বিশেষ বিশ্ন উপস্থিত হবে। এর থেকে একটি সাধারণ নিয়ম পাওয়া যাচ্ছে। সেটি এই, যে, ভোগ্যের প্রয়োজনীয়তা ( তৃপ্তি বা স্বাচ্ছন্দ্যদানের ক্ষমতা ) ক্রমশঃ বিলীয়মান - এক কথায়, একে ভোগ্যের ক্রমশঃ (t বিলীয়মান প্রয়োজনীয়ত। বলা যায় । এক গেলাস জল যদি এক ব্যক্তিকে ক পরিমাণ স্বচ্ছন্দ্য দান করে, জুই গেলাস জল তাকে ২ ক অপেক্ষ কম স্বাচ্ছন্দ্য দান করবে, দশ গেলাস জল হয়ত তাকে সব শুদ্ধ ৬ ক পরিমাণ স্বাচ্ছন্দ্য দান করবে। দশ গেলাস জল যদি একব্যক্তিকে ন দিয়ে দশ ব্যক্তিকে এক গেলাস করে” ব। ৫ গেলাপ করে দুই ব্যক্তিকে দে ওয়া যায় তা হলে সেই একই দশ গেলাস জল থেকে বেশী স্বাচ্ছন্দ্য পা ওয়া যাবে। অর্থাং কি ন! ভোগ্যসমষ্টি ভোগীসমষ্টির মধ্যে কি ভাবে বণ্টন করা হবে, তার উপর ভোগ্যের স্বাচ্ছন্দ্যদান-ক্ষমত নিভর করে । কেন না, স্বাচ্ছন্দ্য ভোগীর মনের একটা অবস্থা মাত্র, ভোগী ছাড়া স্বাচ্ছন্দ্যের কোন অর্থ হয় না । একজনকে যদি অতিভোজন করান যায়, আর দুইজনকে অৰ্দ্ধভোজনে রাখা যায়, তা হলে ধে-পরিমাণ স্বাচ্চন্দ্য স্পষ্ট হবে, তার চেয়ে বেশী স্বাচ্ছন্দ্য স্থই হবে যদি তিনজনকেই পরিমিত ভোজন করান হয় । তা হলে দেখা যাচ্ছে, যে, একই পরিমাণ ভোগ্যের নানানু পরিমাণ স্বাচ্ছন্দ্য দান করার ক্ষমতা আছে এবং কি পরিমাণ স্বাচ্ছন ত৷ হতে পাওয়া যাবে, তা ভোগ্যবণ্টনপ্রণালীর উপর নির্ভর করবে । এ-বিষয়ে ঝোঁী কিছু বলার আগে বিলীয়মান প্রয়োজনীয়ত সম্বন্ধে দুটি কথা বলা দরকার । প্রথম কথা হচ্ছে এই, যে, কোন ভোগ্যের থেকে তৃপ্তি আহরণ করতে হলে সেই ভোগ্য বস্তু অন্তত একটা নির্দিষ্ট পরিমাণে থাকা দরকার । তার চেয়ে কম পরিমাণ থাকলে কিছুমাত্র ও তৃপ্তি তা হতে পাওয়া
পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।