পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] AASAASAA AAAA AAAA AA S SA SAS A S A S AMAAA AAAA AAAA S SAAAA AAAA AAAA SAAAA SAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS বলা যায় না, যে, উহার কৰ্ম্মীরা মোটেই অসত্যের প্রশ্রয় দেয় নাই বা মিথ্যাচরণ করে নাই—যদিও ইহা সত্য, যে, ব্যক্তিগত হিসাবে কোন কোন সভ্যপদপ্রার্থী কোনও গহির্ত উপায় অবলম্বন করেন নাই বা করান নাই। স্বরাজ্যদলের কৰ্ম্মীরা বেশী অন্যায় করিয়াছেন, কিম্বা অপর দলের কৰ্ম্মীরা করিয়াছেন, অথবা কে কি কি ও কত অন্যায় করিয়াছেন, আমরা তাহ! জানিবার চেষ্টা করি নাই। এইজন্য এবিষয়ে অধিক কিছু লিখিতে ইচ্ছা করি না। যাহার। আপনাদিগকে স্বরাজদলভুক্ত বলিয়া ঘোষণা করিয়া কাজ হাসিল করিয়াছেন, তাহারা যে সকলেই ঐদলের লোক নহেন, কেহ কেহ কেবল কাৰ্য্যসিদ্ধির জন্য নিজেকে ঐ দলভুক্ত বলিতেছেন, তাহা আগে হইতেই অমুমিত হইয়াছিল । " সেই অকুমান যে সত্য ইতিমধ্যেই তাহার প্রমাণ পাওয়া যাইতেছে । বঙ্গীয় ব্যবস্থাপক সভার কাজ আরম্ভ হইলে আরও প্রমাণ পাওয়া যাইবে । কেহ কেহ নিজেকে স্বরাজ্যদলভুক্ত না বলিলেও স্বরাজ্যদলের সাহায্যে নির্বাচিত হইয়াছেন। তাহার। ইহার প্রতিদানস্বরূপ সভায় গিয়া কিরূপ কাজ করিয়া কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাহাও জানিতে বেশী বিলম্ব হইবে না। মনে রাখিতে হইবে, যে, স্বরাজ্যের দাবী করিবার স্থান ভারতীয় ব্যবস্থাপক সভা, প্রাদেশিক সভা তাহার স্থান নহে ; প্রাদেশিক সভাগুলিতে স্বরাজ্যদলের একমাত্র কাজ, সভার সব কাজের বিরুদ্ধাচরণ করা । সরকারী ও সরকারের সমর্থক লোকদের প্রস্তাব, বিল, প্রভৃতির বিরোধিতা ত তাহার করিবেনই ; অধিকন্তু স্বতন্ত্র ( Independent ) কোন সভ্য কিছু ভাল আইনের খসড়া বা প্রস্তাব উপস্থিত করিলে তাহারও বিরোধিতা স্বরাজ্যদল করিতে বাধ্য। কেন না, এরূপ ভাল কিছুর সমর্থন যদি উহার করেন, এবং যদি তদ্বারা ঐ আইন পাস বা প্রস্তাব গৃহীত হয়, তাহা হইলে প্রমাণিত হইয়া যাইবে, যে, ব্যবস্থাপক সভার দ্বারা সামান্য কিছু দেশহিত হইতে পারে। কিন্তু স্বরাজ্যদল যাহা ভাঙিতে চান, তাহার দ্বারা দেশের কিছু উপকার হইতে পারে, কাৰ্য্যতঃ বিবিধ প্রসঙ্গ—বঙ্গীয় ব্যবস্থাপক সভায় স্বরাজ্যদল 8 > な ۔۔۔۔۔ --سمبر.یہ۔ --4.~ -. ইহা প্রমাণ হইতে দেওয়া স্বরাজ্যদলের ধ্বংসপ্রয়াসনীতিকে বলবৎ করিবে না । প্রত্যেক কাজেরই বিরুদ্ধাচরণ করিতে গেলেই তাহার দেখিতে পাইবেন, যে, তাহাদের দলের সংখ্যা এমন নয়, যে, তাহারা সকল বা অধিক শস্থলে এই নীতিকে জয়যুক্ত করিতে পারেন। সুতরাং, র্তাহাদের ভাঙিবার বা আচল করিবার প্রতিজ্ঞ বঙ্গীয় ব্যবস্থাপক সভায় তাহার কার্য্যে পরিণত করিতে পারিবেন না । মধ্যে মধ্যে এরূপ প্রস্তাব বা আইনের খসড়া সভার নিকট উপস্থাপিত হইবে, যাহা দেশহিতকর । এরূপ ক্ষেত্রেও স্বরাজ্যদলের লোকেরা তাহীদের বিরোধ ও ধ্বংসনীতির অনুসরণ করিবেন কি ? যদি করেন, তাহা হইলে তাহাদের এরূপ আচরণের এই ব্যাখ্যা হওয়৷ বিচিত্র নহে, যে, তাহার দেশের ভাল কখন করিবেন বা করিতে পরিবেন, তাহার স্থিরতা নাই, কিন্তু আপাতত: তাহার। দেশহিতে বাধা দিতেছেন। তাহা হইলে তাহাদের লোকপ্রিয়তা কতকটা কমিয়া যাইবাব সম্ভাবনা ৷ পক্ষাস্তরে, তাহারা যদি তাহাদের ঘোষিত নীতির অনুসরণ না করিয়া দেশহিতকর প্রস্তাব ও বিলের সমর্থন এবং অহিতকর প্রস্তাব ও বিলের বিরোধিতা করেন, তাহা হইলে তাহদের সহিত মডারেটু দলের অপেক্ষাকৃত স্বাধীনচিত্ত লোকদের কোন প্রভেদ থাকিবে না ; এবং তাহা হইলে তাহারা যে রব তুলিয়া নির্বাচিত হইয়াছেন, তাহ লোকে ভণ্ডামি বলিবে । ইতিমধ্যেই মান্দ্রাজের স্বরাজ্যদলের মিষ্টার সত্যমূৰ্ত্তি বলিয়াছেন, “রাজনীতিক্ষেত্রে অপরিবর্তনীয় কৰ্ত্তব্যতালিকায় বিশ্বাস করি না।” মান্দ্রাজ বাবস্থাপক সভাকে স্বরাজ লাভের উপায়-স্বরূপে ব্যবহার করিতে উদ্যোগী কোন দলের অভু্যদয় হইলে স্বরাজ্যদল তাহদের নীতি পরিবর্তন সম্বন্ধে বিবেচনা করিবেন, ইহাও তিনি বলিয়াছেন।*

  • “But, as a practical politician, I do not believe in permanent unchangeable political programmes. If, for example, in Madras, the “Justice” party with its reactionary and communalistic ideals is to be replaced by a really progressive noncommunal party pledged to use the Council for the attainment of Swara nd