পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ミo AMAMASASAMSAM AMAMAMAAA AAAA S یہی حصح"صح^ দোষ ধরিবার পূৰ্ব্বে দেখা হউক ব্যাপারটি আধুনিক হইলেও শিক্ষ। কি না এবং তাহা না হইলে যথার্থ আধুনিক শিক্ষার উপকারিত আছে কি না বিচার করিয়া উপযুক্ত বোধ হইলে সেইরূপ ব্যবস্থা করা হউক । বৰ্ত্তমানে আমাদের দেশে চীৎকার ও আস্ফালন একটু অতিরিক্ত মাত্রায় হইতেছে। যে জাতির লোকেরা ক্ষুধার অন্ন, শীত ও লজানিবারণেব বঙ্গ, বোগেব ঔষধ ও চিকিৎসা, সামাজিক উৎপীড়নের প্রতিকার, অজ্ঞতার অন্ধকারে জ্ঞানের আলোক ও নিরাশায় আশার চিহ্ন কোথাও পায় না, সে দেশের লোকের উদামত ও বড়াই করা ত্যাগ করিয়া স্থিব চিত্তে সকল দিক দেখিয়া সত্য অবলম্বন করিয়া নুতন পুৰাতন সকল জ্ঞান ও বিজ্ঞানের সাহায্যে নুতন ও উৎকৃষ্টতর জাতি গঠনের দিকে মন দেওয়া উচিত । অ লৌহ ও ইস্পাতের উপর সংরক্ষক মাশুল ভারতে লৌহ ও ইস্পাতের ব্যবস বাহিরেব প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হইতেছে । বাহিরেব প্রতিযোগিতা সৰ্ব্বক্ষেত্রে সুনীতিসঙ্গত ভাবে চলিতেছে না, এবং ভারতের লৌহ ও ইস্পাতের ব্যবসাও নূতন বলিযা নবজাত শিশুর ন্যায় পবিণতবয়স্ক কাবুবারের সহিত প্রতিযোগিতায় বৰ্ত্ত ছালে সক্ষম নহে । শিশুকে যেমন বয়স্কের সঠিত ধস্তাধস্তি কবিতে দিলে তাঙ্গ, প্রথমত, নিৰ্ব্ব দ্বিতার কায্য হয়, ও, দ্বিতীয়ত, শিশু পরাস্ত হইলেও তাহতে তাহাব কোন প্রকণব অযোগ্যতা প্রমাণ হয় না ; সেইরূপ যে-সকল জাতীয় ব্যবসা নুতন আরম্ভ হইয়াছে সেই-সকল ব্যবসাকে বাহিরের ব্যবসাদারের হস্ত হইতে রক্ষ না করিলে নিৰ্ব্বোধের ন্যায় জাতীয় অপকার সাধন করা হয় এবং নবজাত ব্যবসা পরিণতবয়স্ক ব্যবসার সহিত প্রতিযোগিতায় অক্ষম হইলেও তাহতে তাহার বিরুদ্ধে কিছু প্রমাণ ट्ध्न नों । লৌহ ও ইস্পাতের ব্যবসা ভারতবর্মে খুবই ভালমতে গড়িয়া উঠা উচিত। পুরাতন কালে ভারতের উক্ত ব্যবসাতে কি প্রকার প্রতিপত্তি ছিল, তাহার বর্ণনা ছাড়িয়া দিলেও, দেখা যাইতেছে যে, লৌহ ও ইস্পাত প্রবাসী—পৌষ, )రిరితి نفیس حمایی خمی-تی۶۹ممس -حمید ع [ ২৩শ ভাগ, ২য় খণ্ড AASAASAASAASAMAeAASAAAA প্রস্তুত করিবার প্রারুতিক উপকরণ ভারতে যথেষ্ট রহিয়াছে ও এরূপ সহজলভ্য ভাবে রহিয়াছে, যে, তাহা ব্যবহার কর। খুবই সহজ ও অল্পব্যয়সাধ্য। প্রধান উপকরণ অসংস্কৃত খনিজ লৌহ এবং কয়লা ভারতে প্রচুর ও পরস্পর নিকটবৰ্ত্তী স্থানে পাওয়া যায় । ইহা একটি খুবই সুবিধাজনক অবস্থা । কিন্তু লৌহ ও ইস্পাতের কারবার ভাল করিয়া করিতে হইলে আরো কতকগুলি বিশেষ অবস্থার প্রয়োজন । এই গুলির অভাবে ব্যবসার লাভ কমিয়া যায় অথবা খরচ বাড়িয়া যায়। এই-সকল অবস্থা, কিছুকাল ধরিয়া ব্যবসা না চালাইলে আইসে না এবং সেই কারণেই লৌহ ও ইস্পাতের ব্যবসা প্রথম প্রথম অপেক্ষাকৃত দীর্ঘকাল স্থাপিত পরজাতীয় বারবারেব হস্ত হইতে রক্ষিত হওয়া প্রযোজন । এই-সকল সুবিধাজনক অথবা অবস্থ্যপ্রয়োজনীয় অবস্থার মধ্যে প্রধান—পৰ্য্যাপ্ত মূলধন, উৎকৃষ্ট বন্দোবস্ত ও পরিচালনা এবং উপযুক্তরূপ শিক্ষিত শ্রমজীবী। ভারতবর্ষে তিনটির কোনটিই বর্তমানে নাই । এই ব্যবসাতে পর্য্যাপ্ত মূলধন অর্থে যাহা বুঝায় তাহা ভারতের কোন কারবাবের নাই। একটি ভাল রকম লৌহ ও ইস্পাতের কারখানা চালাইতে হইলে প্রায় ত্রিশ কোটি টাকার প্রয়োজন । কিন্তু বর্তমান কালে শুধু একটি কারখানা চালাইয়াও যথেষ্ট অল্প খরচে এই ব্যবসা চালান সম্ভব হয় না । অনেকগুলি কারখানা এক পরিচালনার অধীনে চলিলে অনেক সুবিধা হয় । উৎকৃষ্ট বমেদাবস্ত ও পরিচালনা বহু পরিমাণে উপযুক্ত মূলধনের উপর নির্ভর করে; কিন্তু তাই ব্যতীতও ( ভারতে ফুল ভ অথবা বহুব্যয়লভ্য ) বিশেষরূপে শিক্ষিত কৰ্ম্মচারীর অভাবে পরিচালনা নিকৃষ্ট হয়। শ্রমজীবীগণ শিক্ষিত না হইলে এই ব্যবসাতে বিশেষ অসুবিধা হয়। অশিক্ষিত অথবা অল্পশিক্ষিত শ্রমজীবীর সাহায্যে কাৰ্য্য চালাইতে হইলে লৌহ ও ইস্পাতের উৎপাদনব্যয় অতিরিক্ত হইয় পড়ে এবং সেই কারণে অপরের সহিত প্রতিযোগিতা কঠিন হইয়া আসে । কিন্তু শ্রমজীবীকে শিক্ষাদান এইক্ষেত্রে বিশেষ কষ্টসাধ্য। লৌহ ও ইস্পাতের কারখানায় যে-সকল শ্রমজীবী কাৰ্য্য