পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] করে, তাহাদিগের কার্য্যদক্ষত প্রায় পুরুষানুক্রমিক। অর্থাৎ অল্পবয়স হইতে এইরূপ কার্য্যের আবহাওয়ায় মানুষ ন৷ হইলে উপযুক্তরূপ দক্ষতালাভ সম্ভব হয় না । এবং ভারতে সেরূপ স্থবিধাজনক শিক্ষার উপযুক্ত অবস্থা প্রায় ২৫।৩০ বৎসর ধরিয়া এইরূপ কারখানা না চলিলে হইবে না । ততদিন ভারতে লৌহ ও ইস্পাতের কারবারে শ্রমজীবীর খরচ কিছু অধিক হইবে । বাহিরের প্রতিযোগিতা হইতে সংরক্ষিত হইলে এই ব্যবসাতে মূলধন আরও সহজে ও অধিক পরিমাণে পাওয় যাইবে ; কেন না সংরক্ষিত ব্যবসা অধিক লাভজনক হয় । ফলে বন্দোবস্ত ও পরিচালনা উৎকৃষ্টতর হওয়া সম্ভব হইবে এবং কিছুকাল পরে উচ্চ কৰ্ম্মচারী ও শ্রমজীবীর খরচও কমিয়া আসিবে । তখন সংরক্ষণ ব্যতীতও এই ব্যবসা দাড়াইতে পরিবে । বাহিরের প্রতিযোগিতা শুধু যে বয়সজনিত শক্তিতে শক্তিশালী তাহা নহে । কারবারীর মূলধন অধিক, বন্দোবস্ত ও পরিচালনা উৎকৃষ্টতর এবং (কার্য্যের তুলনায় ) শ্রমিক অপেক্ষাকৃত অল্পব্যয়লভ্য ; কিন্তু ইহ ব্যতীত সনমজ্যিক ধবণের কতকগুলি সুবিধায় তাহাদের শক্তি আরও বুদ্ধি পাইয়াছে। প্রথমতঃ, অনেক বাহিরের ব্যবসাদারের কলকক্ত। যন্ত্রপাতি যুদ্ধের সময়ের অত্যধিক লাভের পয়সাধ খরিদ করা । ফলে তাহীদের উৎপাদনব্যয়ের মধ্যে কলকব্জ- ও যন্ত্রপাতি-ঘটিত ব্যয় ভারতের ব্যবসাদারের তুলনায় অতিশয় অল্প । দ্বিতীয়তঃ, কোন কোন দেশের গবর্ণমেণ্ট লৌহ ও ইস্পাতের কারবারীকে নানা প্রকারে সাহায্য করেন। যথা, বেলজিয়ামের কারবারী প্রতি টন লৌহ ও ইস্পাত বগুলির জন্য ৩০iফ্রাঙ্ক, করিয়া গবর্ণমেণ্টের নিকট সাহায্য লাভ করে । কোন কোন দেশের মুদ্রার আন্তর্জাতিক বিনিময়ের হার এত অস্বাভাবিক-রকম অল্প, যে, সেই-সকল দেশের ব্যবসাদার পরের দেশে জিনিষ বিক্রয় করিতে কোনই কষ্ট পায় না । দেশের মুদ্রা অপর জাতীয় মুদ্রার বিনিময়ে অল্প মূল্যে বিক্রয় করিলে যে ক্ষতি হয় তাহা সমস্ত জাতির ক্ষতি ; অর্থাৎ বাহিবেক বিবিধ প্রসঙ্গ—লৌহ ও ইস্পাতের উপর সংরক্ষক মাশুল AeM AA AeAAA AAAAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS AAAAAS AAAAA AAAAM eeS JeSAeeM MeM MM MSMSM SMS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS - ৪২১ এইরূপ নিচু হারে মূদ্র বিনিময় করিয়৷ জাতির সকল লোক রপ্তানি বুদ্ধি করিবার জন্য ক্ষতি স্বীকার কবিতেছে । ইহাও এক-প্রকার গবর্ণমেণ্টের সাহায্য বলিলেও চলে। বিশাল-আকার কারখানা ও অসংখ্য দ্রব্য একত্রে প্রস্তুত করিলে দ্ৰব্য-পিছু খরচ কম হয় । অর্থাৎ ১০০টি জিনিষ করিতে জিনিয-পিছু যাহা খরচ হয়, ১ লক্ষ জিনিষ করিতে তাহা অপেক্ষ জিনিষ-পিছু অনেক অল্প খরচ হয় । এই কারণে অনেক ক্ষেত্রে উপযুক্ত মূল্যে যে-পরিমাণ দ্রব্য বিক্রয় হইবার সম্ভাবনা, তাহা অপেক্ষাও অধিক দ্রব্য প্রস্তুত করা হয় ; এবং উপযুক্ত মূল্যে যাহা বিক্রয় হয় তাহা বিক্রয় করিয়া বাড়তি যাহ-কিছু তাহা জলেব দরে দূর দেশের বাজারে ছাড়া হয় । ইহণকে পরের স্বন্ধে বাড় তি চাপান বলা যায় । অথবা শুধু বোঝাই-কর। বলিলেও চলে ( Dumping —গাদ করা ) । ইহাতে মোট লাভ অধিক হয় এবং অনেক স্থলে দূর দেশের ব্যবসাদারকে এইরূপ দুষ্ট প্রতিযোগিতায় খায়েল কবিয়া অবশেষে তাহার বাজারে চড়া ও করিয়। বসিয়৷ একাধিপত্যের জোরে অধিক মূল্য হাকিয, পূৰ্ব্বকার অল্প মূল্যে জিনিষ বিক্রয়ের ক্ষতি ( ) স্থদে আসলে পোষাইয়া লওয়া を羽 ] বিদেশীর স্থবিধার খাতিবে ভারতে সংরক্ষণ-নাতির আদব ন থাকায় ভারত ধর্ম সাল্লা জঙ্গভে= BBu BBB BB BJBB BBBu S DDD ফলে ভারতের ব্যবসাদবি দুষ্ট প্রতিযোগিতায় ক্ষতিগ্ৰস্ত হয়। এইরূপ নানান কারণে ভারতবর্যের লেীহ ও ইস্পাতের ব্যবসাদারগণ লৌহ ও ইস্পাতের উপর সংরক্ষক মাশুল বসাইতে গবৰ্ণমেণ্ট কে অতরোধ করিতেছেন । লৌহ ও ইস্পাত সকলপ্রকার আধুনিক কারবার ও কারখানার ভিত্তিগত ব্যবসা ( Basic Industry ) । যন্ত্রপাতি ও ব লকক্ত। না থাকিলে বৰ্ত্তমান জগং অচল হইয়া যাইবে এবং যন্ত্র ও কলকব্জার মূলে বহিয়াছে লৌহ ও ইস্পাত । সুতরাং যাহারা আধুনিক ব্যবসা বাণিজ্য করিয়া দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করিতে চান, উহার