পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:"א\אW o 憑 বিদেশ ইংলণ্ডে নিৰ্ব্বাচনের ফল— অবাধ বাণিজ্য ও সংরক্ষণ-নীতিকে আশ্ৰয় করিয়া বক্ষণশীল সম্প্রদায়ের সহিত অস্তান্ত বাষ্ট্রনৈতিকদলের মধ্যে যে বিরোধ ফুটিয়া উঠিয়াছিল তাহার ফলে ইংলণ্ডের নির্বাচকের কোন মতকে সমর্থন করিতে প্রস্তুত তাহ স্থিরনিশ্চয়তার সহিত জানিবাব জন্য ইংলণ্ডে নুতন নির্বাচন হইয়া গিয়াছে। মূলতঃ এই নিৰ্ব্বাচনে অবাধ-বাণিজ্য বনম সংরক্ষণের লড়াই হইলেও ধনfধক্যানুসারে বৰ্দ্ধিত হারে কর নির্দ্ধারণ করা উচিত কিনা এই প্রশ্নও নিৰ্ব্বাচকদিগের সম্মুখে শ্রমিকদল উপস্থিত করিয়াছিলেন । নির্বাচনের ফলে দেখা যাইতেছে যে এপর্য্যন্ত ২৫৯ জন রক্ষণশীলদলের, ১৮৮ জন শ্রমিকদলেব, ১৪৮ জন উদারনৈতিকদলের এবং ৮ জন স্বাধীনমতাবলম্বী প্রতিনিধি মহাসভাতে প্রেরিত হইয়াছেন। কয়েকট স্থানের নির্বাচন-সংবাদ এখনও আসে নাই । বিগত নিৰ্ব্বাচনে রক্ষণশীলদলের ৩৪৫ জন, শ্রমজীবীদলের ১৪১ জন, উদবিনৈতিকদলের ৬১ জন, লয়েড জর্জের অনুগত জাতীয়-উদারনৈতিকদলেক ৫৫ জন ও স্বাধীনমতাবলম্বী ৮ জন সভ্য নির্বাচিত হইয়াছিলেন। এই নির্বাচনের পুৰ্ব্বেই অবধিবাণিজ্যনীতিকে সংরক্ষণের আক্রমণ হইতে রক্ষা করা একাত্ত প্রয়োজন মনে কবির লয়েড জর্জের • জাতীয়-উদাৰনৈতিক দল অস্তান্ত বিষয়ে আপনাদের বিরোধ ভুলিয়া গিয় অ্যাসকুইথের পতাকাতলে আসিয়া দঁাড়াইয়াছিলেন । কাজে-কজেই এই নিৰ্ব্বাচন-ব্যাপারে উদারনৈতিকদল সৰ্ব্বত্রই একযোগে কাজ করিয়াছেন। বিগত নিৰ্ব্বাচনে রক্ষণশীলদল সংখ্যায় এত অধিক নিৰ্ব্বাচিত হইয়াছিলেন যে তাহার বিরুদ্ধে যদি অন্যান্ত সব দল একযোগে দাড়াইত তথাপি রক্ষণশীলদলের প্রাধান্ত বজায় থাকিত । কিন্তু এই নির্বাচনে যদিও রক্ষণশীলদল সৰ্ব্বাপেগণ অধিকসংখ্যক সভ্য প্রেবণ কবিতে সমর্থ হইয়াছে তথাপি তাহ এত অধিক নহে যে শ্রমিক ও উদারনৈতিকদলের মিলিত অক্ৰমণ হইতে অীষ্মরক্ষ! করিতে পারে । শেষোক্ত હોરું দুইদল সংরক্ষণনীতির বিরোধী। কাজে-কঙ্গেই সংরক্ষণনীতি যে ইংলণ্ড গ্রহণ করে নাই তাহা স্পষ্ট বোঝা যাইতেছে । নিৰ্ব্বাচনের ফলাফল হইতে ইংলণ্ডের রাষ্ট্রশক্তি যে ক্রমশঃ শ্রমিকদলের হস্তে গিয়া পড়িতেছে তাহ স্পষ্ট বুঝা যায়। বিগত নির্বাচনে শ্রমিকদল যে আশাতীত সাফল্য লাভ করিয়াছিলেন তাহা হইতেই ইহা প্রথম বুঝা গিয়াছিল যে ইংলণ্ডের জনসাধারণ আর গতানুগতিক পথে চলিতে বড় রাজি নহে। তাই শ্রমিকদলেব শাসন-পদ্ধতি কিরূপভাবে চলে তাহ দেখিবর জন্ত জনসাধারণের ব্যাকুলত বাড়িয়া উঠিতেছে। এই নির্বাচনে নির্বাচকমণ্ডলীর এই মানসিক অবস্থাটি আরও প্রস্ফুটিত হইয়া উঠিয়াছে। নিৰ্ব্বচনে রক্ষণশীলদল ৮৫টি পদ হীরাইয়াছেন। শ্রমিকদল ৪৬টি পদ নুতন অধিকার করিয়াছেন এবং উদারনৈতিকদল ৪১টি পদ নুতন লাভ করিয়াছেন। শ্রমিকদল এইবারও সংস্থিতিসম্পন্ন বিরুদ্ধদল-রূপেই তবে শ্রমিক ও উদারনৈতিকদলের সম্মিলিত পরিগণিত হইবেন । আক্রমণের ভয়ে যদি কোনও বক্ষণশীল নেতা মন্ত্ৰীসভা গঠন করিতে সম্মত না হন তবে শ্রমিক নেতার নেতৃত্বাধীনে শ্রমিক ও উদারনৈতিক দলের সম্মিলিত মন্ত্ৰীসভা গঠিত হইতে পারে। কিন্তু সে পথে অন্তরায় অনেক। শ্রমিকদল যে-সমস্ত শ্রমিক অইন এবং রাজস্ব-ব্যবস্থাতে যেসমস্ত নুতন প্রথা প্ৰবৰ্ত্তন করিতে চাহেন, তাহ স্বীকার করিয়া লওয়৷ উদবিনৈতিক দলের পক্ষে সস্তবপব নহে। ধনধিক্যানুসারে বৰ্দ্ধিত হারে কর-নিৰ্দ্ধাবণ-নীতি উদারনৈতিক দল কখনই গ্রহণ করবেন না । এইসমস্ত বিচার করিয় রাষ্ট্রবেত্তাগণ মনে করেন যে লর্ড ডাৰ্ব্বিৰ নেতৃত্বাধীনে রক্ষণশাল মন্ত্রীসভার প্রতি ইংলণ্ডের শাসনভার ন্যস্ত হইবে। বলুডউইন্‌ সাহেবের প্রধান মন্ত্রী হইবার সম্ভাবন নাই, কারণ দেশের লোকের র্তাহীর প্রতি যে অস্থ নাই তাহ নিৰ্ব্বাচনফলে স্পষ্টই প্রমাণিত হইয়াছে। কিন্তু সে মন্ত্রীসভা ও যে অধিক দিন স্থায়ী হইবে এরূপ মনে হয় না । নুতন মন্ত্রীসভার পতন হইলে ইংলণ্ডের রাষ্ট্রীয় প্রথা-অনুসারে সংস্থিতিসম্মত বিরুদ্ধবাদীদলের উপব শাসনভার অর্পিত হয় । সুতরাং অচিরেই যে শ্রমিকদলের হস্তে ইংলণ্ডের ভাগ্যনিয়ন্ত্রণেব ভার তাপিত হইবে তাহাতে সন্দেহ নাই । লক্ষ্য কবিয়া দেখিবর কয়েকটি বিষয় নির্বাচনে ফুটিয়া বাহির হইয়াছে। দেখা গিয়ছে যে ইংলণ্ডের উত্তরাঞ্চলের বক্ষণশীলগণ একেবারে ভোট পায় নাই ; পক্ষান্তবে শ্রমিক ও উদারনৈতিকদল বহু ভোট পাইয়াছে। গ্রামাঞ্চলে ইতিপূৰ্ব্বে রক্ষণশীল দলেরই প্রতিপত্ত্বি ছিল ; কিন্তু এই নিৰ্ব্বাচনদ্বন্দ্বে উদারনৈতিক দল আশ্চৰ্য্যরূপ জয়লাভ করিয়াছে । ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রগুলিতে শ্রমিকদলের প্রতিপত্তি বাড়িয়া উঠিয়াছে । এইবাব ভারতীয় পাশা সপুজি সক্লোৎবtলা নির্বাচিত হইতে পারেন নাই । যে-সব জননীয়ক এইবার পরাজিত হইয়াতেন তাহদের মধ্যে উইনস্টল চাৰ্চিল, আর্থবি হেণ্ডবদন, স্তাব আলফে, মগু, আমার গ্রিনউড, হিণ্টন ইয়ং, উইলিয়াম ওয়াটসন, স্তর মৌস বেনেট, ওয়াল্টার রাগিম্যানেব পরাজয় খুব উল্লেখযোগ্য । বিগত নিৰ্ব্বাচনে মাত্র দুইজন মহিলা নির্বাচিত হইতে সমর্থ হইয়াছিলেন । এই দুইজন মহিলা, লেডি অ্যাষ্টর ও শ্ৰীমতী উইনটিংহ্যাম এবারও নির্বাচিত হইয়াছেন। ইহার ছাড় আরও কয়েকটি মহিল| এইবার নির্বাচিত হইয়াছেন। রক্ষণশীলবলের ডাচেস অফ অ্যাথলু, উদারনৈতিকদলের লেডি টেরিংটন ও কুমারী র্যাথ বোন, শ্রমিকদলের কুমারী জুদন, শ্ৰীমতী মার্গারেট বন্‌ফিল্ড ও কুমারী এস্ লরেন্স নির্বাচনম্বন্দ্বে জয়লাভ করিয়াছেন। চীনে নুতন গোলযোগ— উত্তর চীনের গণতন্ত্রবিরোধী স্বেচ্ছাচারী অধিনায়ক উপাইফুর অtভ্রমণ হইতে দক্ষিণ চীনের গণতন্ত্রকে রক্ষা করিবার জন্ত ডাক্তার সান-ইয়েটসেন অবসরে কালযাপন না করিয়া পুনরায় কাৰ্য্যক্ষেত্রে অবতীর্ণ হন । র্তাহীর ঐকান্তিক যত্ন ও চেষ্টীয় দক্ষিণ চীনে শান্তি স্থাপিত হইয়াছে