পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] নিয়ে খাল কাটা ও ডোবা বিল ভরাট করা হচ্ছিল । এসব বিভাগে কাজ করবার ঢের আছে ; কিন্তু টাকার অভাব এদিকে যত বেশী অন্য দিকে তত নয়। বাংলার মোট আয়ের শতকরা ৩৫২ মাত্র ঐ কয়টি বিভাগের জন্য রাখা হয়েছে । বাকী টাকা পুলিস বিচার প্রভৃতি সংরক্ষিত বিষয়ের জন্য রাখা হয়েছে। যে বিভাগগুলির কার্য্যতৎপরতার উপর শাসন-সংস্কারের সফলতা বেণী নির্ভর করছে সেগুলিই বিশেষ অভাব গ্রস্ত ; ভারত-গভর্ণমেণ্টের বাজেটেও বেশীর ভাগ টাকা সেনা-বিভাগে দেওয়া হয়েছে। বাংলার শিক্ষা ও স্বাস্থ্য প্রভৃতির জন্য আরও অর্থের প্রয়োজন । ঋণ গ্রহণ বা নূতন করস্থাপনের দ্বারা এই অর্থের সংগ্রহ হতে পারে ; এক্ষেত্রে ঋণই সমীচীন বোধ হয়, তা অদূব ভবিষ্যতে শোধ হওয়ার আশা আছে । বাংলার আইন সভায় যে-সকল মন্তব্য বা resolution পাশ হবে টাকাকড়ির অবস্থা বা অন্য কোন কোন বিষয়ে বিবেচনা করে জনমস্ত্রী বা পারিষদ সেগুলি গ্রহণ করতেও পারেন বা নাও পারেন । বা সংরক্ষিত বিষয়ে পারিষদ বা গভর্ণমেণ্ট পক্ষীয় মন্ত্রী মন্তব্য গ্রহণ করতে যতদূর সম্ভব চেষ্টা করবেন ; অবখ্য transferred বা জনমন্ত্রীর কর্তৃত্বাধীন বিষয়ে মন্তব্য অপেক্ষাকৃত বেশী গৃহীত হবে আশা করা যায় । মন্তব্য গৃহীত হলেও তা কাৰ্য্যে পরিণত করা না-করা টাকার অবস্থার উপর নির্ভর করে । সে টাকা গভর্ণমেণ্ট কে জনসভার কাছে চাইতে হয় । ঐ বাজেট কিছুদিন আলোচনার বিষয়ীভূত থাকে ; আলোচনার সময়ে সত্যের suggestion আকারে কোন কোন বিষয়ে মতামত দিতে পারেন ; যেমন র্তারা বলতে পারেন, অমুক বিষয়ে অত না দিয়ে অত দিলে ভাল হত, ইত্যাদি। কিন্তু এই সময়ে দেওয়া suggestion বা মতামত মন্ত্রীরা অমুসরণ করতে বাধ্য নন। তবে এর পর খন বাজেটে এক-একটা বিষয় ধরে গভর্ণমেণ্ট, বা মন্ত্রীর নিজ নিজ বিভাগের জন্য টাকা চান তখন প্রতিনিধির ঐ-সব বিষয়ে টাকা মঞ্জুর নাও করতে Reserved মুক্তিপ্লাবন 8ግ� পারেন বা কম টাকা মঞ্জুর করতে পারেন, স্বতরাং এই অস্ত্র প্রতিনিধিদের হাতে থাকাতে মন্ত্রী ও পারিষদের সভ্যদের মতামত অন্য সময়েও অগ্রাহ করার সাহস খুব বেশী পান না । সভ্যেরা এই অর্থমঞ্জুরের «i money-votingsq« Ħx! «t«!5 কাটুতে wo বাদ দিতে পারেন, কিন্তু বাড়ীতে পারেন না, কারণ তা হ'লেই টাকাবাড়নের প্রশ্ন এসে পড়ে। ভারতীয় আইনসভায় বাজেটের টা । মঞ্জুর উপলক্ষ্যে মি: নর্টন্‌ বিচার-বিভাগ হতে কিছু টাকা কেটে ঐ-টকায় দিল্লীতে আইন-সভার সভ্যদের ব্যবহারের জন্য একটি পুস্তকাগার স্থাপনের প্রস্তাব কবেন । এ ক্ষেত্রে গভর্ণমেণ্ট-পক্ষের উত্তরে বলা হয় যে মি: নর্টনের প্রস্তাবটি গভর্ণমেণ্ট, পক্ষের কেউ করতে পারতেন, কিন্তু আর কোন সাধারণ সভ্য পারেন না। একটা নূতন বিষয়ে টাকা দেওয়ার মানেই এই দাড়ায় যে ঐ বিষয়ে একেবারে শূন্ত টাকা থেকে অতটা বাড়ান বা ঐ বিষয়ে নূতন টাকা চাওয়া ; ঐ টাক চাইতে কেবল মন্ত্রীরাই পারেন । বিলাতে পালামেণ্ট, সভা বা হাউস অব কমন্সে সকল মন্তব্য পাশ হলে ও গৃহীত নাও হতে পারে । Simultaneous Civil Service of: for Sase সালে কমন্সে পাশ হলে ও গৃহীত হয় নি। বাজেট আলোচনার সময়ে টাকা মঞ্জুরের জন্য ভোট লওয়ার আগে সমস্ত হাউস কমিটিতে পরিণত হয়,—পরামর্শমূলক আলোচনার জন্য এইরূপ ব্যবস্থা । আমাদের প্রাদেশিক সভা ও ভারত-গভর্ণমেণ্টের ব্যবস্থাপক সভাতেও টীকা মঞ্জুরের জন্য ভোটের ক্ষমতা সভ্যদের দেওয়া হয়েছে। প্রাদেশিক সভাতে এই ক্ষমতা সংরক্ষিত বিষয়ে রাজ্যরক্ষণ শান্তিরক্ষা প্রভৃতির খাতিরে কতকটা সীমাবদ্ধ, জনমন্ত্রীদের হাতে ন্তস্ত বিষয়ে ততটা সীমাবদ্ধ নয় । প্রাদেশিক ংরক্ষিত বিষয়ে টাকা মঞ্জুরের যে ক্ষমতা সভ্যদের আছে সেই-রকম ক্ষমতা ভারতীয় আইন-সভাকে দেওয়া হয়েছে । প্রাদেশিক সভার জন্য সভ্যদের মধ্যে থেকে গড়া একটি হিসাব-পৰ্য্যবেক্ষক-সমিতি মঞ্জুর-করা অর্থের যথাযথ প্রয়োগের দিকে দৃষ্টি রাখেন। একটা সাধারণ তহবিল হতে সংরক্ষিত ও হস্তান্তরিত