পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—মাঘ, రిరి. এই সমস্ত ঢিপির তলে বহুযুগের পূৰ্ব্বের সহর এবং সভ্যতার চিহ্ন ঢাকা আছে—ডান দিকে নীচে একদল লোক এই সমস্ত আবিষ্কারে বুনন কায্য করিতেছে পূর্বের নিৰ্ম্মিত একটি বন্দপ আছে। প্রাচীন ফারাওগণ নাকি এই বন্দর নির্মাণ করিয়াছিলেন । এসিয়াতে যে সমস্ত খননকাৰ্য্য হইতেছে, তাহাতে বৈজ্ঞানিকদের মতে অরে। অনেক অtশচয্য আবিষ্কার হইবে । কিছুকাল উত্তর ইজিপ্টের উর নামক স্থানে একটি মন্দির মাটির তলায় পাওয়া গিয়াছে । এই মন্দিরটি নাকি মাটির নীচে আtfবস্কৃত সকল মন্দির ইত্যাদি অপেক্ষ পুরাতন । এই সহর হইতেই বাইবেলে বর্ণিত আব্রাহাম নামক এক অতি সভ্য লোকের আগমন হয়। আমেরিকার মামুষের অগম্য গভীব বন-প্রদেশে, প্যাটাগোনিয়ার জলাভূমিতে, মঙ্গোলিয়ার মরুভূমি ইত্যাদি অনেক স্থানেই হাজার হাজার বছর পূৰ্ব্বেকার সভ্যতার অনেককিছুই মাটির তলায় পাওয়া যাইতেছে। মেক্সিকো-উপত্যকায় যে-সকল প্রত্নতত্ত্ববিদের দল এইসব কাজ করিতেছেন, উহার বলিতেছেন যে, এইখানে পর পর পাঁচটি সভ্যতার উথান এবং পতন হয়। সৰ্ব্বাপেক্ষা পুরাতন সভ্যতার চিহ্নস্বরূপ যেসব ঘর বাড়ী মন্দির ইত্যাদি পাওয়া যায়, তাহ মাটির উপর হইতে s • ফুট নীচে। এই স্থানের অীরে দক্ষিণে আর-একটি সভ্যতার উথলি হয় ৷ ৩• • হইতে শু• • শতাব্দীর মধ্যে এই সভ্যতার পতনের [ ২৩শ ভাগ, ২য় খণ্ড ইজিপ্টে হাজীব হাজার বছর পূর্বের সভ্যতার প্রমাণ আবিষ্কার —উপরে সীমাহীন মরুভূমি সঙ্গে, ইছাদের পূর্বের হাজার হাজার বছরের যে কত চিহ্ন লোপ গাইয়াছে, তাহী কল্পনা করা যায় না । অন্ধকার গভীর গুছার মধ্যে, বহু উচ্চ স্ত,পের তলায় এবং মামুষের অগম্য অন্যান্ত নান স্থানে প্রত্নতত্ত্ববিদগণের আবিষ্কারের যে কত কি আছে তাহ বলা যায় না। এক-এক স্থানে এমন সমস্ত রঙীন চিত্র পাওয়া গিয়াছে যাহা বৰ্ত্তমান শিল্পীর শ্রেষ্ঠ চিত্রকেও হার মানায় । , মণি-মাণিক্য-খচিত এমন অনেক মুৰ্ত্তি পাওয়া গিয়াছে, যাহার মূল্য এক রাজার সমস্ত রাজ্য বিক্রয় করিলেও পাওয়া যায় না । কে জানে, আমাদের এই সভ্যতাও হয়ত একদিন বহু যুগ পরে সভ্যতার-পলির বহুস্তর নিম্নে পড়িয়া থাকিবে, এবং তখনকার দিনের অতি-অতি সভ্য লোকের মাটির নীচে খনন করিয়া অামামের টুমি লাইন, এয়ারোপ্লেন, জাহাজ, কামান, ঘর বাড়ী ইত্যাদি আবিষ্কার করিয়া হয়ত বিস্ময়ে অবাক হইবে এই মনে করিয়া, যে, ও বিংশ শতাব্দীর লোকেরাও ত বেশ সভ্য ছিল, কারণ আমাদের সময়কার খেলনার কিছু কিছু তাহদেরও জানা ছিল। gamme বৃক্ষবাসীদের কথা— পৃথিবীতে কত রকম পোক-মাকড়, এবং তাহদের রূপ যে কত অপরূপ তাহ বলা যায় না। বতকগুলি পোকা অতি ক্ষুদ্র, তাহাঙ্গের