পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪থ সংখ্য। ] প্রাদেশিক গবমেন্ট সমূহের এক সম্মিলিত রাষ্ট্র হইবে । বিভিন্ন রাজনীতিক দলের প্রতিনিধির সম্মিলিত হইয়। এই গবমেন্টের রীতি নীতি স্থির করিবেন । (৩) হিন্দুস্থানী ভাষা ভারতের জাতীয় ভাষা হইবে । উহা দেবনাগরী বা উর্দু, যে কোন অক্ষরে লেখা চলিবে । (s) সকল সম্প্রদায়কে ধৰ্ম্ম সম্বন্ধে পূর্ণ স্বতন্ত্র্য অর্থাৎ ধৰ্ম্ম বিজ্ঞান, পূজাপদ্ধতি, ধৰ্ম্মপ্রচাখ, ধৰ্ম্ম-সমিতি এবং শিক্ষ। সম্বন্ধীয় স্বতন্ত্রা দেওয়া হইবে। এই স্বতন্ত্র্য সম্প্রদায়সমুহের একটা বৈধ অধিকার হইবে । এ অধিকারে গবমেণ্ট হস্তক্ষেপ করিতে পরিবেন না । শান্তি ও শৃঙ্খল রক্ষার দিকে লক্ষ্য রাখিয়া উল্লিখিত অধিকার ভোগ করিতে হইবে । কেহ অপরের অধিকার ক্ষুণ্ণ করিবার জন্ত বলপ্রয়োগ করিতে পরিবেন না । (৫) কোনো ধৰ্ম্মের প্রতি পক্ষপাত করা হইবে না । সরকারী অর্থ কোনো ধৰ্ম্মের সাহায্যার্থে ব্যয়িত্ব হইবে না । (৬) স্বরাজ গবৰ্ণমেণ্ট কে ভিতরের বা বহিরের আক্রমণ হইতে রক্ষা করা হিন্দুমুসলমান-প্রমুখ সবল সম্প্রদায়েরই কৰ্ত্তব্য হইবে । (৭) বৰ্ত্তমান বিভিন্ন সম্প্রদায়ের মনের অবস্থা যেরূপ তtহ বিবেচনা করিয়া এবং তাঁহাদের রাজনৈতিক বোধ ও দায়িত্বজ্ঞান এখনও সম্পূর্ণরূপে বিকাশ লাভ করে নাই এ-কথা স্মরণ রাখিয়া, যে সকল সম্প্রদায়ের লোকসংখ্যা কম, আরো কিছুদিন তাহদেব স্বার্থ সংরক্ষণ করিয়া চলিতে হইবে। এজন্য স্বরাজ গবমেন্টের ব্যবস্থাপক সভাগুলিতে বিভিন্ন সম্প্রদায়েব জন্থ প্রতিনিধি প্রেরণের স্ব গুস্ত্র রকম ব্যবস্থা থাকিবে । (৮) ইদুজ্জেtহা পৰ্ব্ব ব্যতীত মুসলমানের গেtহত্য করিতে পরিবেন না । সে সময়েও গোহত্য এমন ভাবে করিতে হইবে, যেন হিন্দুদের মনে কোনরূপ আঘাত না লগে । (৯) স্থানীয় মিলন-পরিষদ কর্তৃক নিৰ্দ্ধারিত পূজার সময়ে ব্যতীত ধৰ্ম্মস্থানের সম্মুখে গান বাজনা করা চলিবে না। (১ -) বিভন্ন সম্প্রদায়ের মিছিল যদি একই ত{fবথে বাহির হয় তবে স্থানীয় মিলন পরিষদ মিছিলগুলিব জস্ব বিভিন্ন সময় ও বিভিন্ন রাস্ত নির্দেশ করিয়া দিবেন । (১১) দুর্গোৎসব, মহরম, রথযাত্রী, শিখ-দেওয়ান প্রভূতির সময় য{হাতে কোনো সম্প্রদায়িক সংঘর্ষ উপস্থিত না হয়, তাহার জস্থ্য প্রাদেশিক ও স্থানীয় সম্মিলিত-পরিষদ, নিযুক্ত করিয়া আপোষ ও মধ্যস্থতার ব্যবস্থ করা হইবে। (১২) সমস্ত প্রাচ্যজাতির এক সমবায় গঠন করিতে হইবে। এ সমবায়ের উদেখা-প্রতীচীর অর্থগৃঃ ত হইতে আত্মবক্ষ করা এবং প্রাচ্যের শিক্ষশিল্প প্রভূতিকে উৎসাহিত কয় ! ব্রিটিশ-সাম্রাজ্যের পণ্য বয়কটু— বোম্বাই গিৰুর্গাঁওয়ের জেলা-কংগ্রেস-কমিটি ব্রিটিশ-সাম্রাজ্যের পণ্য বয়কটরে জন্য রীতিমত আন্দোলন আরম্ভ করিয়াছেন। স্থানীয় স্বরাজ্য পার্ট ও স্থাশনলিষ্ট মিউনিসিপ্যাল পার্টিও দে ব্যবস্থার সম্পূর্ণ সমর্থন করিয়াছেন। বোম্বাইয়ের সর্বত্র এই বয়কটু ব্যবস্থা অনুসারে আন্দোলন চালানো হইবে । বিধবা-বিবাহ— লাহেরের বিধবা-বিবাহ-সহায়ক-সভার উদ্যোগে গত মবেম্বর মাসে ভারতের সর্বত্র ৬১টি বিধবার বিবাহ হইয়াছে। ইংরেজী বৎসরের ১লা জানুয়ারী হইতে নবেম্বর মাসের শেষদিন পৰ্য্যস্ত সমগ্র उांब्रप्ऊ cभां ११७फ़ि विश्वदाग्न दियांश् श्ब्रांtछ । *ब्रि'iौठ विषषांरमग्न - م ۔ یرہ۔ عابر ہ ی. দেশ-বিদেশের কথা—ভারতবর্ষ ASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS Gł 8 X SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASAMSAAAAAAAS স্তাব আলি ইমাম ভিতর পঞ্জাবের ৫৯৫টি, উত্তরপশ্চিম-সীমান্ত-প্রদেশের ৪টি, সিন্ধুর ৩•টি, দিল্লীতে ২৭টি, যুক্ত প্রদেশেব ৮•টি, মাত্রাঙ্গের ৫টি, বাংলার ১১টি, এবং বোম্বায়েব ২১টি । স্যার আলি ইমাম— ভয়স অব ইণ্ডিয়া'তে প্রকাশ, স্তর আলি ইমাম পুনরায় নিজাম-বাজ্যের এক্‌জিকিউটিভ কাউন্সিলের প্রেসিডেন্ট হইবেন । অতঃপর বেরীর প্রদেশ ফিবিয়া পাইবার নিমিত্ত বিলাতে আবেদন আর নিবেদনের থলে বহিয়া বেড়াইবেন স্তাব আলি ইমামের বদলে স্তর কে জি গুপ্ত। স্তর আলি ইমামেব কাজের দক্ষিণ হইবে মাসিক ১৫ • • • টাকা । ইহা অত্যন্ত অধিক বেতন। প্রবল-পরাক্রান্ত জাপান-সাম্রাজ্যের প্রধান মন্ত্রী ইহীর দশমাংশ অর্থাৎ মাসিক দেড় হাজার টাকা বেতন পান । পদুকোটায় নূতন ব্যবস্থাপক সভা— পছুকোটা ব্যবস্থাপক অ্যাড ভাইসরী কাউন্সিল উঠাইয় দিয়া নুতন ব্যবস্থাপক সভ করা হইবে । এই সভায় স্ত্রীলোকদিগকে ভোটের অধিকার দেওয়া হইবে । অনেক মহিল ব্যবস্থাপক সভার সদস্ত প্রদপ্রার্থী হইবেন বলিয়া জানা গিয়াছে । রবীন্দ্রনাথের চীনযাত্র শ্ৰীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় অল্প দিনের ভিতরেই একদল ভারতীয় পণ্ডিত সহ চীন জাপান স্বমাত্র প্রভৃতি বৌদ্ধ-ধৰ্ম্ম-বহুল দেশ পরিভ্রমণে গমন করিবেন । পণ্ডিত মদনমোহন মালধীয় এবিষয়ে মীকি বিশেষ উদযাগী হইয়াছেন এবং রবীন্দ্রনাথের জঙ্ক অর্থ সংগ্রহের ভার গ্রহণে স্বীকৃত হইয়াছেন । রায়বাহাদুর শেঠ বলদেও দাস বিরল বিশ্বভারতীর জন্ম বিশ दछ1झ 5कl tन पब्रिग्नltएन । গোমাংস আমদানীর স্কীম— ঐযুক্ত জসওয়ালা অষ্ট্রেলিয়া হইতে ভারতবর্ষে গোমী স অমৃদlনী করা সম্বন্ধে একটি স্কীম খাড়া করিয়াছিলেন । এবিষয়ে গত ১৩ই ডিসেম্বর নিখিল-ভারত-গো-রক্ষা-সম্মিলনের কার্যকর পশিf=r=