৪ধ সংখ্যা । উণ্ট রোক্সার বিবিধ প্রসঙ্গ—“ব্যক্তিগত স্বাধীনতা চাই”, Qをを উত্তর অধর ( ক্রমশ: ) শ্ৰী পুলিনবিহারী দাস বিবিধ প্রসঙ্গ “ব্যক্তিগত স্বাধীনতা চাই” “বেঙ্গলী" পত্রিকায় দেখা গেল, দেশবন্ধু দাশ কাকিনাড়া নিখিল ভারত ছাত্রসমিতির অধিবেশনে xfolio, “Everybody must have freedom. I want my freedom. I want the right to do what I think is best to my province,” #WEjifo I অর্থাৎ “প্রত্যেকের স্বাধীনত চাই। আমি আমার স্বাধীনতা চাই। বাংলা দেশের পক্ষে যাহা ভাল মনে করি, আমি তাহা করিবার স্বাধীনত চাই ।” ফরাসি সম্রাটু চতুর্দশ লুই বলিয়াছিলেন, “retat ? c'est moi !” “রাষ্ট্র ? আমিই ত রাষ্ট্র !” দেশবন্ধুর কথায় আমাদের সম্রাট, চতুর্দশ লুইর কথা মনে পড়ে। বাংলাদেশের পৌনে পাচ কোটি অধিবাসীর স্বাধীনতা বলিতে দেশবন্ধু যে তাহাদের ভাগ্য নিয়ন্ত্রিত করিবার জন্য র্তাহার নিজের স্বাধীনতা বুঝেন, এটা নিতান্ত কষ্টকল্পনা নয়। র্তাহার বাধ্য ও অযুগত মুষ্টিমেয় স্বরাজ্যসদস্যদিগকে লইয়াই স্বগৃহে বসিয়া তিনি হিন্দু-মুসলমানমীমাংসাপত্র বা রফীনামা প্রস্তুত করিয়াছেন ; সুতরাং ইহা মনে হওয়া স্বাভাবিক, যে, রাষ্ট্র সম্বন্ধে তাহার ধারণ চতুর্দশ লুইর আদর্শ হইতে বিভিন্ন নহে । কাকিনাড়া হইতে দেশবন্ধু যে ইস্তাহার জারি করিয়াছেন, তাহাতে বলা হইয়াছে, যে, স্বরাজ্য দল একটি খসড়া রফীনামা প্রস্তুত করিয়াছেন মাত্র, এবং •* if put forward by the Swarajya party, the Pro any scheme is better than the one vincial Congress Committee and every অর্থাৎ দেশের লোকে যদি অন্য কোন উৎকৃষ্টতর রফানিস্পত্তির প্রস্তাব উপস্থিত করে, তবে প্রাদেশিক কংগ্রেস-কমিটি এবং প্রতেক সমিতি অবশ্য তাই গ্রহণ করিবেন। অথচ কাকিনাড়। ছাত্র-সম্মিলনে তিনি বলিয়াছেন, “ I shall not be crushed by a central organi Association must accept it i” sation even of the Indian National Congress” অর্থাৎ জাতীয় মহা-সমিতির কোন কেন্দ্রীয় সংঘ যে তাহাকে পিশিয়া ফেলিবে, এটা তিনি সহ করিবেন না । তিনি জাতীয় মহা-সমিতির আদেশ মান্ত করিবেন না, অথচ প্রাদেশিক কংগ্রেস-কমিটির আদেশ অবনত মস্তকে স্বীকার করিয়া লইবেন, এটা কতদূর সম্ভবপর, তাহ বিবেচ্য। তবে প্রাদেশিক সমিতির নিৰ্দ্ধারণটি দেশবন্ধুর মনোমত হইলে তিনি তাহ গ্রহণ করিতে পারেন, ইহা
পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।