পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা } SSASAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS প্রকাগু সভায় জানাইয়াছেন যে, মিন'ৰ্ক দ্বীপের মাহন বন্দরে একটা উড়ো জাহাজের ডিপো গড়িবার বন্দোবস্ত চলিতেছে ; এই ডিপো হইতে নিয়মিতরূপে ইতালীতে, স্পেনে এবং মরক্কোয় উড়োজাহাজ চলাফেরা করিৰে ।" দ"রিভের রোমে থাকিবার সময় ফাসিষ্টদের বড় আফিসে কয়েকবার দেখা দিয়াছিলেন। ইতালীর আদর্শ, মুসোলিনির মহত্ত্ব ইত্যাদি সম্বন্ধে তিনি ইতালীয়ান সমাজে বক্তৃতা করিয়াছেন। স্বদেশে ফিরিয়া আসিয়াও তিনি “ল্যাটিন" হাতির গৌরব এবং মুসোলিনির কীৰ্ত্তি শতমুথে প্রচার করিতেছেন। যুবক স্পেন তাতিয়া উঠিতেছে। মুসোলিনি এবং দ’রিভেরা দুয়ে মিলিয়া “বৃহত্তর কুৈকেয়ী


- - -

Nළු` SAAAAAA SAS A SAS SSAS SSAS SSAS ল্যাটিন” জগতের ফন্দি আঁটিয়াছেন । আটলাণ্টিকের অপর পারে মধ্য ও দক্ষিণ আমেরিকার যেখানে যেখানে স্প্যানিশ ভাষা প্রচলিত আছে সেই-সকল দেশের সঙ্গে স্পেনের বন্ধুত্ব কায়েম করিবার দিকে নজর পড়িয়াছে । শীঘ্রই স্পেনের রাজদম্পতী দ’রিভেরার সঙ্গে দক্ষিণ আমেরিকায় শফরে বাহির হইবেন শুনা যাইতেছে। এই-সকল দেশে গণতন্ত্রের স্বরাজ কায়েম হইবার পূৰ্ব্বে স্পেনই তাঁহাদেব হুৰ্ত্তাকর্তা বিধাতা ছিল । সেই পুরানো স্মৃতিটা যুবক স্পেনের সর্বত্র জাগিয়া উঠিয়াছে। আজকাল অন্ততঃপক্ষে ব্যবসা-বাণিজ্যের সুযোগ যাহাতে ঐসকল দেশে পাকিয় উঠে তাহার ব্যবস্থা কর। স্পেন এবং ইতালী দুইদেশের ফসিষ্টদেরই সমবেত স্বাৰ্থ । শ্ৰী বিনয়কুমার সরকার কৈকেয়ী ( x ) দশরথ, কুলপুরোহিত, পোঁর নর-নারীগণ প্রভূতি সকলের কাতরতা অগ্রাহ করিয়া হিংস্র অটলতার সহিত কৈকেয়ী রামকে বনবাসে প্রেরণ করেন । ] বলে বলুক মন্দ লোকে, নেইক লজ্জা, নেইক ভয় ; কিসের আবার মান অপমান ? লভেছি আজ কাম্য জয়, জয় লভেছি আত্মপ্রসাদ !—বহু দিনের বাঞ্ছা মোর পুর্ণ যে আজ, তৃপ্ত এ বুক !—দুখের নিশা আজকে ভোর ! লক্ষ কথা বলবে সতীন,—বলুক, তাতে ভয় কি পাই ?— তাই বলে’ কি টলবে এ মন ? নেইক মনে ভক্ষের ঠাই । খাড়ার মত রূপ দিয়ে যেই জয় করেছে রাজার মন তার অাশা বল ক্লধবে কে বা ? মন কবে তার কেই দমন ? আজ য়া ভাবি কাল তা করি, অপূর্ণ নয় মনের সাধ ;– কৈকেয়ীকে দাবিয়ে দেবে ? ঘটুৰে যে তার বিষম বাদ । চোদ্দ বছর ঠিক সে গোনা, একটি দিনও ৰুমূতি নয় ; রামকে ভালোৰাসতে পারি, তাই বলে কি কবৃব লয় মোর ভরতের পরম স্বদিন আশার মুখে চাপিয়ে ছাই ? কৈকেয়ী নয় তেমন মেয়ে, লঙ্গ তাহার নেইক নাই। নাই প্লানি তার, চায় না স্বনাম, চায় মেটাতে প্রাণের আশ ; রাজার বেশে ভরত!—কী স্বথ –হৃদয় ভরে কী উল্লাস ! তাই দেখে ত জুড়োবে প্রাণ, স্থখ সে পরম অগাধ স্থখ — সেই স্বখেরি স্বপন আমার ভাসায় গ্লানি, বাধছে বুক— বঁধেছে বুকে করতে বিলোপ সব আগবাদ, সব ঘৃণা ; আমায় বলে স্বার্থে ভরা ?--কে রয় আপন মুখ বিনা ? যুদ্ধক্ষত—কৈকেয়ী তা চুমুক সেবুক সারিয়ে দিক ! উপহার তার নেইক কিছুই –ধিক দশরথ, কথায় ধিক্ । মনটা যদি এতই চপল, করলে কেনই প্রতিজ্ঞা ? দেবো বলে' চাও ঠকাতে ? কুষ্ঠা দিতে দেবার যা ? কৈকেয়ী নয় তেমন নরম গলাবে তায় চোখের জল ! বললে, দেবে, তাই চেয়েছি ;–এতেই হলাম কপট খল ? হই না কপট, হুলাম বা খল —স্বৰ্ণাই যদি, যাও ছেড়ে ; আমার ভরত রাজ্য পাবে—এ স্থখ নেবে কেই কেড়ে ? মানবে শাসন, করবে সে ভয় ?—কৈকেয়ী সে পাত্র নয়! চিরদিন যে জয় পেয়েছে আজ নেবে সে পরাজয় ? . কাণাকণি উগ্র কথা চোখের জলে টল্‌বে না, . যতই ছড়াও রোযের সে বিষ কৈকেয়ী তাঙ্ক মত্বৰে স্না।