পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

یحییر یخه やQ a AMSAASAASAASAASAAMAMAAASAAAAASA SAASAASSAAAAAAS AAAA S AAAAS সৌন্দর্ঘ্যের সহিত কোন ক্রমেই ইহার তুলনা করা যাইতে পারে না। অনেকেই আওরঙ্গাবাদের মন্দিরাদির কথা জানেন না। আওরঙ্গাবাদের মন্দিরাদি সাজসজ্জায় ভরা। এখানকার চিত্রসমূহের সহিত অজস্তার চিত্রাবলীর তুলনা হইতে পারে। অধিকাংশ মন্দিরাদিতেই ঘটনামুলক বহু চিত্র আছে। কোনো ছবিতে ভীষণ অগ্নিকাণ্ড হইতে কোনো ব্যক্তিকে উদ্ধার করা হইতেছে, কোথাও বা সাপ অথবা হাতীর মুখ হইতে কাহাকেও উদ্ধার করা হইতেছে ; ইত্যাদি চিত্রিত হইয়াছে। কোনো ছবিতে দেখান হইয়াছে দেবী কালীর হাত হইতে একটি শিশু রক্ষার জন্য অন্য এক প্রবাসী—ফান্থন, ১৩৩৯ { २७* उॉ१, २घ्न ५९ ۔مہ-سمی ح"عبر SAASA SAASAA AAASA SAASAASSAAAAMSAAAAAAS AAAAA ASASASA AMM দেবতা মায়ের কোলে শিশুটি রক্ষা করিতেছেন । কোথাও বা পূজারত নর-নারী মূৰ্ত্তি চিত্রিত হইয়াছে। এই যন্ত্রের যুগে, ধীরে ধীরে ঐ সমস্ত লোপ পাইতেছে। যেখানে প্রাচীন মসজিদের গম্বুজাদি দৃষ্ট হইত আজ সেখানে কলের চিম্নী তাহাদের স্থান অধিকার করিয়াছে। যেখানে প্রত্যুষে আজানের পবিত্র ধ্বনি উত্থিত হইত সেখানে আজ কাপড়ের কলের বঁাশীর শব্দে সজাগ হইতে হয়। কালের কি অদ্ভুত পরিবর্তন ! * শ্ৰী প্রভাত সান্তাল

  • মডান রিভিউএ প্রকাশিত খ্ৰীযুক্ত সন্তনিহাল সিংহের প্রবন্ধঅবলম্বনে ।

গণেশ ও দনুজমর্দন বাঙ্গাল। গণেশের নাম অনেকের কাছেই স্বপরিচিত, ইতিহাসের নাম শুনিলে র্যাহার শিহরিয়া উঠেন অবশ্য র্তাহারা বাদে । রাজা গণেশ, Blochmann's Contributions to the History দেশের রাজা and Geography of Bengal,” Beveridge & Afg: কানস প্রভৃতি নানা প্রবন্ধে ভারতীয় প্রত্নতত্বের পাঠকদিগের নিকট সুপরিচিত। বাঙ্গাল সাহিত্যে ৮ রজনীকান্ত চক্ৰবৰ্ত্তীর “গৌড়ের ইতিহাস" ২য় খণ্ডে, ৬ দুর্গাচন্দ্র সান্তালেব “বাঙ্গালাব সামাজিক ইতিহাস” প্রথম খণ্ডে ও আমার ‘বাঙ্গালাব ইতিহাস" ২য় ভাগে রাজা গণেশের পবিচয় দেওয়া আছে । এভ দ্ব্যতীত লব্ধপ্রতিষ্ঠ উপন্যাস-লেখক শ্রীযুক্ত শচীশচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় রাজা গণেশ সম্বন্ধে একখানি উপন্যাস রচনা করিয়াছেন। গণেশের পুত্ৰ যদু, যদুমল্ল বা যদুনারায়ণের নামে বাঙ্গালী ভাষায় একখানি নাটকও আছে। রাজা গণেশ গৌড়ের একজন মুসলমান বাদশাহকে মারিয়া গৌড়ের সিংহাসন অধিকার করিয়াছিলেন,

  • Journal of the Asiatic Society o Bengal, - 1817-75, p. 1.

একথ। ৬ রজনীকান্ত চক্ৰবৰ্ত্তী ঈশান নাগরের “অদ্বৈতপ্রকাশ” হইতে উদ্ধত করিয়াছিলেন। অদ্বৈত মহাপ্রভূর পূর্ব পুরুষ নরসিংহ, নারিয়াল-রাজা গণেশের মন্ত্রী ছিলেন এবং তাহারই পরামর্শ মতে গণেশ গৌড়ের মুসলমান বাদশাহকে মারিয়া স্বয়ং রাজা হইয়াছিলেন । রাজা গণেশ যখন হিন্দু ছিলেন তখন র্তাহার নিশ্চয় একটা জাতি ছিল, কিন্তু তিনি কোন জাতিভুক্ত ছিলেন তাহার বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায় নাই। গণেশের স্বাধীনতা সম্বন্ধে একটা সন্দেহ ছিল ; কারণ গণেশের নামাঙ্কিত কোন প্রাচীন মুদ্রা পাওয়া যায় নাই । গণেশকে একজন বিদ্রোহী জমিদার বলিয়াই বোধ হয়। তখন ভারতবর্সের সর্বত্রই মুসলমানের যেরূপ অপ্রতিহত ক্ষমতা ছিল তাহাতে গণেশ যে হিন্দু থাকিয়া প্রকাশ্যভাবে স্বাধীনতা ঘোষণা করিয়াছিলেন, একথা স্বীকার করা কঠিন। যে-সময়ে রাজা গণেশ জন্মিয়াছিলেন সেই সময়ে আর-একজন হিন্দু বাঙ্গাল দেশে একটি স্বাধীন হিন্দু রাজ্য স্থাপন করিয়া নিজের

  • v রজনীকান্ত চক্রবর্তী প্রণীত গৌড়ের ইতিহাস, দ্বিতীয়” १७, श्रृं: ७८ ।।