©Ꮰ~ SAAAAAA AAAA AAAA AAAA SAAAAA AAAA S AAA S AAAAA SAAAA S S S S আমায় ডেকে নিচ্ছে,--মেথানে সব ঝব। পাত, শুকনে। ফুল, মরুহার। নদী, মর। পার্থীর জমে । দেখ, দেখ, কে ওখানে দাড়িয়ে, ও জ্যোংক্স, মোনালিসার মত অপুৰ্ব্ব হেসে আমায় ডাকছে— শেষরাতে আবেগের প্রতিক্রিয় হল, সে অবসন্ন হয়ে পড়ল । ধীরে একবার জিজ্ঞাসা করলে,—গান্ধী কেমন আছেন ? মহাত্মাজী ? গান্ধীর উদেখে সে বারবার প্রণাম কবুল । ধীরে বল্লুম—তিনি ভালই আছেন । গান্ধী যে দুদিন হল ষ্ট-রেজের কাঝাগরে বন্দী, একথা ওই মৃত্যুপথিককে বলতে পাবুলুম না । হঠাৎ বন্ধুর চোখ বিদ্যুতের মত জলে উঠল, সে বলে’ উঠল,—ন, ওরা ওঁকে বন্দী করবে, জেলে পুরবে ; যীশুকে কি ফাসীকাঠে ঝুলতে হয় নি ? এ যে অনেক দিনের জমা পাপ, তার প্রায়শ্চিত্ত করতে হবে । ভাবলুম, সত্যই ত-–এ ত আমাদের পাপের ফল । এভক্ষণ ভাব ছিলুম, পশ্চিমদেশের বর্ধমান সভ্যতার ব্যর্থতার কথা, এ সভ্যত ইঞ্জিন তৈরী কবেছে, এখারোপ্লেন তৈরী করেছে, সমুদ্র পার হয়েছে, বা জ্য জয় করেছে, কিন্তু মানবাত্মার স্বাধীনতা দিতে পারলে না,—শুধু শক্তি দিলে, কল্যাণ দিলে না । নিজেদেব ইীনত ভীরুতার কথ। ত ভাবিনি । AAAAAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS ”... می۔ -- অন্ধকার পৃথিবীর দিকে চেয়ে মনে হল, এ যেন একটা বড় জাহাজ চির-অন্ধকারের জোয়ার ঠেলে চলেছে, যাত্রীর জাহাজের জায়গার ভাগাভাগি নিয়ে মারামারি করে চলেছে ; জাহাজের উপরে কি আছে, তলায় কি আছে, কোথায় চলেছে তা কেউ জানে না । কোন প্রবল জাতি কাপ্তান হয়ে জাহাজের হাল ধরে’ চালাবে এই নিয়ে শতাব্দীর পর শতাব্দী রক্তের স্রোত বয়ে প্রবাসী-কাৰ্ত্তিক, ১৩৩e ۹ م» بمبیی ه هم اه { ২৩শ ভাগ, ২য় খণ্ড SJAAA AAAA AAAASASASJAAAJAJJJJJAJ SAAAAA চলেছে। আমার বন্ধু এ জাহাজের প্রান্ত হতে থসে মৃত্যুর অন্ধকfর সাগরে কোথায় তলিয়ে যাবে তা ত দেখতে পাচ্ছি না। ধীরে বন্ধুর পাণ্ডুর মুখে চোখেরজলে-ভেজা একটি চুমে দিলুম। শেষের রাতে বন্ধু অত্যন্ত দুৰ্ব্বল হয়ে পড়ল, বিকারে মস্তিষ্ক বিরুত হয়ে গেল। শুধু মাঝে মাঝে দু’চারটি *qi oisofoto as-liberty equality—ofto: —অত্যাচারীর মুণ্ড-নরমুণ্ডের পাহাড়--নাদির চাই —রক্তেব স্রোত—অতসী—বেঙ্গল নয় রিভলভার—কে জ্যোংস্ক — যাচ্ছি- পৃথিবী-মা—জালীও আগুন— জাগে, Bissoli—liberty— ভোরবেলায় সপ্তসিম গুল মিলিযে যাবার সঙ্গে সঙ্গে বন্ধ চলে গেলেন । অrজ রেণুর জন্মদিন । বন্ধুর দেওধা চরকাটা সে আজ ফুল দিযে এত ক্ষণ সাজাচ্ছিল, আর পারলে না, ছাদের কোণে কঁদিতে গেল। অশোক পাশের ঘরে বসে কাগজের জন্য লিপ ছিল, স্বাধীনতার অগ্নিপ্রদীপথানি বন্ধু তাব হাতে দিয়ে গেছেন ! সেও আর লিখতে পারলে না, রেণুর পাশে গিযে ছাদে চুপ করে দাড়িয়ে আছে, টাকা-পোত। টলটিাব পাশে । আজ অবিরল ধাবায়ু চোথের জল ঝরছে, ঝরুক, প্রতিদিনই চোগের জল বাবুবে । আজ আকাশের এ উদার আলোর দিকে চেয়ে ভাব ছি, রাঙা চেলীর ঘোমটার নীচে সাহানার তানে আমাদের শুভদৃষ্টি হয়নি বটে, কিন্তু মৃত্যুর অবগুণ্ঠনতলে তারার আলোয় জ্যোতিৰ্ম্ম্য অমৃতময় আত্মার সঙ্গে আমার মিলন হয়ে গেছে, আমার নারীজন্ম সার্থক হয়েছে, আমি ধন্য হলুম। শ্রী মণীন্দ্রলাল বস্থ
পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।