পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eभ न२थn ]

  • ۶یہ*

পূৰ্ণিয়া জেলার পূর্ব-অংশে যে অপভাষা (dialect) কথিত হয়, তাহাকে কিষণগঞ্জয়া বলে। ৬০৩৬২৩ জন লোক এই ভাষায় কথা বলে । ১৯১১ সালে এই অপভাষাকে বাংলার অপভ্রংশ বলিয়া ধরা হইয়াছিল ; ১৯২২এ উহাকে হিন্দী বলিয়া ধরা হইয়াছে । কিষণগঞ্জ মহকুমার সব-ডিবিজন্তাল অফিসারের মতে উহা হিন্দী ; এইজন্য উহাকে হিন্দী বলিয়া ধরা হইয়াছে । ই হার মাতৃভাষা সম্ভবতঃ কোনরকমের হিন্দী বা বিহারী, কিম্বা ইংরেজী ; হয়ত এই কারণে তিনি বাংলার বিরুদ্ধে রায় দিয়াছেন । যাহা হউক, ঐ মহকুমার হিন্দীভাষী ও বাংলভাষীদের দ্বারা ও তাহাদের মধ্যে শিক্ষা, মাতৃসাহিত্যচচ্চ1, এবং সামাজিক প্রতিপত্তি যত বাড়িবে, তাহtদের ভাষার প্রসার ও তত বাড়িবে। এই মহকুমার কথা ছাড়িয় দিলে, মোটের উপর বিহারে বাংলাভাষীর সংখ্যা সামান্যরকম বাড়িয়াছে । বিহার-ওড়িমীয় গণিত অধিকাংশ বাঙালী প্রবাসী বাঙালী নহে । কারণ উহাদের ১৬৫৬৯৯০ জনের মধ্যে ১৫৩০ ১১১ জন অর্থাৎ শতকরা ৯২-৩ জন বঙ্গ ও বিহার-ওড়িষার সীমাস্থিত জেলাগুলিতে ও দেশী রাজ্যগুলিতে বাস করে । এইসব স্থান প্রাকৃতিক বঙ্গের অন্তর্গত, ইংরেজের সুবিধার জন্য বিহার-ওড়িষার সামিল করা হইয়াছে। বিহার-ওড়িষার ঠিক প্রবাসী বাঙালী সওয়া লক্ষ (১২৬৮৮০ ) লোককে বলা যাইতে পারে । ওড়িষার দেশীরাজ্যসকলে বাংলাভাষীর সংখ্যা কমিয়াছে ; ইহার অধিকাংশ হ্রাস ময়ূরভঞ্জে হইয়াছে। বঙ্গের অবাঙালীর সংখ্যা বিহার-ওড়িষা এবং আগ্রা-অযোধ্য প্রদেশের এবং আরো কোন কোন স্থানের লোকদের অনেকে মনে করে, যে, বাঙালী তাহদের দেশ লুটিয়া খাইতেছে । এই ধারণা ভ্রান্ত। বঙ্গের বাহিরে কোথায় কতজন বাঙালী আছে, তাহা উপরের তালিকায় দেখাইয়াছি । এখন নীচের তালিকায় দেখুন, বাংলা ভিন্ন অন্যভাষাভাষী কত লোক ৰঙ্গে বাস করে । অসভ্য সাহিত্যবিহীন আদিমনিরাসীদের ভাষাগুলি প্রায় সবই বাদ দিলাম । বিবিধ প্রসঙ্গ-জাসামে বাঙালী Qe a ভাষা । ভাষীর সংখ্যা। আরাকানী (\చిరి "సి অসমিয়া సె} (t ভোটিয়া ' & R సెన ব্ৰহ্মদেশীয় من به چند পূৰ্ব্বপাহাড়ী (খাস) సెఇ R S ) মরাঠী ২৬৫ ১ নেওয়ারী ৮২৩৭ ওড়িয়া З ЭФА o o পঞ্জাবী 8 సె D 8 পষ তো (কাবুলী) > "V28 রাজস্থানী : ఆ(trB সিন্ধী **8 তামিল \○8b* তেলুগু ఫి 8 & Va হিন্দী ➢ ፃ ግ Pbob” আরবী ৪৬২ অামানী Σ δΣ চীন 86 o a হীক্ৰ ૭૨ર জাপানী وی به رن ফারসী 6:وع بيا ইংরেজী 8❖©ፃbo ফরাসী Sచి 6 গ্ৰীক גר ইতালীয় 8&9° পোতুগীজ, ఇపెt আসামে বাঙালী আসামের মোট অধিবাসীর সংখ্যা প্রায় ৮০ লক্ষ । তাহার মধ্যে বাঙালী সওয়া ৩৫ লক্ষের উপর, এবং অসমিয়া-ভাষী সওয়া ১৭ লক্ষের উপর । বাঙালীর সবাই আগস্তুক নহে । বঙ্গের সন্নিহিত জেলাগুলি প্রাকৃতিক বঙ্গের অন্তর্গত। শ্ৰীহট্ট ঐচৈতষ্ঠদেবের পূর্বপুরুষদের পিতৃভূমি ছিল। আসামের যে-সব জেলা