পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ]

  • ۶۰ییيچ-۶يمي۹

মুক্তির পূৰ্ব্বে জেলের নিয়ম পালন এবং দেশসেবার জন্ত অধিকতর উপযুক্ত হইবার জন্য সাধনা ব্যতীত আমার অন্য কোন দায়িত্ব ছিল না ; কিন্তু এক্ষণে আমি এমন একটি দায়িত্বের বোধে অভিভূত হইতেছি, যাহার অনুযায়ী কাৰ্য্যনিৰ্ব্বাহের যোগ্যতা আমার নাই । অভিনন্দনের অজস্র টেলিগ্রাম আসিতেছে । আমার দেশবাসীদের আমার প্রতি স্নেহের যে-সব প্রমাণ আমি পাইয়াছি, এগুলি তাহারই সমর্থক। ইহাতে আমি স্বভাবতঃ সুখ ও সাস্তুনা লাভ করিতেছি । কিন্তু অনেক টেলিগ্রামে আমার মুক্তির পর আমার দেশসেবা হইতে এরূপ ফললাভের অশি প্রকাশ পাইয়াছে, যাহাতে আমি স্তম্ভিত হইতেছি । আমার সম্মুখে যে কাজ রহিয়াছে, তাহা করিতে আমি কিরূপ অমুপযুক্ত সেই চিন্তায় আমার মাথা ইেট হইতেছে।” তাহার পর তিনি বলিতেছেন, যে, দেশে হিন্দু মুসলমান শিখ, পারণী খৃষ্টিয়ান প্রভৃতি সকল সম্প্রদায়ের লোকদের মিলন ভিন্ন স্বরাজের কথা কেবল কথা মাত্র —সম্পূর্ণ-ব্যর্থ। "আমরা যদি স্বাধীনতা অর্জন করিতে চাই, তাহা হইলে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে অচ্ছেদ্য বন্ধনের স্থষ্টি করিতে হইবে। আমার মুক্তিতে ভগবানকে কৃতজ্ঞতা-জ্ঞাপন সকলের মধ্যে ঐক্যে পরিণত হইবে কি ? কোন চিকিৎসা বা বিশ্রাম অপেক্ষা তাহা আমাকে অধিকতর শীঘ্র স্বস্থ করিয়া তুলিবে । জেলে থাকিতে যখন আমি কোন কোন স্থানে হিন্দু মুসলমানে মনকসকেসির সংবাদ শুনিয়াছিলাম, তখন আমার হৃদয় অবসক্স হইয়াছিল। যে বিশ্রাম করিবার জঙ্ক আমাকে পরামর্শ দেওয়া হইতেছে, তাহ বিশ্রাম হুইবে না, যদি অনৈক্যের বোঝার চাপ আমার হৃদয়ের উপর থাকে । যাহারা আমাকে ভালবাসেন, র্তাহীদের সকলকে আমি আমাদের সকলের বাঞ্ছিত ঐক্যের জন্য সেই ভালবাসা প্রয়োগ করিতে অনুরোধ করি। আমি জানি ঐক্য সম্পাদন কঠিন কাজ ; কিন্তু *আমাদের ঈশ্বরে বিশ্লসন থাকিeেন কোল কাজই কঠিন =ক্ষ্মে আস্কন, আমরা আমাদের দুৰ্ব্বলতা উপলব্ধি করি - এবং বিবিধ প্রসঙ্গ—মহাত্মা গান্ধীর চিঠি ግእ © AMAMAMMAMMAMAMA Ae SAMSMAeSeSeMMAMAeAMJJAMeMMeAeMSeSSeSSeSSeSSeAeSAJAJA AeAAA AAAA AAAA SAAAAAS র্তাহার শরণাপন্ন হই; তিনি নিশ্চয়ই আমাদিগকে সাহায্য করিবেন। দুৰ্ব্বলতা হইতে ভয় জন্মে, ভয় হইতে পরস্পরে অবিশ্বাস জন্মে। আসুন, আমরা উভয়েই ভয় পরিহার করি। কিন্তু আমি জানি, যে, আমরা যদি একজনও ভয় হইতে নিবৃত্ত হই, তাই হইলে আমাদের ঝগড়াও থামিবে । বস্তুতঃ, আমি মনে করি, যে, আপনি কংগ্রেসের সভাপতি থাকিবরি সময় সাম্প্রদায়িক মিলনের জন্য যাহা করিতে সমর্থ হইবেন, সেই কৃতিত্বের দ্বারাই আপনার কার্য্যকালের সফলতা নিষ্ফলতার বিচার হইবে । আমি জানি আমরা পরস্পরকে ভাইয়ের মত ভালবাসি। এইজন্য আপনাকে আমার উদ্বেগের অংশী হইবার নিমিত্ত এবং রোগের সময়টা আমাকে অপেক্ষাকৃত হালকা মনে যাপন করিতে সমর্থ করিবার জন্য আপনাকে সাহায্য করিতে অনুরোধ করিতেছি ।” গান্ধী মহাশয় বার্দোলীর গঠনমূলক অনুষ্ঠানাবলিতে অধিকতর বিশ্বাসী হইয়াছেন। চরকাকেই তিনি ক্রমশঃবৰ্দ্ধমাম জাতীয় দারিদ্র্য বিনাশের একমাত্র উপায় মনে করেন। আমরাও অন্যতম প্রধান উপায় মনে করি । তিনি বলেন, যে, চরকায় মন দিলে ঝগড়া বিবাদ করিবার অবসর থাকিবে না। “গত দুই বৎসরে কঠোর চিস্তার জন্য যথেষ্ট সময় ও নির্জনতা আমি পাইয়াছিলাম। তাহাতে আমি বার্দোলীর কার্য্যব্যবস্থায় দৃঢ়তর বিশ্বাসী হইয়াছি—জাতিতে জাতিতে ঐক্য, চরকায় মনোযোগ, অস্পৃষ্ঠাতা-দূরীকরণ, এবং স্বরাজলাভের উপায় ও স্বরূপ চিন্তা, কথা ও কার্ধ্যে অহিংসা ও নিরুপদ্রবতীয় বিশ্বাসী হইয়াছি । উক্ত ব্যবস্থা অনুসারে অস্তরের সহিত পূর্ণমাত্রায় কাজ করিলে নিরুপদ্রব অবাধ্যতার প্রয়োজন হইবে না, এবং আমার আশা এই যে, ইহা কখনও দরকার হইবে না। কিন্তু ইহাও আমার বলা উচিত, যে, নির্জনে প্রার্থনার সহিত চিন্তা করার পর নিরুপদ্রব আবাধ্যতার ফলদায়কতা ও ধৰ্ম্মসঙ্গততায় আমার বিশ্বাস কমে নাই। জাতীয় জীবন সঙ্কটাপন্ন হইলে এইরূপ অবাধ্যতা করা প্রত্যেক মামুষের ও জাতির কর্তব্য ও