পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SAAAAAA AAAA AAAA SAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA S S S S -- - - - - - - - - - - -م মাইকেল মধুসূদন দত্তের শতবাধিক জন্মোৎসব 일 SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAAAA AAAA AAAA AAAA SAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS মাইকেল মধুসূদন দত্তের শাতবার্ষিক জন্মোৎসব ১২৩০ সালের ১২ই মাঘ মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। এবৎসর তাহার জন্মের শতবৎসর পূর্ণ হইল । এই উপলক্ষে তাহার স্থতির প্রতি শ্রদ্ধা দেখাইবার জন্য কলিকাতায় দুই জায়গায় সভার আয়োজন হইয়াছিল— প্রথমটি হিন্দুস্থলে ও দ্বিতীয়টি সাহিত্য-পরিষদে। হিন্দুস্থলের সভাস্থলটিকে ছাত্র এবং শিক্ষকের পত্রপুষ্পে মুসজ্জিত করিয়াছিলেন । বৰ্দ্ধমানের মহারাজা এই সভায়. সভাপতি হয়েছিলেন। মহামহোপাধ্যায় শ্ৰীযুক্ত হর মাইকেল মধুসুদন দত্ত প্রসাদ শাস্ত্রী মহাশয় বলেন যে মাইকেলকে সশরীরে দেখিবার সৌভাগ্য র্তাহার ঘটিয়াছিল । শাস্ত্রী মহাশয় আরো বলেন যে গত গ্রীষ্মের সময় তিনি সাগরদাড়ীতে কবির জন্মস্থান দেখিতে গিয়াছিলেন। সেখানকার প্রাকৃতিক দৃপ্ত দেখিয়া তিনি বুঝিলেন যে প্রকৃতিই মাইকেলকে একজন বড় কবি হইতে সহায়তা করিয়াছিলেন। শাস্ত্রী মহাশয় বলেন, তিনি কোন কাগজে পড়িয়াছিলেন যে পুত্ররূপেই হউক আর স্বামীরূপেই হউক আর ব্যবহারাজীবরূপেই হউক জীবিতকালে মাইকেল বড় একগুয়ে ও বেয়াড় ছিলেন। কিন্তু তার কবিত্বের বেম্বাড়ামিই