পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ-সেবায় গাইকোয়াড় যে-সকল উদার-হৃদয় ভারতবাসী সমাজের অবনত শ্রেণীর লোকদের উন্নতির জন্য প্রাণপণ চেষ্টা করিতেছেন বরোদার গাইকোয়াড় তাহাদের অন্যতম । চল্লিশ বৎসর পূৰ্ব্বে র্তাহার রাজ্যের অস্ত্যজদের দুঃখ দেখিয় তাহার হৃদয় বিচলিত হয় । তাহ’র সহস্ৰ সহস্র প্রজাকে সমাজের তথাকথিত কুলীনগণ কর্তৃক নিষ্ঠুর নিষ্পেষণে भश्tब्रांछ माग्नांछौब्रां७ १iश्किब्रांप्ल নিষ্পেষিত হইতে দেখিয়া মহারাজা তাহাদের দুর্দশ মোচন করিতে দৃঢ় সঙ্কল্প করেন ও তখন হইতেই তিনি তাহীদের উন্নতির জন্য নানাদিক্ দিয়া নানাপ্রকারে সাহায্য করিয়া আলিতেছেন । তখন তিনি সবেমাত্র সাবালক হইয়া রাজ্যভাব প্রাপ্ত হইয়াছেন । এই সুযোগে তিনি র্তাহার বিস্তীর্ণ রাজ্যের প্রজাদের অভাব অভিযোগ অবগত হইবার ও তাঁহাদের সহিত স্বপরিচিত হইবার নিমিত্ত সফরে বহির্গত হন । এই সময় তিনি দেখিতে পান যে হতভাগ্য অন্ত্যজের নীচবংশে জন্ম গ্রহণ করিয়াছে বলিয়া তাহাদিগকে সৰ্ব্বপ্রকার নিকৃষ্ট কার্য্য করিতে বাধ্য করা হয়। তাহার গ্রামেব নিরুষ্ট ক্রম অংশে ছোট ছোট কুঁড়ে ধরে বারো মাস অভাবের সহিত যুদ্ধ করিয়৷ জীবন بي في نفسيينا মহারাণী চিমনবাই গtষ্টকোয়াড় যাপন করে । পচা ডোবা ভিন্ন অন্ত কোন জলাশয় হইতে তাহারা পানীয় জল আনিতে পারে না । সাধারণ পাঠশালায় তাহীদের পুত্র-কন্যা পড়াশুনা করিতে 外忆颈忒11 মহারাজ গাইকোয়াড় স্থির করিলেন যে সৰ্ব্বাগ্রে তাহাদের মধ্যে শিক্ষার বিস্তার করা আবশ্যক। শিক্ষায় অগ্রসর না হইলে তাঙ্গার তাহদের নিজেদের দুর্দশার