পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سراسb ASA SSASAS SSASAS AAA AA S SA SAS A SAS SSAS SSAS SSAS SSASAS SS SS পণ্ডিতের সমস্ত খরচ রাজকোষ থেকে আসে । একজন সাধারণ লোকের যা খরচ, তার চারগুণ খরচ একএকজন পণ্ডিতের জন্য বরাদ ছিল । পাঠ্যবিষয় কি হওয়া উচিত ও অধ্যাপনা কিরকম হবে, সে-সব বিষয়ের আলোচনার জন্য একটি সমিতি ছিল । লামা তারানাথ এই সমিতির কার্য্যক্ষেত্র সম্বন্ধে বলেন যে এর দৃষ্টি নালন্দ। বিশ্ববিদ্যালয়ের উপরও ছিল (Schiefner.st3 Taranath, p. 218 ) 1 sa itza কি বোঝ। শক্ত। লাম। তারানাথ কি বলতে চান যে— নালন্দা মঠ বিক্রমশিলার অধীনে ছিল ? না, দুটি প্রতিষ্ঠানের মধ্যে কাৰ্য্যের সহযোগ ছিল । তবে এমন দেখা যায় যে একই পণ্ডিত দু জায়গায় বসে কাজ করেছেন । যেমন পণ্ডিত অভয়কর গুপ্ত ও দীপঙ্কর ASA SSASAS SSAS A SAS A SAS SSAS SSAS SSAS SSAS প্রবাসী-কাৰ্ত্তিক, ১৩৩• [ ২৩শ ভাগ, ২য় খণ্ড SS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS A SAS SSAS SSAS SAAA AAAA AAAA SAAAASAAAA ছ-জায়গায়ই নানা বই রচনা করেছিলেন । সে সময় যে সব পণ্ডিত জীবিত ছিলেন, তারানাথ তার একটা তালিকা দিয়েছেন :– ( ১ ) কল্যাণ গুপ্ত ( ৭ ) বুদ্ধগুহ ( 2 ) সিংহভদ্র ( ৮ ) বুদ্ধশাস্তি (৩) সাগর মেঘ ( ৯ ) সিংহমুখ ( 8 ) প্রভাকর ( ১০ ) ধৰ্ম্মীকর দত্ত ( ৫ ) পূর্ণবৰ্দ্ধন ( ১১ ) আচাৰ্য্য পদ্মাকর ( ৬ ) বুদ্ধজ্ঞানপাদ ঘোষ ( কাশ্মীরবাসী ) । বোধ হয় এব মধ্যে অনেক পণ্ডিত বিক্রমশিলার বিশ্ববিদ্যালযের সঙ্গে জড়িত ছিলেন । আচাৰ্য্য বুদ্ধজ্ঞানপাদ দীক্ষাপুরোহিত ছিলেন । তিনি পণ্ডিত সিংহভদ্রের শিষ্য ছিলেন । শ্রী ফণীন্দ্রনাথ বস্তু দৈত্যের দুঃখ গিরিচুড়া ভাঙি আমি, গিরি দবী লঙ্ঘি, ধ্বংসের আমি চিরসঙ্গী, লালসের বিলাসের লীল আমি জানি ঢেব— নিতি মোর নব নব ভঙ্গী । মন্থনে বাস্বকীর ফণা ধরি জাপটি বুকে সহি সাহারার তাপটি, নাচি স্বরাপান করি’, ঝঞ্চায় গান করি, মানিনাক পুণ্য কি পাপটি। ঘরে-ঘরে বাজে মোর বিজয়ের ডস্ক, ভাঙি গড়ি কনকের লঙ্ক}, গ্রাস করি চন্দ্রে, ডাক দিই মন্দ্রে, নাই আশা-নিবাশার শঙ্ক।। নন্দনে হান। দিই—লুটে নিই স্বৰ্গ, হানি গজতুণ্ডেতে পড়গ, জোরে আমি ভোগ করি,—দাস নহি ধক্ষেধি, মৃত্যু ত প্রলয়ের চর গে । জোর করে কেড়ে লই অমিয়ার অংশ, নিজে করি নিজ কুল ধ্বংস, কৈলাসে টান দিই, প্রাণ নিতে প্রাণ দিই— নির্দয় আমি যে নৃশংস । চণ্ডীর সাথে আমি একা করি যুদ্ধ, জানকীরে বনে করি রুদ্ধ, জীবনের ভীতি আমি, মরণের প্রীতি আমি, আমি চিব হিংস্ৰক ক্রুদ্ধ । আমি ক্রর নিষ্ঠুর, আমি ভীম মদ, কিছু নাই কিছু নাই ছদ্ম, ভগবান সাথে লড়ি' জোর করে বুকে ধরি বাঞ্ছিত রাঙা পাদপদ্ম । নিয়তির ক্রীড়নক অবিবেকী আন্ধ কংস ও আমি জরাসন্ধ, যেই পথ দিয়ে যাই রয়ে যায় শুধু ছাই— ভাঙতেই লভি যে আনন্দ । ভাঙতেই পারি শুধু, পারিনাক গড়তে,— মরুতেই এসেছি যে মৰ্ত্তে, সুষমার ঘটগুলি খালি করে’ পদে দলি— স্বধা দিয়ে পারিনেক ভবৃতে । চলে’ যাই হাসে লোকে বামে আর ডাইনে,— বেণকে আর কোন দিকে চাইনে, ভয়ে লোকে দেয় পূজা, ঘৃণা করে যায় বুঝ, সবই পাই, ভালবাসা পাইনে! শ্ৰী কুমুদরঞ্জন মল্লিক